নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমেদ হুমায়ূন

পরিচয় দেওয়ারমত কিছু নাই!!

আহমেদ হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

!!!!!!!!!!!

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:৫১

মানুষ গালি দেয় খুব সম্ভবত নিজের দুর্বলতায় মুখোশ পরাবার জন্যে । প্রতিপক্ষ সবল হলেই দূর্বলের একমাত্র হাতিয়ার মনের শান্তির জন্যে মনে মনে কিছু গালি । হাতাহাতি বা মারামারি করবার মত শক্তি না থাকলে নিজেকে সংযত করবার একটা কৌশল । এটা যখন অভ্যাসে মিশেযায়,হিংসার তীর হয়,অপমানের উপকরণ হয়, এই গালি তখন প্রশ্নবোধক( ? ) । গালিটা কখন,কিভাবে মানুষের মুখ অলংকৃত করেছে আমি জানিনা । তবে অনেক মানুষকেই গালি দিতে শুনেছি । কেউ কেউ দুষ্টুমি করে গালি দেয় আবার অনেকে দেয় রাগের খায়েশ মেঠাতে । সবাই কোননা কোন কারণে কম-বেশি গালি দিয়ে থাকে । মাঝে মাঝে আমিও । কিন্তু কোন শিক্ষিত ( অক্ষর জ্ঞানসম্পন্ন ) মানুষের মুখে হিংসাত্ত্বক গালি শুনলে মনের ভিতর প্রশ্নরা ভিড় করে । গালি হিসেবে আওড়ানো শব্দগুলো নিজেওতো শুনে ! কিন্তু কিভাবে ? তাও আবার এমন কোন শব্দকে রাগের সাপোর্টার হিসেবে ব্যবহার করা , যার অর্থ জন্মের সাথে সাংগর্সিক ! শিক্ষিত জবানে অন্যের প্রতি এই রকম শব্দগুলোকে বর্শার ফলার মত করে ছুঁড়ার সময় একবার কি চিন্তা করা উচিৎ না ? সেই ফলাটা নিজের দিকে আসলে কেমন লাগতে পারে ! অবশ্য তারাতো গালি দিয়ে প্রশংসায় হাততালি পাওয়ার মত করে তৃপ্তি পেতে চায় । তাই এইরকম চিন্তা করে নষ্ট করবার মত সময় কি তাদের থাকে ?
কিন্তু থাকা কি উচিৎ না ? শিক্ষিত ও শিক্ষার মান রাখা উচিৎ না ? তবে কি শিক্ষা বৃথা ? নাকি শিক্ষার সাথে সভ্যতার অমিল ? নাকি তাঁরা মার্জিত রুচিপ্রতিবন্ধী ? উত্তর খুজে পাওয়া দুষ্কর ।।/:)/:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.