নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

সাকিব আল হাসান-এর দেশপ্রেম অথবা কতিপয় বেশ্যারা!

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৩

আপনে এই মুহূর্তে একটা জরিপ চালাতে পারেন, প্রশ্ন করে দেখুন একশত জন মা-বাবাকে: আপনে আপনার ছেলেকে কোন পেশাতে সফল দেখতে চান? আমি নিশ্চিত ৯৯.৯৯ ভাগ পিতা মাতা বলবেন তারা তাদের সন্তানকে ক্রিকেটার হিসেবে দেখতে চান। অবশ্যই ব্রাজিল কিংবা আজেন্ট্রিনা হলে উত্তর হবে ফুটবল, আর আমেরিকা হলে হবে রাগবি, বেসবল কিংবা ভলিবল। বাংলাদেশের প্রেক্ষিতে এমন কেউকে খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে যে তার সন্তানকে, সাহিত্যিক, অর্থনীতিবিদ, দার্শনিক কিংবা বিজ্ঞানী হিসেবে দেখতে চান। অথচ মানব সভ্যতার বিকাশের জন্য কোন খেলোয়াড়ের দরকার নেই, এটা স্রেফ বিনোদনের অংশ মাত্র। কর্পোরেট দুনিয়া আজ আমাদের বিনোদনের ভূত বানিয়ে, প্রয়োজনীয় বিষয়গুলোকে করে দিয়েছে গৌণ। আজ আমরা বিনোদন আর শারীরিক কসরতের ভেতরেই খুঁজি দেশ প্রেম। তারাই আমাদের সামনে আদর্শ তৈরি করছে মাইকেল জর্ডান। মে সি, কিংবা দ্য রকদের। আর বাংলাদেশ হলে এরা হবে: সাকিব, তানিম, আশরাফুলরা। না, শুধু মাত্র দক্ষ ক্রীড়াবিদ হলে হবে না, সাথে উৎকৃষ্ট মানের কর্পোরেট বেশ্যাও হতে হবে। তারপর ওরা আপনার সাথে আদর্শ হিসেবে হাজির হবে। হাজির হবে মানে মিডিয়াগুলো আপনার সামনে তুলে ধরবে। অলম্পিক চ্যাম্পিয়ন এক কিউবান বক্সারকে মার্কিন এক কোম্পানি ১০ মিলিয়ন ডলারে কিনে নিতে ছেয়ে ছিল। ওই বক্সারের জবাব ছিল, কিউবার জনগণের ভালোবাসার তুলনায় পৃথিবীর সমস- সম্পদেই তুচ্ছ। অথচ কিউবাতে কোন ক্রীড়াবিদেই খেলা কে পেশা হিসেবে নিতে পারে না। কারণ তারা জানে খেলা সেতো স্রেফ বিনোদন মাত্র। এই খবরটা আমরা ক-জনে রাখি বলুনতো?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

দালাল০০৭০০৭ বলেছেন: ভাল বলেছেন।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪০

নীলমান৯২ বলেছেন: হুম, আপনার এই লেখা সভ্যতাকে কতদূর নিয়ে গেলো ঠিক বুঝতে পারছি না :-/

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: তাই বলে কর্পোরেট খারাপ এমনটাও না।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০২

একাকী বাংলাদেশি বলেছেন: আপনে এই মুহূর্তে একটা জরিপ চালাতে পারেন, প্রশ্ন করে দেখুন একশত জন মা-বাবাকে: আপনে আপনার ছেলেকে কোন পেশাতে সফল দেখতে চান? আমি নিশ্চিত ৯৯.৯৯ ভাগ পিতা মাতা বলবেন তারা তাদের সন্তানকে ক্রিকেটার হিসেবে দেখতে চান

আপনার কথা সবই ঠিক আছে তবে শুরুতেই গলদ কথা দিয়ে ষ্টার্ট করেছেন। ৯৯.৯৯ তো অনেক দুরের কথা ৪০% লোকও ক্রিকেটের কথা বলে নাকি সন্দেহ। সাকিব তামিম'রা কিছুটা স্বপ্ন দেখাচ্ছে বটে কিন্তু সেটা এখনো এতটা প্রবল হয়নি যে সবাই তাদের সন্তানদের ক্রিকেটার বানাতে চাইবে। এখনো বাংলাদেশ বছরে একটা সিরিজ পর্যন্ত জিততে পারে না, কোন বড় টুর্নামেন্ট জিতা তো পরের কথা। টেষ্টে'তো এখনো পাচঁদিন পর্যন্ত টেনে নেওয়াটাই সাফল্য বলে ধরা হয়। কথা যতটুকু লিখবেন একটু চিন্তা করে লিখবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

আহমদ জসিম বলেছেন: আসলে ৪০ কিংবা ৯৯-এর কোনটাই এপসুলেট ফিগার নয়। আমি সমাজ বাস্তবতাকে বুঝানোর জন্য সংখ্যাটা বললাম মাত্র। তবে এটাতো ঠিক এই সমাজ জ্ঞান নির্ভর সমাজ নয়। বড়জোড় সনদ নির্ভর সমাজ।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭

মুহাই বলেছেন: right

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯

কখনো আমি হালুম হালুম করি বলেছেন: আপনার পোস্ট পড়ার জন্য ধুকি নাই

পোস্ট শুরু করেছেন একটা গাঁজাখুড়ি কথা দিয়ে

আপনে এই মুহূর্তে একটা জরিপ চালাতে পারেন, প্রশ্ন করে দেখুন একশত জন মা-বাবাকে: আপনে আপনার ছেলেকে কোন পেশাতে সফল দেখতে চান? আমি নিশ্চিত ৯৯.৯৯ ভাগ পিতা মাতা বলবেন তারা তাদের সন্তানকে ক্রিকেটার হিসেবে দেখতে চান

আপনাকে এই ইনফরমেশন কোন গাধা দিয়েছে, তাকে ব্লগে দেখতে চাই!

এখনো মা - বাবারা ছেলে মেয়েকে ডাক্তার-ইঞ্জিনিয়ারই দেখতে চায়

আরেকটা মন্তব্য জটিল লাগলো!

নীলমান৯২ বলেছেন: হুম, আপনার এই লেখা সভ্যতাকে কতদূর নিয়ে গেলো ঠিক বুঝতে পারছি না
হাঃ হাঃ হাঃ

৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

মোমেরমানুষ৭১ বলেছেন: আপনে এই মুহূর্তে একটা জরিপ চালাতে পারেন, প্রশ্ন করে দেখুন একশত জন মা-বাবাকে: আপনে আপনার ছেলেকে কোন পেশাতে সফল দেখতে চান? আমি নিশ্চিত ৯৯.৯৯ ভাগ পিতা মাতা বলবেন তারা তাদের সন্তানকে ক্রিকেটার হিসেবে দেখতে চান


তথ্যটি আসলেই গাজাখুরি

৮| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ........ কর্পোরেট দুনিয়া আজ আমাদের বিনোদনের ভূত বানিয়ে, প্রয়োজনীয় বিষয়গুলোকে করে দিয়েছে গৌণ।

আজ আমরা বিনোদন আর শারীরিক কসরতের ভেতরেই খুঁজি দেশ প্রেম।

তারাই আমাদের সামনে আদর্শ তৈরি করছে মাইকেল জর্ডান। মে সি, কিংবা দ্য রকদের। আর বাংলাদেশ হলে এরা হবে: সাকিব, তানিম, আশরাফুলরা। না, শুধু মাত্র দক্ষ ক্রীড়াবিদ হলে হবে না, সাথে উৎকৃষ্ট মানের কর্পোরেট বেশ্যাও হতে হবে। তারপর ওরা আপনার সাথে আদর্শ হিসেবে হাজির হবে।



অলম্পিক চ্যাম্পিয়ন এক কিউবান বক্সারকে মার্কিন এক কোম্পানি ১০ মিলিয়ন ডলারে কিনে নিতে ছেয়ে ছিল। ওই বক্সারের জবাব ছিল, কিউবার জনগণের ভালোবাসার তুলনায় পৃথিবীর সমস- সম্পদেই তুচ্ছ।

অথচ কিউবাতে কোন ক্রীড়াবিদেই খেলা কে পেশা হিসেবে নিতে পারে না। কারণ তারা জানে খেলা সেতো স্রেফ বিনোদন মাত্র। এই খবরটা আমরা ক-জনে রাখি বলুনতো?

জেনেই কি করব বলুন! চেতনা যেকানে বিকোয় ৯০ কোটিতে!
সেখানে আমজনতার বোঝাবুঝির কি দাম আছে!!!!!!!!!!!!!!!!!

৯| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ........ কর্পোরেট দুনিয়া আজ আমাদের বিনোদনের ভূত বানিয়ে, প্রয়োজনীয় বিষয়গুলোকে করে দিয়েছে গৌণ।

আজ আমরা বিনোদন আর শারীরিক কসরতের ভেতরেই খুঁজি দেশ প্রেম।

তারাই আমাদের সামনে আদর্শ তৈরি করছে মাইকেল জর্ডান। মে সি, কিংবা দ্য রকদের। আর বাংলাদেশ হলে এরা হবে: সাকিব, তানিম, আশরাফুলরা। না, শুধু মাত্র দক্ষ ক্রীড়াবিদ হলে হবে না, সাথে উৎকৃষ্ট মানের কর্পোরেট বেশ্যাও হতে হবে। তারপর ওরা আপনার সাথে আদর্শ হিসেবে হাজির হবে।



অলম্পিক চ্যাম্পিয়ন এক কিউবান বক্সারকে মার্কিন এক কোম্পানি ১০ মিলিয়ন ডলারে কিনে নিতে ছেয়ে ছিল। ওই বক্সারের জবাব ছিল, কিউবার জনগণের ভালোবাসার তুলনায় পৃথিবীর সমস- সম্পদেই তুচ্ছ।

অথচ কিউবাতে কোন ক্রীড়াবিদেই খেলা কে পেশা হিসেবে নিতে পারে না। কারণ তারা জানে খেলা সেতো স্রেফ বিনোদন মাত্র। এই খবরটা আমরা ক-জনে রাখি বলুনতো?

জেনেই কি করব বলুন! চেতনা যেকানে বিকোয় ৩ কোটিতে!
সেখানে আমজনতার বোঝাবুঝির কি দাম আছে!!!!!!!!!!!!!!!!!

১০| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৫৩

কানা দাজ্জাল বলেছেন: ভাই বলছেন ভালো, সত্যটাই বলছেন মাগার এইরকম তার ছিড়া স্ট্যাটিস্টিক দিতে গেলেন কেন? আমরা এখনো বাংগালি আছি মানুষ হইনাই, তা যেমন সত্য আপনি যেটা বোঝতে চাচ্ছেন, সেটাও খাটি। ভাড়ের দুনিয়ায় গোপালেরতো অভাব হওয়ার কথা না।

১১| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৪৯

বাংলার ঈগল বলেছেন:

১২| ০৭ ই মে, ২০১৪ রাত ২:৪৫

উড়োজাহাজ বলেছেন: ইহুদি চক্রান্ত বইটির কথা মনে করিয়ে দিলেন।

১৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪৩

ইসটুপিড বলেছেন: .....এখানেগুতান .....এখানেগুতান

১৪| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৫২

কাজী রায়হান বলেছেন: এই কারেনেই আপিএল দেখিনা

১৫| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:০৪

নষ্ট ছেলে বলেছেন: আপনে এই মুহূর্তে একটা জরিপ চালাতে পারেন, প্রশ্ন করে দেখুন একশত জন মা-বাবাকে: আপনে আপনার ছেলেকে কোন পেশাতে সফল দেখতে চান? আমি নিশ্চিত ৯৯.৯৯ ভাগ পিতা মাতা বলবেন তারা তাদের সন্তানকে ক্রিকেটার হিসেবে দেখতে চান।

ালের উদাহরণ দিছেন X( পড়ালেখা বাদ দিয়া ক্রিকেট খেলতে গেলে ৯৯.৯৯% ছেলের বাবাই বকা দেয়।

১৬| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

টেকনিসিয়ান বলেছেন: বাল পুষ্ট.... কোন কিছুই হেডা লাইনের সাথে মিল নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.