নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো মাছ উৎপাদন নিয়ে একটি রিপোর্ট ও কিছু মিথ্যাচার দেখুন।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৮

ঠিক দিন ক্ষণ মনে নেই, তবে বলা যায় সম্প্রতি সময়, বাংলাদেশে এসেছিলেন পশ্চিম বাংলার বিশিষ্ট প্রাবন্ধিক ও মার্কসবাদী তাত্ত্বিক অশোক মিত্র। বক্তৃতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তাঁর পুরো বক্তৃতা শ্রবণ কিংবা পাঠের সুযোগ আমার হয় নি। তবে পত্রিকা পাঠের মধ্যদিয়ে যতটুকু বুঝেছি, তার সার কথা মোটামুটি এই রকম: ভারত বিশ্ব অর্থনীতির এক মহান শক্তি, কিন্তু যে দেশে শতকরা ৭২ ভাগ মানুষ হাগু ধরলে গাছতলায় যেতে হয়, সে দেশের এই শক্তির তাৎপর্য কি! হঠাৎ অশোক মিত্রের কথা মনে আসল: প্রথম আলোর একটা রিপোর্ট পড়ে। রিপোর্টের বিষয় বস্তু বাংলাদেশে মৎস্য উৎপাদনে বিপ্লব ঘটে গেছে। উৎপাদনের পরিমাণ বিচারে বাংলাদেশের অবস্থা বিশ্বের চতুর্থ। পুঁজিবাদী সার্থের পাহারা ধার বুর্জোয়া মিডিয়া দেশের নেতিবাচক সংবাদ প্রচার করতে করতে যখন জনমত বিষিয়ে উঠে, তীব্র ঘৃণা জন্ম নেয় পুঁজিবাদী শাসনের উপর, তখন জনমনে স্বস্তির খোরাক হিসেবে এই ধরনের রিপোর্টগুলো সমনে আনা হয়। আর এই রিপোর্টগুলোতে থাকে ভয়ংকর শুভংকরের ফাঁকি। যেমন ধরুন: মাছ উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে শুনে আপনে খুশি হলেন, আড়াল হয়ে গেল সেই সত্য, যে উত্তরাঞ্চলে চিংড়ি চাষের নামে লক্ষ লক্ষ একর ভূমি চীরতরে বন্ধ্যা হয়ে গেছে, দেখা দিয়েছে মিঠা পানির সংকট, সেখানে বসবাস করি মানুষের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে। কিংবা দ্রুত বর্ধনশীল বিদেশি মাছের চাষ করতে গিয়ে হারিয়ে গেছে অনেক দেশি প্রজাতির মাছ! সবগুলো হিসেবে মিলে যে পরিমাণ ক্ষতি দাঁড়ায় সেটা লাভের অঙ্ক থেকে অনেক বেশি।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৭

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: প্রথম আলোর মতি ভাই মাছ খুব পছন্দ করে।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

আহমদ জসিম বলেছেন: অডেল টাকা থাকলে যা হয়।

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২২

অপূর্ণ রায়হান বলেছেন: সাংবাদিকতা কি ধরনের পেশা ভাবি মাঝে মাঝেই !

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

আহমদ জসিম বলেছেন: ুর্জোয়া সংবাদ পত্রের সেবা আর বেশ্যার দালালি, একই রকম পেশা।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

ইমরান আশফাক বলেছেন: উত্তরাঞ্চলে চিংড়ি চাষের নামে লক্ষ লক্ষ একর ভূমি চীরতরে বন্ধ্যা হয়ে গেছে

উত্তরাঞ্চলে নয়, এটি হবে দক্ষিনাঞ্চলে অর্থাৎ বৃহত্তর খুলনা জেলা।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫২

আহমদ জসিম বলেছেন: ভুল ধরে দেওয়ার জন্য, ধন্যবাদ ইমরান ভাই।

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: প্রায় শ'খানেক মন্ত্রী সাংসদই যেখানে মাছের ব্যবসা করে শত শত কোটি আয় করছে সেখানে মাছ চাষে বাংলাদেশের চতুর্থ হওয়াটাই তো অবাক করা ব্যাপার। এদেশের প্রায় এক তৃতীয়াংশ সাংসদের প্রধান পেশা মৎস্য চাষ, সেখানে সাধারণ জনগণের মাছ চাষের কথা নাহয় বাদই দিলাম।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

আহমদ জসিম বলেছেন: এরা প্রকৃত মৎসজীদের থেকে জাল কেড়ে নিয়ে নিজেরা জেলে সেজে লুটপাট করছে।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৩

নিষ্‌কর্মা বলেছেন: আফনে লেখা লıখলেন ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২টা ২৮মিনিটে |

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪-এ ইমরান আশফাক আপনার ভুল ধরি্যে দি্যে বলেছিলেন: উত্তরাঞ্চলে নয়, এটি হবে দক্ষিনাঞ্চলে অর্থাৎ বৃহত্তর খুলনা জেলা

তার সেই মন্তব্যের প্রেক্ষিতে আপনি ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত একটা ৫২ মিনিটে বললেন, ভুল ধরে দেওয়ার জন্য, ধন্যবাদ ইমরান ভাই

মজার কথা হল, আপনি এমনই ব্লগার যে, আপনি ভুল সংশোধন করেন নাই! আমার মন্তব্যের তারিখ আর সময় খেয়াল করবেন দয়া করে।

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৭

আহমদ জসিম বলেছেন: ঠিক কি ভাবে সংশোধন করতে হবে নিয়মটা জানা ছিল না।



ভাই ভুল সংশোধন করার নিয়মটা একটু শিকিয়ে দেন প্লিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.