নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবন কুরিয়ার সাভিস: কাণ্ডজ্ঞানহীনতার নমুনা দেখুন।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

আমার গল্পগ্রন্থ সিন্দাবাদের গালিচা’র পাণ্ডুলিপি ১১ তারিখেই প্রকাশকে পাঠিয়ে ছিলেন। আমার হাতে পৌঁছার কথা ১২ তারিখ, খুব বেশি হলে ১৩ তারিখ হতে পারে। কিন্তু আজ ১৪ তারিখেও যখন পাণ্ডুলিপিটা হাতে এলো না, খোঁজ নিতে ছুটে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস চট্টগ্রামের কাযলর্য়ে। প্রকাশক আগেই মেম নাম্বার দিয়ে ছিলেন, সেই অনুযায়ী শুরু হলো পাণ্ডুলিপি খুঁজার পালা। পাক্কা তিন ঘণ্টা খোঁজাখুঁজির পরও যখন পাওয়া গেল না, আমি তখন প্রায় বিধ্বস্ত, চোখে জল ছল ছল করছে। আমার বিধ্বস্ত অবস্থা দেখে দায়ত্ব রত সুন্দরী মহিলা জানতে চাইলেন: ভাই এমন উদ্বিগ্ন! জিনিসটা কি ছিল? আমি করুণ কণ্ঠে বললাম: পাণ্ডুলিপি আগামী মেলাতে বই হবে। ভদ্রমহিলা এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে: এটার জন্য এত উদ্বিগ্ন, আমি মনে করলাম ইন্টারভিউ কার্ড টাট হবে কিনা। যেন মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম হাসিটা দেখে ফেলেছি। ততক্ষণে অবশ্যই প্রকাশক ফোন দিয়ে জানালেন: উদ্বিগ্ন হবার কারণ নেই, আবারও পাঠাচ্ছি। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এবার সেই সুন্দরী মহিলার প্রতি ক্ষোভের বদলে করুণা হতে শুরু করল, বেচারি কেরানি, সে কি বুঝবে সৃষ্টির ব্যাধনা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: :)

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৬

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

নিলু বলেছেন: হাঁসিটা তাচ্ছিল্লের নাও তো হতে পারে ?

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭

আহমদ জসিম বলেছেন: অতটুকু বুঝার কাণ্ডজ্ঞান আছে বৈ ই কী।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

আজকের বাকের ভাই বলেছেন: "বেচারি কেরানি" এটাওতো তাছিল্যই। আপনি কী করে জানবেন জীবিকার জন্য মানুষ কী শক্ত কাজ করে, আর চাকরী এখন.......

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

আহমদ জসিম বলেছেন: এই পুজিঁবাদী সমাজে আমরা সকলেই তো আসলে শ্রমের দাস, তবে কেও কেও দাসত্বকে উপভোক কারে আবার কেও ঘৃণা করে।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

সাড়াশি বলেছেন: আজকের বাকের ভাই বলেছেন: "বেচারি কেরানি" এটাওতো তাছিল্যই। আপনি কী করে জানবেন জীবিকার জন্য মানুষ কী শক্ত কাজ করে, আর চাকরী এখন.....
আর ব্যাধনা কি জিনিস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.