নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

কতিপয় দলকানা বুদ্ধিবেশ্যার বুদ্ধির নমুনা দেখুন!

০২ রা মে, ২০১৫ রাত ১:৩৩

বুদ্ধিজীবী নাকি যে কোন সাজের বিবেক হিসেবে কাজ করে। আর আমাদের সমাজে বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে বিবেকহীনতার প্রতীক হিসেবে কাজ করা। তার দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বুঝে না। এর বাইরে গিয়ে আবিষ্কার করে উদ্ভট সব গাঁজাখুরি তত্ত্ব। এই যেমন এই মুহূর্তে ফ্যাসিবাদী সরকারের পক্ষে সাফাই দেওয়ার জন্য আবিষ্কার করেছে এক গাঁজখুরি তত্ত্ব: আগে উন্নয় না গণতন্ত্র। কথার ঢং শুনে আপনার মনে হতে পারে, গণতন্ত্র এবং উন্নয়ন যেন পরস্পর বিরোধী একটা অবস্থান! কিংবা কেউ যেন আপনার সামনে শর্ত হাজির করে বলছে: ভাইটি, বাইরে স্বাধীন ভাবে ঘুরাফিরা করে উপাস মরবা- নাকি জেলে থেকে পোলাউ- বিরানি খাবা! ফ্যাসিবাদী শাসনকে জায়েস করার এই হচ্ছে গাঁজাখুরি তত্ত্ব। প্রকৃত পক্ষে এখানে গণতন্ত্রও নেই, উন্নয়নও নেই। যা আছে তা হলো সীমাহীন লুঠপাট। আর এই লুঠপাটকে হালাল করার জন্য ধনিক শ্রেণি যে দালাল নিয়োগ করেছে তার নাম বুদ্ধিজীবী।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:

আপনি কি বুদ্ধিজীবী, নাকি বুদ্ধিহীন জীব?

০২ রা মে, ২০১৫ রাত ১:৪৭

আহমদ জসিম বলেছেন: এটা বেকুবের প্রশ্ন, আমি বেকুবের প্রশ্নের উত্তর দি না।

২| ০২ রা মে, ২০১৫ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:

উত্তর তো দেখতে পাচ্ছি!

০২ রা মে, ২০১৫ বিকাল ৫:২১

আহমদ জসিম বলেছেন: উত্তর দি নাই, জবাব দিয়েছি, উত্তর আর জবাবে কিছুটা পার্থক্য আছে বৈ কী।

৩| ০২ রা মে, ২০১৫ রাত ৩:৪৩

শ্রাবণধারা বলেছেন: "প্রকৃত পক্ষে এখানে গণতন্ত্রও নেই, উন্নয়নও নেই। যা আছে তা হলো সীমাহীন লুটপাট।" সম্পূর্ন সহমত ।

আর এখনকার এই লুটেরা দল, খেলাটা ভালই খেলছে, আগের লুটেরাদের চেয়ে । আগের লুটেরারা চেতনার তত্ত্ব, উন্নয়নের তত্ত্ব বানাইতে পারে নাই ।

০২ রা মে, ২০১৫ বিকাল ৫:২২

আহমদ জসিম বলেছেন: একেবারে খটিঁ কথা বলেছেন দাদা।

৪| ০২ রা মে, ২০১৫ সকাল ৭:৫৫

ডিজ৪০৩ বলেছেন: কাউকে কোন মন্তব্য করার আগে আপনি কি সেটা ভেবে দেখেছেন ত ?

০৩ রা মে, ২০১৫ রাত ১:৫১

আহমদ জসিম বলেছেন: ভাবনা ছাড়া গতি নাই।

৫| ০২ রা মে, ২০১৫ সকাল ১১:১৮

বিজন শররমা বলেছেন: নেপালে পাচ হাজার (প্রায় সবাই হিন্দু) মারা যাবার পর তাদের পোড়ানো হয়েছে। সমস্যা হয়েছে, কিন্তু তার সমাধান ও হয়েছে । বাংলাদেশের ঢাকায় ভূমিকম্পে পাচ হাজার মানুষ মারা গেলে ঢাকার সব খোলা মাঠে তাদের কবর দিয়ে মানুষকে ঢাকা ছেড়ে চলে যেতে হবে । কবর দেয়ার বিধান মরুভূমির দেশে প্রযোজ্য, জনবহুল কৃষিপ্রধান দেশে নয় ।

০৩ রা মে, ২০১৫ রাত ১:৫৩

আহমদ জসিম বলেছেন: ঠিক বুঝলাম না।

৬| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:২৯

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @বিজন শররমা, আপনি কি লেখেন তা মনে হয় নিজেও জানেন না।
গাঁজা খেয়ে পর্ণ দেখেন, চুল্কানি কমবে, ব্লগে আবোলতাবোল লিখতে আসবেন না।

০৩ রা মে, ২০১৫ রাত ১:৫৪

আহমদ জসিম বলেছেন: ভাই, আমিও বুঝি নাই, তবে এত কঠিন করে না বললেও হয়।

৭| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: "গাঁজাখুরি তত্ত্ব" শব্দটা ব্যবহারে সম্ভবত আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তাই হয়তো ইচ্ছে মতো বারবার ব্যবহার করেছেন।

বিষয়টা ভালো লাগলো কিন্তু লেখা গুলি নয়।

ভালো থাকবেন।

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:১৫

আহমদ জসিম বলেছেন: দাদা, আপনেও ভাল থাকবেন

৮| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৫৯

মোহামমদ অাবুল বাশার বলেছেন: ভাইঢী আপনি কি ঢাইল খাইচেন

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:১৬

আহমদ জসিম বলেছেন: ঢাইল খাওয়া যায় না, এটাও জানেনা, বেকুব!

৯| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৪৬

মোহামমদ অাবুল বাশার বলেছেন: তাহলে ঢাইল পান করচেন জনাবা দালাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.