নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

শুনেন, এক মৌলভির মজার ওয়াজ

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

কদিন মহাবিরক্ত হওয়ার পর মনোযোগ দিয়ে শুনছিলাম, হুজুর এত দীর্ঘসময় ধরে কী ওয়াজ নসিয়ত করে? হঠাৎ শুনি দরাজ কণ্ঠের চিৎকার, তোমরা কও মিয়া নারী পুরুষ সমান অধিকার, জানলার ধারে খাড়াইয়া আমি মুতলে মুত যাইবো বাইরে, আর তোমরা মুতলে মুত পরবো ঘরে, হইলো সমান? সবাই সমস্বরে, না। ঠিক বুঝতে পারছি না, সমতার প্রসঙ্গ এলেই, মোল্লাদের চিন্তা মুত্র নলির ভেতর আটকে পড়ে কেন?

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলাম ধর্মে কি নারী পুরুষের সমান অধিকার দিয়েছে?
তা হলে কোন বিষয়ে স্বাক্ষী মানলে ১ জন পুরুষের স্বাক্ষী সমান ২ জন নারীর স্বাক্ষী কেন নিতে হয়।
অর্থাৎ যে স্বাক্ষী একজন পুরুষ দিলে শুদ্ধ হয় সেই বিষয়ে স্বাক্ষী দিতে হলে দুই জন নারীকে স্বাক্ষী দিতে হবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

আহমদ জসিম বলেছেন: সমস্ত সীমাকে অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে ঠিকই

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

রাবেয়া রাহীম বলেছেন: দুর্গন্ধ যুক্ত চিন্তা ভাবনা দুর্গন্ধ ময় জায়গাতেই সীমাবদ্ধ থাকবে এটাই নিয়ম

উপস্থাপনা ভালো লেগেছে

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৯

আহমদ জসিম বলেছেন: ধর্মান্ধতার বিরুদ্ধে সংগ্রাম জারি থাকা চাই, ধন্যবাদ

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাদীস শরীফে বলা হয়েছে, কোন বিয়েতে স্বাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুই জন পুরুষ থাকতে হবে। নতুবা একজন পুরুষ সমান দুইজন নারী স্বাক্ষী থাকতে হবে। এমন অসংখ্য দলিল পাওয়া যাবে, যেখানে পুরষদেরই প্রাধান্য দেওয়া হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২

আহমদ জসিম বলেছেন: তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, হাসিনা যোগ খালেদা সমান সমান এরশাদ

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

আখেনাটেন বলেছেন: শীতকালে এই ওয়াজী হুজুরদের কদর অাকাশ ছুঁয়েছে। কিছুদিন আগে দেশের বাড়িতে গিয়ে শুনি এক অল্প বয়েসী ওয়াজকারী (নামটা মনে নেই) নাকি এখন ভীষণ জনপ্রিয়। শিডিউল পাওয়ায় মুশকিল। এক রাতের দুই তিন ঘন্টার জন্য অবিশ্বাস্য রেট শুনে আমার হার্টবিট বেড়ে গেছে। মনে হল নিজেই পরে এ পেশায় নেমে পড়ব নাকি!! ;)

সমাজের পরিবর্তনটা ভিতর থেকে হওয়া চাই। উপর থেকে কখনও সমাজের রূপ পাল্টানো যায় না। সুশিক্ষিত (অশিক্ষিত নয়) না হওয়ায় বেশির ভাগ মানুষ টাউট বাটপারদের খপ্পরে পড়ে চলেছে প্রতিনিয়ত।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

আহমদ জসিম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

মরুসিংহ বলেছেন: নারী মুক্তি আন্দোলনের কিছু কিছু কর্মীও মনে করে যে নারীর মুক্তি নারীর মূত্রনালি কিংবা বক্ষদেশেই নিহিত।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

আহমদ জসিম বলেছেন: নারী মুক্তি মানে নারীকে পুরুষ বনানো নয়, বরং নারী পুরুষ সমাজ মর্যদা নিয়ে বেঁচে থাকার সমাজ তৈরিকরণ

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

পলাতক মুর্গ বলেছেন: পয়শা নিয়ে ওয়াজ করা লোকজন একধরণের ধর্ম ব্যবসায়ী। এবং এদের ওয়াজ শুনে লোকজন ধার্মিক হওয়ার বদলে ধর্মান্ধ হয়। এই ধর্মান্ধরাই পরে ধর্মের নামে নানান অপকর্ম করে ধর্মকে কলুষিত করে।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

আহমদ জসিম বলেছেন: শতভাগ সমমত

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

করুণাধারা বলেছেন: শতকরা আশি ভাগ ওয়াজের বিঢয় নারী! এদের ওয়াজ শুনলে মনে হয় এরা কোনদিন কোন নারীর গর্ভে জন্ম নেয় নি।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

আহমদ জসিম বলেছেন: ধারুণ বলেছেন, ধন্যবাদ

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

আবু তালেব শেখ বলেছেন: কতিপয় কিছু ধর্মব্যবসাহী বক্তাদের জন্য ইসলাম কে গালমন্দ করে সাধারন মানুষ যেটা গ্রহনযোগ্য নয়। এরা পয়সার বিনিময়ে উপদেশ দেয়।

কিছুদিন আগে আমার এলাকায় তিনদিনের একটা ওয়াজ হয়েছিল। সব খ্যাতিসম্পন্ন বক্তা মাঠ কাপায়ছে।
প্রধান বক্তা মাত্র 45 মিনিট ওয়াজ করে নিছে 30 হাজার টাকা। তাহলে প্রতি মিনিটে 666 টাকা হাদিয়া। তাহলে এদের কাছ থেকে ইসলাম সম্পর্কে ভালো কিছু আশা করা যায়?

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

আহমদ জসিম বলেছেন: সত্যি কথা বলতে কি, এই ওয়াজের সাথে ধর্মের কোন সম্পক নেই,

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব হুজুরদের দিন শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে। এখনকার যারা ধর্ম চর্চা করে তারা অনেক সচেতন (তবে শর্টকাট মুসলমানরা ছাড়া)...

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

আহমদ জসিম বলেছেন: সচেতন অংশ সবসময় ছিল, তবে তারা বড় সংখ্যালঘু

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

গরল বলেছেন: কোন ভদ্রলোককে আমি কখনও ওয়াজ শুনতে দেখি নাই, ওয়াজ যারা শুনে তারা সমাজের বিকৃত চরিত্রের কুরুচিপূর্ণ মানুষ। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরী ও বিপনন হয়, বা চাহিদার উপরই যোগান নির্ভর করে। অতএব দোষ দিন যারা এর চাহিদা সৃষ্টি করল তাদেরকেও।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

আহমদ জসিম বলেছেন: দারুন মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.