![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক অতি তরুণ বন্ধু ঢাকা বিশ্বিবদ্যালয়ে ভর্তির সুযোগ হয়েছে, খবরটা জানার পর ফোন করে জানতে চাইলাম, কোন সাবজেক্ট পেয়েছ? সে দেখি লজ্জায় কাঁচুমাচু করছে, ঘটনা কী? অনেক্ষন পর বলল, সোস্যলজি। তো, এতে শরমের কী আছে? সে এবার চড়া গলায় বলল, এটা একটা সাবজেক্ট হলো, কোন বাজার মূল্য নেই। তাকে আখতারুজ্জাম ইলিয়াসের কথা বলতে পারতাম, যারা স্বপ্ন ছিল সোস্যলজি পড়ার, পড়তে পারননি, সে আক্ষেপ তিনি আজীবন বহন করেছেন, বলেও বা লাভ কী, এখনকার তরুণরা তো আর স্বপ্ন দেখতে পারে না, পারে হচ্ছে, বাজার খুঁজতে! হায়রে বাজার সবাইকে তুমি তোমার উপযোগি দাস বানাতে পেরেছ বটে!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৪
আহমদ জসিম বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চায়, কারন ওই যে নাম যশ খ্যাতি। আবার মানেরও তো একটা ব্যাপার আছে
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২২
সুমন কর বলেছেন: আপনার বন্ধুকে বুঝান, সেটি মোটেও খারাপ বিষয় নয়। তবে ব্যক্তিগত পছন্দের মূল্য অবশ্যই আছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৭
আহমদ জসিম বলেছেন: ভালো মন্দের বিষয়টা তো এখানে অবান্তর, বাজার চাহীদাটাই আসল
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১
শামচুল হক বলেছেন: বিসিএসে সাবজেক্ট নিয়ে কোন সমস্যা হয় না তবে পছন্দের সাবজেক্ট না পেলে মনের মধ্যে একটা আফসোস থেকে যায়।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৮
আহমদ জসিম বলেছেন: এখানে ব্যক্তি কোন পছন্দ নেই, বাজারেই পছন্দ ঠিক করে দেয়
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪১
ডঃ এম এ আলী বলেছেন: বিশ্বের সন্মানীত বিষয়গুলির মধ্যে সোস্যলজি একটি । এর বহুবিদ জব অপসন রয়েছে ।
Job options
Jobs directly related to Sociology degree include:
Advice worker
Community development worker
Family support worker
Further education teacher
International aid/development worker
Social researcher
Social worker
Youth worker
Jobs where Sociology degree would be useful include:
Actuarial analyst
Charity fundraiser
Detective
Housing manager/officer
Human resources officer
Life coach
Probation officer
Public relations officer
It can be said that many employers accept applications from graduates with any degree subject, so tell your friend not to restrict his thinking to the jobs listed above.
সোস্যলজিতে ডিগ্রীধারীগন কি কি করতে পারেb তা নীচের ওয়েব লিংক হতে কিছুটা দেখার জন্য আপনার বন্ধুকে বলা যেতে পারে ।
https://www.topuniversities.com/student-info/careers-advice/what-can-you-do-sociology-degree
ধন্যবাদ ভাল একটি বিষয় তুলে ধরার জন্য ।
শুভেচ্ছা রইল
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২
আহমদ জসিম বলেছেন: আমি বেধ করি মূল বিষয়টা এখনও বুঝাতে অক্ষম, চাকরি পাওয়া না পাওয়ার থেকেও বড় বিষয়, সমাজবাস্তবতা, এখানে যে একটা ভাবমূর্তি গড়ে উঠেছে, ভালোছাত্র আর ভালে ক্যারিয়ার মানেই, বিবিএ, এমবিএ
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: পোস্টের শিরোনাম দেখে লজ্জা পেলাম। অনেকে হয়তো এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে লজ্জিত। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পেরে লজ্জিত।আর আমি কবিতা না লিখতে পেরে লজ্জিত।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
আহমদ জসিম বলেছেন: আমি সমাজের নির্লজ্জতা দেখে হতাস
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: বন্ধুকে বুঝান।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
আহমদ জসিম বলেছেন: ঠিক আছে
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
আল ইফরান বলেছেন: আপনার বন্ধুকে জানিয়ে দিয়েন আমার মত অনেকেই তথাকথিত এলিট ডিপার্টমেন্টে পড়াশুনা করে লজ্জিত। আমরা শিক্ষক পাই নাই, পেয়েছিলাম শিক্ষকের মুখোশে থাকা কিছু দুর্বৃত্তের সান্নিধ্য। আমি এখনো সমাজবিজ্ঞানের কোর কোর্সগুলো পড়ার স্বপ্ন দেখি, হয়তো হয়ে যাবে শীঘ্রই।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
আহমদ জসিম বলেছেন: এখানে শিক্ষক কোথায়? আছে কতগুলো দলকানা গুন্ডা! আর আমার বন্ধুর কথা বলছেন এটাতো আপেক্ষিক ব্যাপপর, আমি সমাজ বাস্তবতার কথা বলছি
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়তে হবে কেন? ভালো না লাগলেও অনেকে জোর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপছন্দের বিষয় নিয়ে পড়তে চায় বা পড়ে...