![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র ১৭৩ কার্যদিবসে রূপা ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে, আপাতো দৃষ্টিতে দেখলে মনে হবে সব ঠিকটাক আছে, স্বস্তিতে নিশ্বাস ফেলা যায়। কিন্তু একটু সুক্ষ্ম দৃষ্টিতে বিচার করলেই আমাদের অস্বস্তির কারন আরো বেড়ে যায়, কিছু প্রশ্ন সামনে এসে দাঁড়াই, রূপাকে যারা ধর্ষণ ও হত্যা করেছে তারা নিশ্চিত ভাবেই জগণ্য অপরাধী নরপশু, তাদের সমাজে বেঁচে থাকার কোন অধিকার নেই, কিন্তু এই অপরাধীররা যদি সমাজের প্রান্তিক েশ্রণির মানুষ না হয়ে, উঁচু শ্রেণির মানুষ হতো, তাদের যদি রাজনৈতিক পরিচয় থাকতো, তবে কী রূপা হত্যার বিচার হতো? হলেও কী এত দ্রুত হতো, তাঁর আগে মিতুকে আরো জগন্য ভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, বিচার তো দূরাশা, এখন তদন্ত পর্যন্ত হয়নি! কারন এই অপরাধের সাথে নাম এসেছে, সেনাকর্মকর্তার, মানুষ বিচার পাবে কি পাবেনা, সেটা নির্ভর করছে, অপরাধীরর শেণি পরিচয় আর রাজনৈতিক পরিচয়! সত্যিকথা বলতে কি, এটাই যদি হয় বিচার, তবে এর চেয়ে বড় অবিচার আর কী হতে পারে?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৩
আহমদ জসিম বলেছেন: আজ ওনাকে পাওয়া যাচ্ছে না
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
আবু তালেব শেখ বলেছেন: টাকার কাছে বিচার নিত্যান্ত নগন্য
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
আহমদ জসিম বলেছেন: পুরো দেশটাই যে টাকাওয়ালাদের
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪
শিখণ্ডী বলেছেন: এখানে বিচার বা বিচারক নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। আসামিদের শ্রেণি বিষয়ে আপনি যে সংশয় প্রকাশ করেছেন এটি সবখানেই আছে। সমাজের ওপর তলার লোকেরা টাকা দিয়ে বড় উকিল ভাড়া করতে পারে, তাদের বুদ্ধি বেশি, মামু বেশি, ফলে তারা খুব সহজেই টালবাহানা/বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্ত বা বিচারকে বিলম্বিত করতে পারে। যে বিল্ডিং বেশি মজবুত সেটি ভাংতে সময় বেশি লাগবেই ব্যাপারটা বিল্ডিং-য়ের, হাতুরের দোষ বা ব্যর্থতা নয়। এক্ষেত্রেও বিচারের প্রশ্ন তোলা যুক্তিযুক্ত নয়। দেখতে হবে টাকাওয়ালা একেবারেই পার পেয়ে যাচ্ছে কি না, যদি টাকা, শক্তির জোরে পার পেয়ে যায় তবে চিন্তার বিষয়!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭
আহমদ জসিম বলেছেন: আমি কী একবারও বিচারকের সততা নিয়ে প্রশ্ন তুলেছি
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
জগতারন বলেছেন:
তাঁর আগে মিতুকে আরো জগন্য ভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল,
বিচার তো দূরাশা,
এখন তদন্ত পর্যন্ত হয়নি!
কারন এই অপরাধের সাথে নাম এসেছে,
সেনাকর্মকর্তার,
মানুষ বিচার পাবে কি পাবেনা,
সেটা নির্ভর করছে,
অপরাধীরর শ্রেনী পরিচয় আর রাজনৈতিক পরিচয়!
সত্যিকথা বলতে কি,
এটাই যদি হয় বিচার,
তবে এর চেয়ে বড় অবিচার আর কী হতে পারে !
সহমত!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: সৈয়দ ইসলাম বলেছেন: বিচার বিভাগের প্রশংসাকারী চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের অপেক্ষায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৬
আহমদ জসিম বলেছেন: আপনে কী বলেন?
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
সৈয়দ ইসলাম বলেছেন: বিচার বিভাগের প্রশংসাকারী চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের অপেক্ষায়।