![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা হলাম সময়ের অতিথি
সময় দিয়েছে আমন্ত্রন
তাইতো এসেছি।
এখানে আমরা হাসছি খেলছি
আবার একে অন্যের দুঃখে
ব্যাথিত হয়ে কাদছি।
সময়কে উপভোগ করছি নিজের মত করে।।
কিন্তু সময় যে বয়ে চলে নদীর স্রোতের মত।
নদীর স্রোত যেমন পাহাড় হতে সৃষ্টি হয়ে
একে বেকে চলে
আবার মিলিয়ে যায়
সাগরে
তেমনি সময়ও মুহুর্তে মুহুর্তে
মিলিয়ে যায় অসীমে।
তখন থাকবে না কেউ
থাকবে না হাসি
কান্না
স্নেহ
ভালোবাসা
যেতে হবে একাকী
এভাবেই বিদায় নিতে হবে আমাদের
সময়ের কাছ থেকে।।।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
আহনাফ আহমেদ আবির বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
মুন্তাসীর আর রাহী বলেছেন: