![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ অনেক দিন পর স্কুল+কলেজ এর কতিপয় বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। জমিয়ে আড্ডা দিয়ে, ভরপেট খেয়ে কার ওপর বিলের দায়িত্ব গছানো যায় তা নিয়েই তুমুল বিতর্ক হচ্ছে । আমি নিশ্চুপ থেকে ওদের কথা শুনে যাচ্ছি (কারন কথা বললেই আমার উপর পড়তে পারে। আজই টিউশনির টাকা পাইছি তো তাই। শুধু রাসিফ জানে)
এই তর্ক বিতর্কের মধ্যেই আমি বলে উঠলাম,
আয় চল কক্সবাজার+সেন্টমার্টিন যামু। অনেক দিন সিলেটের বাইরে যাই না।
এই কথা শুনে তো রাসিফ ওরফ চিকা কয় কি -হ তোমার তো পকেটে কামড়াইতাছে।
আমি কই হ কামড়ায় তো। শালারা ঘরে বসে বসে ফার্মের মুরগির মত ফুলতাছোত তো। একটু তো বাইরের আলো বাতাস গায়ে লাগা। (শালা, বিপ, বিপ, ..........................)
আমাদের এই তুমুল গালাগালিতে বাকিরা আর কোন মন্তব্য না করে আমার কথায় সায় দিলো। তাই ঠিক করলাম আগামী পরশু যাত্রা শুরু করব।
কিন্তু যাবি কেমনে??-সাকিবের প্রশ্ন।
ট্রেনের টিকেট তো আর পামু না। বাসেই যামু। ডাইরেক্ট কক্সবাজার। SO আন্নেরা হক্কলে গাট্টি বুচকা লই রেডী থাইকেন। আর এক্কন পকেটে যার যা আছে বাইর করেন। মিলামিশা বিলটা দেই অন্তত।
তারপর সবাই বিদায় নিয়ে যার যার নিড়ে ফিরে আসলাম। আমি তো কক্সবাজার আর সেন্টমার্টিন যাওয়ার চিন্তা নিয়া ঘুমায়া গেলাম।
নির্ধারিত দিনে সরি রাতে কদমতলী থেকে আমাদের যাত্রা শুরু করলাম। বরাবরের মতো ভ্রমণ সঙ্গী ছোট বেলা+ছেলেবেলা+তরুন বেলা+...+আজকের ৪ বন্ধু। এর আগেও চট্টগ্রাম ২ বার গিয়েছিলাম ভার্সিটির পরীক্ষা দিতে, কিন্তু কক্সবাজার আর সেন্টমার্টিন যাওয়া হয় নি । মনের ভেতর সেই খচ খচানি দূর করতে এবার গেলাম সাধ মিটাইতে সাধের কক্সবাজার আর সেন্টমার্টিন। ঠিক ছিল ৬ জন যাবো, এর মধ্যে একজনের বয়স একটু কম হওয়ায় ( বটলা অপু) ওর আম্মা যেতে দিল না। ওর প্রতি প্রচণ্ড রকমের রাগ , ক্ষোভ ঘৃণা নিয়ে বাসে উঠলাম। কেউ একজন না গেলে কি যে রাগ ধরে যারা এই সমস্যায় পরেছেন তারা ভালো বুঝবেন। আমাদের যাত্রা শুরু করলাম। রাতে তো আর বাইরে তাকিয়ে কিছু দেখার নাই কিন্তু তারপরও আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। ফেনী তে এসে বাস ড্রাইভার আমাদের দয়া করে পানি বদলানোর সুযোগ দিল। ভোরের কিছু আগে আমার চোখ লেগে এসেছিল কিন্তু চারিদিক আলো হয়ে ওঠায় আর চোখ লাগল না। ১২ টার দিকে বাস কক্সবাজার এসে পৌছাল। আমরা সবাই নেমে আড়মোড়া ভেঙ্গে একটা হোটেলে ঢুকে আগে পেট পুজো করলাম। এখন আমাদের মিশন হোটেল খোজা। ভাগ্য ভালো বলেতে হবে আমাদের। সস্তা কিন্তু সবচাইতে কিন্তু ভালো প্লেস এ ভালো সুবিধার হোটেল এ উঠে গেলাম। আমি মিথ্যা বলছি না আসলেই হোটেল টা অন্য যেকোনো হোটেল এর চাইতে প্লেস এ ভালো।(সুগন্ধা গেস্ট হাউস) বারান্দা থেকে সরাসরি সমুদ্দুর দেখা যায়। মাত্র ৮০০ টাকায় একটা ডাবল রুমে উঠে গেলাম। তখন বেলা ২ টা । সারা রাত বাসে ঘুমাই নি, বিছানা দেখা মাত্রই সবার এক অবস্থা। গেট, সেট, গো বলে সবাই বিছানার উপর ঝাপিয়ে পড়লাম।
পরের ২ দিন সাগর পারে হই চই করে, সুন্দর ওরফ বিউটিপুল মাইয়াগো দেখতে দেখতে আর চুড়ান্ত পর্যায়ের আনন্দ করতে করতে কেটে গেল। বিকেলে খাওয়া দাওয়া করে শেষ বারের মতো দিনের কক্স বাজার টাকে একটু ভালো করে দেখে নেয়া ,রাতে ভরপুর আড্ডা, চাদের আলো+গান তো ছিলই। রাত বেড়ে গেলে মাথায় চিন্তা আসে পরের দিনের! খুব সকালে ঘুম থেকে উঠে সেন্টমার্টিন এর উদ্দেশে হোটেল ছাড়তে হবে।
গল্গ করে ঘুমাত ঘুমাতে রাত গভীরে ঘুমাতে গেলাম।
সেন্টমার্টিন যাবার পথে অনেক দূর পর পর পরবে নয়নাভিরাম তেপান্তর (নীচে), মুগ্ধ হয়ে মাঠ আর মানুষ দেখছিলাম, দেখতে দেখতেই আমার গ্রামের কথা মনে পড়ে গেল!
আমাদের ৫ জনের কেউ ই আগে জাহাজে উঠি নি, এর মাঝে আমার মধ্যে এডভ্যাঞ্চারের নেশা একটু বেশি কাজ করে সবসময়। তাই জাহাজে উঠার সময় লাফাতে লাফাতে গিয়ে উঠলাম। আর সবাই আমার এই লাফালাফি দেখে ভয় পাচ্ছিল যে কখন না জাহাজে উঠার সিড়িটার ইন্তেকাল হয়।
জাহাজ টেকনাফ এর নাফ নদী তে কিছুদুর গেলে, দৃশ্যপট দেখে আমি বিস্মিত! আমাদের বাংলাদেশ! এ আমার দেশ এ এমন জায়গা আছে? আমি ভাষা হীন! ইসস এই জায়গায় আমার বাড়ি হলে ! জাহাজের পিছলে অসংখ্য সিগালের মিছিল। আমি তো মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছি। ওয়াহ !! ওয়াহ !!
হঠাৎ শুনি কে যেন আমাকে ডাকছে। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। কিন্তু আমি তো ডাকটা এখনও ঠিকই শুনতে পাচ্ছি। আমি আস্তে আস্তে ডাকের উৎস লক্ষ্য করে এগুতে থাকলাম।
আবির!! আবির!! আবির!!
চোখ খুলে দেখি আম্মু আমাকে ডাকছে। আমি তো অবাক !!
আমি না নাফ নদীতে জাহাজে ছিলাম? আমি চোখ ডলতে ডলতে চারিদিকে তাকাতে থাকি।
হাহ!! আরেহ আমার যাওয়ার কথা তো আগামীকাল।
নিজ মনেই হেসে উঠি। এ যে স্বপ্ন।।।
(বি:দ্র: এই ট্রিপটাতে আজও আমাদের যাওয়া হয়নি। সবাই বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে ব্যস্ত। তোদের কি আজো মনে আছে এই যাওয়ার কথা।(রাসিফ, কল্লোল, সাকিব, অপু, নাহিদ)। আমি কিন্তু আজও অপেক্ষায় আছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ২:০২
খেয়া ঘাট বলেছেন: আপনার সুন্দর স্বপ্নটা যেন সত্যি হয়।