![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
এই পুরো সিরিজ এ টাইগার রা যা খেললো তাতে হারানোর কিছু দেখি না বরং অনেক কিছু ই পেলাম আমরা।
টেস্ট সিরিজ এর কথা তাই মনে করুন একবার।আপনার চোখ এ ভেসে উঠবে মমিনুল এর সেই অসাধারণ ১৮১ রানের ইনিংস টির কথা।সাথে আরও অনেক চমক ও মনে পরে যাবে।মনে আছে গাজির সেই ইতিহাস তৈরি করা এক টেস্টে ৫+ উইকেট এবং শতক এবং হ্যাট্রিক এর কথা যা কিনা এখন বিশ্বরেকর্ড।এরপর দ্বিতীয় টেস্ট এ সম্মিলিত প্রচেষ্টায় ড্র করা।এভাবেই নিউজিল্যান্ড এর সাথে টেস্ট সিরিজ এর ট্রফি টি ভাগাভাগি করে নেয় টাইগার রা।
এরপর ওয়ানডে সিরিজ এর প্রসঙ্গ তুলতেই সবার মুখে শুধু একটি ই শব্দ ''বাংলাওয়াশ''।এই শব্দ টি সিরিজ শুরু হওয়ার আগে থেকেই সবার মুখে মুখে ধ্বনিত হচ্ছিল যা কিনা আমাদের টাইগার রা বাস্তবে পরিণত করলো।এই বাংলাওয়াশ এ ৩ ম্যাচ এর ম্যান অফ দা ম্যাচ ৩ জন।রুবেল এর হ্যাট্রিক এর কথা নিশ্চয় ই এখন ও সবার মনে আছে।এ থেকেই বুঝা যায় যে বাংলাদেশ এখন সম্মিলিত পারফর্ম করা প্লেয়ারদের দল,কোন ১-২ জন প্লেয়ার এর উপর নির্ভরশীল নয়।।এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে?এমন বাংলাদেশ টিম ই তো আমরা সব সময় আশা করছিলাম।
এরপর পুরো সিরিজ এর শেষ ম্যাচ টি২০ খেলতে নামে বাংলাদেশ।পুরো সিরিজে একটি ও জয় না পাওয়া কিউইরা প্রথমে ব্যাটিং করে ২০৯ রানের টার্গেট দেয়।এরপর বাংলাদেশ ব্যাটিং এ নেমে ১.৪ ওভার এর মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ১৯ রান তুলতেই।এই খাদের কিনারা থেকে যে টাইগার রা ১৮৯/৯ তে গিয়ে থামে তা কোন অংশেই আপনি খারাপ বলতে পারবেন না।এখন আমরা দ্রুত উইকেট পরে গেলেও বিপদ কাঁটিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখি।এটাও এক ধরনের বড় অর্জন যা কিনা পূর্বের বাংলাদেশ টিম এ তেমন দেখা যেতো নাহ।
আর সত্যি কথা বলতে কি,নিউজিল্যান্ড টিম সেই কত দূর থেকে খেলতে আসছে।একটা জয় পকেট এ না ভরে তাদের পাঁঠায়ে দিতে তো আমরা বাঙ্গালী দের ও তো খারাপ লাগতো নাকি।
মোট কথা পুরো সিরিজ এর কথা চিন্তা করলে,আমরা এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে যেখান থেকে পিছে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই।এখন দুনিয়ার যে কোন টিম কে হারানোর ক্ষমতা আছে আমাদের আর খেলা যদি হয় বাংলাদেশ এ তাহলে তো ''বাংলাওয়াশ'' শব্দ টি মনে আছেই আপনার !!
Well Played TigerS............!!.. সংগৃহীত
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০
এহসান সাবির বলেছেন: ভালো খেলেছে।