![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
আজ শুক্রবার, সারা সপ্তাহ শেষে একটু শান্তিমত ঘুমানোর দিন , কিন্তু ১২-১৫ বছর আগেও শুক্রবারের মানে আমাদের অনেকের কাছেই ছিল অন্যরকম ।
শুক্রবার মানেই পুরা সপ্তাহ শেষে একটা দিন বিটিভিতে সিনেমা দেখার দিন। সারা সপ্তাহ অপেক্ষা করতাম কখন শুক্রবার হবে , কখন ৩:৩০ বাজবে , কখন সেই শাড়ি পরা মহিলা মিষ্টি একটা হাসি দিয়ে বলবে এখন আপনারা দেখবেন পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি ... শ্রেষ্ঠাংশে ... যেখানে আনোয়ার হোসেন নাহলে প্রবির মিত্র নামটা থাকতই , আর দিলদার নামটা শুনলেই মনে একটা আলাদারকম শান্তি পাইতাম । ছবি দেখা শেষে সন্ধ্যার একটু আগের বাকিটা সময় যখন খেলতে আসতাম তখন চলত ছবির মজার জায়গাগুলা অভিনয় করে দেখানো , কখনও বা নায়কের মত মারপিটের মিথ্যা অভিনয়। আর এর মধ্যে কারেন্ট চলে গেলে পুরা সপ্তাহটাই মাটি। আর যেদিন সালমান শাহ এর ছবি দেখানো হবে সেদিন যেন ঈদ , এমন ই ছিল দিনগুলা। এমনও হইসে হয়ত কারেন্ট চলে গেছে আশেপাশে কারো বাসায় ব্যাটারি দিয়ে টিভি চালানোর বেবস্থা থাকলে সেখানে চলে গেছি ছবি দেখতে , মফস্বলে পাশের বাসায় তখনকার দিনে যাওয়া এমনকি টিভি দেখতেও সেটাকে স্বাভাবিক ই মনে হত অন্তত আমাদের বাচ্চাদের কাছে । তখনকার দিনে বিটিভির একটা সিনেমা দেখার জন্য সবাই কেমন পাগল ছিল তার একটা ছোট উধাহরণ দেই-
তখন একবার বিটিভি নিয়ম করল যে শুক্রবারের ছবি শনিবার দেখানো হবে , সময়টা ১৯৯৯ সাল।থাকি দিনাজপুরের একটা থানা শহর বিরামপুর এ, পড়ি ওখানকার একটা স্কুল এ, স্কুল আবার শনিবার খোলা , এখনকার অনেক স্কুল এর মত শনিবার আমাদের কোন বন্ধ ছিলনা । ত শনিবার ছবি দেখাবে তাই আমি স্কুল এ যাইনাই , আমার মত প্রায় সবাই ই যায়নাই । এমন অবস্থা যে আমাদের ক্লাস ৪ এর ১০০ অথবা একটু বেশি ছাত্র ছাত্রীর মধ্যে আমার যতদুর মনে পড়ে গেসিল মাত্র ৫-১০ জন এর মত। ক্লাস ১, ২, ৩,৫ এর অবস্থা ও খুব সম্ভবত এর চেয়ে ভালনা । ত পরেরদিন আমি স্কুল এ যাইনাই , খুব সম্ভবত কেউ খবর দিসিল যে সকালের শিফটের ১, ২, ৩ রে দিসে ভালমত । পরেরদিন স্কুল এ যায়া শুনি হেড স্যার ক্লাস এ আইসা নাকি একেকটারে মারতেসিল আর বলতেসিল , কি ছবি দেখাইসে কাল , পরিবার??? নায়ক কে জসিম?? এই টাইপ কথা বার্তা সেই শনিবার দেখাইসিল আমার মতে বাংলাদেশের অন্যতম সেরা একশন নায়ক জসিমের পরিবার ছবিটা । ছবি দেখার এমন ই নেশা সবার , মার খাওয়ার পরও খুব একটা আফসোস মনে হয়না কারো ছিল , পরের কোন এক শনিবার স্কুল এ গেসি, সেদিন আর বাসায় থাকিনাই , এক ফ্রেন্ড টিফিনের সময় গেসে বাসায় খাইতে আর নামাজ পড়তে , অরে জিজ্ঞেস করলাম , কি ছবি দেখায় , কইল কাজের বেটি রহিমা , নায়িকা শাবানা আছে , শাবানারে নাকি খালি মারে। মনটা দুঃখে ভরে গেসিল , ইশ দেখা হইলনা ছবিটা , পরে অবশ্য বিটিভির বারবার এক ছবি দেখানোর কল্যাণে অনেকবার দেখসি ছবিটা
এখন আমার কাছে শত শত ছবি, শুধু বাংলা হিন্দি ইংরেজি না , চাইনিস করিয়ান , রাশিয়ান এমনকি ব্রাজিলের ছবিও দেখা হয় যেখানে আগে একটা ইংরেজি ছবি দেখলে মনে হইত বিশাল জিনিস। তারপরও আমার কাছে আগের সেই বিটিভিতে সারা সপ্তাহ একটা ছবি দেখার জন্য যে আগ্রহ , যে ভালোলাগা ওইটার মত লাগেনা । যেমন আগের মানুষরা বিটিভিতে সারা সপ্তাহে একটা নাটক দেখার জন্য অপেক্ষা করত যেটা আমাদের অতটা করা লাগেনাই, তেমনি আমরা কিভাবে অপেক্ষা করতাম এখনকার পোলাপানরা জানেনা । কি ছিল সেই দিনগুলা , ভাবলেই নস্টালজিক হয়ে যাই
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৩
আহসান ০০১ বলেছেন: ধন্যবাদ ভাই। শুক্রবারের বাংলা ছবি আর আলিফ লায়লা , কি ছিল সেই দিনগুলা
২| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
কালোপরী বলেছেন:
৩| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
এবি মিনহাজ বলেছেন: কইটা এড দেয় তাও কিন্তু গুনতাম.......
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
স্রাবনের রাত বলেছেন: খুব ভাল লাগল ভাই ।
পুরান দিনের কথা মনে করায় দিলেন ।