নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন স্বপ্নচারী

আহসান ০০১

সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে

আহসান ০০১ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

ভালবাসা দিবস নামে যে একটা দিন আছে সেটা প্রথম জানতে পারি যখন খুব ক্লাস ৪ এ পড়ি। সেসময় ছোট কাকু বলল ভালবাসা দিবসের কথা। ভালবাসা দিবসের শক্তি কত অথবা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝাতে আমাকে বলসিল যে, ভালবাসা দিবস এমন ই একটা দিন যে আজকে চাইলে প্রিন্সেস ডায়ানাকেও বলা যাবে আমি তোমাকে ভালবাসি। আমিও আমার বন্ধুদের বলতাম ভালবাসা দিবস হইল এমন ই মারাত্মক দিন যে এমনকি প্রিন্সেস ডায়ানাকেও চাইলে বলতে পারব আমি তোমারে ভালবাসি, যদিও প্রিন্সেস ডায়ানা তার ২ বছর আগেই মারা গেছে সেদিকে আমার খেয়াল নাই!

এখন বুঝি যে ভালবাসি বলতে আসলে কোন দিনের সাহায্য লাগেনা, চাইলে একটু সাহস করে আপনি যে কোন দিন বলতে পারবেন ভালবাসি, বছরের অন্যান্য দিন বুক ধুকধুক করবে আর ১৪ই ফেব্রুয়ারী করবেনা এমন না, আপনি যদি সত্যিকারের ভালবাসেন ( জাস্ট মজা না করতে চাইলে, টাইম পাস না করতে চাইলে) , সে আপনার প্রাণের বন্ধু হোক আর অল্পদিনের পরিচিত হোক বুক ধুকধুক করার কথা। তাই সারাবছর এইদিনের জন্য অপেক্ষা না করে সাহস করে ভালমত চিন্তা করে যে এটা কি ক্ষণিকের ভাললাগা নাকি আসলেই ভালবাসেন কিনা, শিওর হয়ে বলেই দেন ভালবাসি।



জানিনা দিনটা ভাল কি খারাপ, এইদিনে যেমন ভালবাসার নামে হয়ত অনেক নোংরামি হবে তেমনি হয়ত অনেক অগনিত মানুষ একযোগে ভালবাসবে অথবা ভালবাসার চেস্টা করবে, অনেকেই হয়ত তাদের মনের কথা জানাবে,এটা একটা দিন, বিশেষ ভাবে লিমিট বজায় রেখে পালন করায় হয়ত খারাপ কিছু নাই, অথবা হয়ত আছে, ধর্মের সাথে সংস্কৃতির সাথে যায়না হয়ত, বিশেষভাবে পালন করবেন তবে শুধু একটা দিনেই ভালবাসা সীমাবদ্ধ রাখবেনা কেউ আশা করি।



সব যুগলের সারাটা বছর আজকের দিনের মতই ভালবাসায় পূর্ণ থাক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তারা যাতে বিশাল ভালবাসাবাসির পর বিয়েটা যাতে করে আর ভালবাসাটাও যাতে ভালবাসার মতই থাকে খারাপ দিকে যাতে না যায় সে কামনা করি।



শুভ হোক ভালোবাসা দিবস

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.