![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
confession of Murder(south Korea)
IMDB Rating-7
দক্ষিণ কোরিয়ার রোম্যান্টিক মুভি দেখার পর সেদেশের মুভির প্রতি আলাদা একটা আগ্রহ হয় , যার ফলে নানা ধরণের মুভি ডাউনলোড করে দেখা শুরু করি আর অবাক হয়ে যাই এতদিন কি মিস করসি।
এই মুভিটা একটা সিরিয়াল কিলার আর এক গোয়েন্দা অফিসারকে নিয়ে। ১০টা মার্ডার করার পর লাপাত্তা হয়ে যায় এক সিরিয়াল কিলার , শেষ চিহ্ন হিসেবে গোয়েন্দা অফিসারের মুখে ছুরির আঘাতে চিরে দেয়া গালের দাগ, সিরিয়াল কিলারের চেহারা কেউ দেখেনি মুখোশ পরে থাকায় ।
অনেক বছর পরে হটাত একজন দাবি করে সে সিরিয়াল কিলার , সে একটা বই ও লেখে কিভাবে সে সবগুল খুন করে তার বিস্তারিত বর্ণনা দিয়ে যার মিলিয়ন কপি বিক্রি হয়, অতীত কর্মের জন্য সবার কাছে ক্ষমা চায় সে । যাদের পরিবারের সদস্য খুন হয়েছিল তারাও প্রতিশোধ নিতে চায় , মুখোমুখি দাঁড় করানো হয় বছরের পর বছর খুনিকে খুজে ফেরা্, নিজ প্রেমিকা কি খুন হয়েছিল নাকি খুনি তাকে এখনও কোথাও বন্দী রে রেখেছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকা সে গোয়েন্দা আর সেই খুনের দাবিদার সিরিয়াল কিলারকে , কিন্তু তখন ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন ফোন এ আরেক বেক্তি দাবি করে খুন গুল আসলে সে করেছে।
আসলে কে খুন করেছে , কেন করেছে , গোয়েন্দার প্রেমিকা কি এখনও বেঁচে আছে নাকি মারা গেছে , শেষ পর্যন্ত কি পরিণতি হয় খুনিটার সব জানার জন্য অপেক্ষা করতে হবে সিনেমার শেষের দিক পর্যন্ত ।
মুভিটা প্রথম দিকে একটু ধীর, কিন্তু সময়ের সাথে সাথে থ্রিল বাড়তে থাকে ,আর সব কোরিয়ান মুভির মতই এতেও আছে একটা অসাধারণ প্রেম কাহিনি যেটা এই ক্রাইম থ্রিলার মুভিকে দিয়েছে অন্য মাত্রা, সাথে কোরিয়ান রোম্যান্টিক মিউজিক ।
থ্রিলার ভক্তরা দেখতে পারেন মুভিটা , আশা করি ভাল লাগবে ।
মুভির ডাউনলোড লিঙ্ক
Click This Link
©somewhere in net ltd.