নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন স্বপ্নচারী

আহসান ০০১

সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে

আহসান ০০১ › বিস্তারিত পোস্টঃ

একটি মর্মস্পর্শী ঘটনা ও পুরুষ হিসেবে লজ্জা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

আমরা অনেক সময় তর্ক করি মেয়েরা বেশি খারাপ নাকি ছেলেরা বেশি খারাপ, মেয়ে নাকি ছেলে বেশি ভাল সেই তর্কে হয়ত কোন উত্তর বের করা সম্ভব হবেনা তবে একজন আব্বা আর একজন মায়ের মধ্যে মায়ের চেয়ে ভাল যে আর কেউ নাই সেটার অনেক প্রমাণ এই যুগে দেখতেসি ।



বাবার দ্বারা মেয়ের এমনকি ধর্ষণ এখন অনেক ই দেখা যায় পেপার খুললে, আজকে খবরে একটা খবর দেখলাম যে ছেলের ক্যান্সার , ছেলেটা বাগেরহাটের, একটা কলেজে এই বছর মনে হয় ভরতি হইসে। মা তার জমি বিক্রি করে ১৮ লাখ টাকা বাপের হাতে রাখতে দিসে, একটু পর ই দেখে বাপ টাকা নিয়া উধাও, বাপ নাকি এইটাও বলত যে ছেলেটা মরেনা ক্যান , কবে মরবে অথচ ঢাকা মেডিকেলের ডাক্তার বলসেন তাকে কেমোথেরাপি দিলেই ভাল হয়ে যাবে সম্ভবত।

মা টা শেষে কাঁদতে কাদতে এই কথা বলতেসিল যে এমন বাপ যাতে কারো না হয় , ছেলেটাও তার ফেসবুক এ বলসিল বাবা টাকা নিয়া কি কবরে যাবেন, আপনি কি কোনোদিন মরবেন না !



মাত্র ১৮ লাখ টাকাই ত ছিল ! এই ১৮ লাখ টাকা আর একটা মরণব্যাধি কত কিছু সিখায় দিয়ে গেল



সারা দুনিয়ায় খুজলে খারাপ মা হয়ত কোটিতে ২-৩ জন পাওয়া যাবে, আর খারাপ বাপ? পুরুষ হিসেবে আমরা লজ্জিত ...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

হরিণা-১৯৭১ বলেছেন: দরিদ্র সমাজের সমস্যা কেহ বুঝতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.