![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
আমাদের দেশে একটা মানুষের দুর্নীতিতে হাতে খড়ি হয় কবে থেকে ??? আমার মনে হয় ছোট খাট মিথ্যা বাদ দিলে দুর্নীতির সবচেয়ে বড় পাঠ শুরু হয় বাচ্চারা যখন স্কুল এ ভর্তি হয় আর যখন সে বুঝতে পারে তাকে ভাল নাম্বার পাইতে গেলে ক্লাস টিচারের কাছে পড়তে হবে ...
আমাদের দেশে একটা মানুষের সরাসরি ঘুষ দেয়া কবে থেকে শুরু হয়??? সাধারণত এটা শুরু হয় আমাদের এস এস সি / এইচ এস সি পরীক্ষায় প্রাক্টিকাল পরীক্ষায় প্রতিটা কেন্দ্রে আমরা যে মামা পাই তাকে ২০/৫০/১০০ টাকা ধরায় দেয়ার মাধ্যমে ...
আমাদের দেশে একটা মেয়ে কখন প্রথম বুঝতে পারে সে নিরাপদ না??? সে ৫ বছরের নার্সারিতে পরা হোক আর ৫-৬ এর মেয়ে হক সে ঐ স্কুল এ যাওয়ার আসার পথেই সে হয় জানতে পারে সে নিরাপদ না যখন বখাটেরা তাকে টিস করে ,এখন ত বখাটের চেয়েও ভয়াবহ রূপে মানুষরূপী কিছু হারামি টিচার আছে যাদের কাহে বখাটেদের ও শিশু মনে হয় মাঝে মাঝে ... আমাদের দেশে স্কুল আসলে বিশাল শিক্ষার এক জায়গা , অনেক কিছু না চাইলেও বাচ্চারা জানতে শিখতে বাধ্য
আগের দিনে ছোটবেলায় দেখতাম কোন পাবলিক পরীক্ষা হইলে কেন্দ্রের বাইরে অনেক নোট বইয়ের কাগজ পড়ে থাকত , অনেকে টোকাইতে আসত সেগুলা ... গত কয়েক বছর হইল মাথা ঘুরায় আর অল্প কিছু দুঃসাহসিক নকল বাদ দিলে বই নিয়ে পরীক্ষার হলে বসে নকল করা দেখা যায়না । কিন্তু বাংলাদেশীদের কপালে কেন জানি সুখ বেশিদিন সহ্য হয়না । আগে বি সি এস, ভার্সিটির ভর্তি পরিক্ষার প্রশ ফাশ হইত আর এখন এস এস সি ত হয় ই এমনকি ক্লাস ৫ এর পি এস সি এর প্রশ্ন ও ফাঁশ হয় ... এই হইল অবস্থা।। যে বাচাটা ক্লাস ৫ এ প্রশ্ন পায়া পরীক্ষা দেয়ার অভ্যাস করে ফেলসে সে কি আর সহজে পড়তে চাবে?
কাল থেকে সারা দেশে অবশেষে এস এস সি পরীক্ষা শুরু হতে যাচ্ছে , বাংলাদেশি যে কোন ছাত্র ছাত্রির জীবনের প্রথম কোন বড় পরীক্ষা যার সার্টিফিকেট তার সারাজীবন লাগবে ... যাদের ভাই বোন পরীক্ষা দিবে সবার প্রতি শুভ কামনা থাকল ... এখন পরীক্ষা ভাল হওয়া আর প্রশ্ন ফাশ হয়ার ভয়ের চেয়েও বড় ব্যাপার নিরাপদে পরীক্ষা দিতে যাওয়া আর ফিরে আসা ... আসা করি ভালয় ভালয় পরীক্ষা শেষ হবে আর আগেরবারের মত প্রশ্ন ফাঁশ হবেনা , হইলেও যাতে আসলটা না হয়
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০
রাজুমেহদী বলেছেন: ১০০% খাঁটি কথা নিজের দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ উদ্বিগ্ন