নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান হাবীব

আহসান খুলনা

ইঞ্জিনিয়ারিং পড়ার পশাপাশি সাংবাদিকতা করি এবং মুক্তমনা, ইস্টিশনে লিখি।

আহসান খুলনা › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিত্ব

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩০

ব্যক্তিত্ববান মানুষ তারাই যারা অকারনে কোন কিছুর প্রশংসা করে না, যারা আচরনে ও পোষাকে মার্জিত, যারা অযথা সমালোচনা বা কূতর্ক করে না, যারা নিজের সীমারেখাটা জানে, সিদ্ধান্তে অবিচল, আত্মমর্যাদা বজায় রাথে আর অপরকে যথাযথ মূল্যায়ন ও সন্মান করে।

যে মানুষটি নিজের পায়ে দাঁড়াতে পারে, অন্যের উপর নির্ভরশীল নয়, নিজেই ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে, কথাবার্তায় শালীনতা বা মধুরতা আছে, অন্যর  প্রতি সম্মান দেখায়। প্রতিটি মানুষকে ভালোবাসা এবং মমত্ববোধ দিতে পারে, বুদ্ধিমত্বা রয়েছে এমন মানুষই ব্যক্তিত্ববান হিসাবে বিবেচিত।

সিদ্ধান্তে অবিচলঃ
ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ সিদ্ধান্তে অবিচল। যাকে বলে ভাংবেন তবু মচকাবেন না।যারা বিশ্বাস করে হেরে যাবেন তবুও অবিশ্বাস করে জিতবেন না।

কথা ও কাজে মিলঃ
ব্যক্তিত্ববান মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কথা ও কাজের মিল থাকা। তাই একজন পুরুষ নিজেকে ব্যক্তিত্বসম্পন্ন হিসেবে সবার কাছে মেলে ধরতে চাইলে তার কথা ও কাজের সামঞ্জস্য থাকতে হবে। যে কাজটি আপনার পক্ষে করা সম্ভব না সেটার ক্ষেত্রে কখনই কাউকে আশ্বাস দেয়া উচিত না। সব সময় চেষ্টা করুন প্রতিজ্ঞাবদ্ধ হলে সেটা ভঙ্গ না করতে।

পাছে লোকে কিছু বলেঃ
ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কখনো পাছে লোকে কিছু বলে এ নিয়ে ভাবে না। নিজে যা তাই প্রকাশ করে। অর্থাৎ নিজেই নিজের একটি উদাহরণ।

আত্মবিশ্বাসের সাথে পোশাক পরিধানঃ
ব্যক্তি স্বাতন্ত্রবোধ থেকেই ব্যক্তিত্ব বিষয়টির বহিপ্রকাশ। ব্যক্তিত্ব অনেকাংশেই পোশাকের উপর নির্ভর করে। নিজেদের দেহের গড়ন ও বয়সের সাথে বেমানান পোশাক পরলে ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় এবং দেখতে দৃষ্টিকটু দেখায়। আবার কোন যায়গায় কেমন পোশাক পরলে মানাবে সেটাও মাথায় রাখা উচিত। নিজের সাথে মানানসই শালীন পোশাকে পুরুষের ব্যক্তিত্ব আরো বেশি ফুটে ওঠে।নিজের প্রতি নিজের স্বচ্ছ ধারণা থাকা। নিজে যা করছেন তা সঠিক এবং সিদ্ধান্তে অবিচল থাকার নাম আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস একজন মানুষকে খুব সহজেই ব্যক্তিত্ববান বানিয়ে তোলে। যে কোনো কাজে নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে পারলে সেটা কথাবার্তা ও ব্যক্তিত্বে ফুটে ওঠে। আত্মবিশ্বাস কম থাকলে একজন মানুষ কখনোই ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠতে পারে না। 

সামাজিক অনুষ্ঠানেঃ
যে কোনো সামাজিক অনুষ্ঠানে নিজেকে গুটিয়ে না রেখে সামাজিকতা পালন করুন। মানুষজনের সাথে পরিচিত হয়ে নিন, কুশলাদি জিজ্ঞাসা করুন এবং অন্যান্য সামাজিক দ্বায়িত্ব পালন করার চেষ্টা করুন। সামাজিকতা পালন না করে নিজেকে গুটিয়ে রাখলে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে না এবং নতুন নতুন মানুষদেরকে জানার সুযোগ হারাবেন আপনি। তাই ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হতে চাইলে সামাজিকতা বাড়িয়ে তুলুন।

চিন্তা ভাবনায় ইতিবাচকঃ
একজন নেতিবাচক চিন্তার মানুষ সারাক্ষণই হতাশা, দুঃখ ও বিষণ্ণতায় ভোগে যা একজন মানুষের ব্যক্তিত্বকে ক্ষুন্ন করে। ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ হয়ে উঠতে চাইলে নিজের নেতিবাচক মনোভাব কে দূর করে চেষ্টা করুন সকল পরিস্থিতিতেই ইতিবাচক চিন্তা করার।

বাচনভঙ্গির সুন্দর বহিপ্রকাশঃ
একজন  পুরুষের বাচনভঙ্গির মাধ্যমে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। আর তাই ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ হতে চাইলে বাচন ভঙ্গির দিকে মনোযোগ দেয়া উচিত সকল পুরুষের। সুন্দর করে গুছিয়ে কথা বলা, স্পষ্ট উচ্চারন, কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলা এবং ভাবপ্রকাশের দিকে লক্ষ্য রাখা উচিত।

সৎ, সুন্দর চরিত্রঃ
সৎ, সুন্দর চরিত্র মানুষকে ব্যক্তিত্বের মর্যাদা এনে দেয়। ব্যক্তিত্বই হলো মানুষটির আসল সম্মানের জায়গা। ব্যক্তিত্ব না থাকলে তার অর্থ সম্পদের মূল্যায়ন সত্যিকারের মূল্যায়ন নয়।

মনোবিজ্ঞানের ভাষায় ব্যক্তিত্ব হচ্ছে কোনো একজনের মানসিক প্রক্রিয়া ও আচরণের এমন এক স্বতন্ত্র ধরন, যা কেবল তার মধ্যেই বিদ্যমান থাকবে যেটি কিনা অন্যদের কাছ থেকে সেই ব্যক্তিকে আলাদা করবে। গ্রিক ও রোমান সভ্যতার যুগে মাটি, বাতাস, আগুন ও পানি—এই চারটি মহাজাগতিক উপাদানের সঙ্গে তুলনা করে চার ধরনের ব্যক্তিত্বের ধরন চিহ্নিত করা হতো। ধরনগুলো হচ্ছে মাটির মতো বিষাদময় বা সর্বংসহা, বাতাসের মতো প্রত্যয়ী বা আশাবাদী , আগুনের মতো ক্রুদ্ধ বা মেজাজি এবং পানির মতো প্রবহমান বা উদাসীন। পরবর্তীতে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বং ব্যক্তিত্ব নির্ণয়েরও নানা পদ্ধতি প্রবর্তিত হয়েছে। তবে, পৃথিবীর প্রায় সাতশ কোটি মানুষের ব্যক্তিত্ব সাতশ কোটি রকম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.