![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবনে সবচেয়ে প্রভাব বিস্তারকারী জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে ধুমপান। একটা জিনিস চিন্তা করে দেখলাম যে, আমি আমার অনার্স লাইফের প্রায় পুরোটাই চা-সিগারেটের দোকানে কাটায় ফেলছি। কিই বা করার ছিল, অনেকগুলো অপশনের মধ্যে সাবকনশাসলি আমার মাইন্ড এটাকেই বেছে নিছে।
আমার জীবনে যত ব্যর্থতা, তার সবগুলোর পিছনেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধুমপান সহায়ক ভূমিকা পালন করেছে।
সেই 9-10 এর স্কুলের পরীক্ষাগুলোতে মনে আছে ধুমপানের কারণে সবসময় পরীক্ষার হলে দেরি করে যাইতাম, নটরডেমে পড়ার সময় শুধুমাত্র ধুমপানের কারণে কত কুইজ পরীক্ষা যে মিস করছি সেগুলা মনে হয় হিসাব করেও বের করা সম্ভব না। আমি এখন আমার অনার্স লাইফের একদম শেষ পর্যায়ে, স্কুল-কলেজের সেই অভ্যাস এখনো যায় নাই, আমার লো সিজিপিএ'র পেছনেও ধুমপানের অবদান তাই অনেকখানি।
ধুমপানের কারণে সবসময়ই আমার কাজের গতি অনেকখানি হ্রাস পেয়েছে। যে কাজ করতে মাত্র আধা ঘন্টা লাগা উচিত, সে কাজ করতে আমার সবসময়ই ১/দেড় ঘন্টা সময় লাগে। কাজের আগে ধুমপান, কাজের পরে ধুমপান, কাজের মাঝে ধুমপান। - আমি পুরোপুরি ফেডআপ এ ধরণের লাইফ লিড করতে করতে। bt I cannot help myself....
মাঝে মাঝে মনে হয় আমি সারাদিন-রাত মিলিয়ে মনে হয় ধুমপান করা ছাড়া আর কোন কাজ করি না।
মাঝে মাঝে নিজেকে ট্রেন মনে হয়, শুধু ধোয়া ছেড়েই যাচ্ছি তো ছেড়েই যাচ্ছি, কিন্তু ট্রেনের একটা গন্তব্যস্থল থাকে, একসময় ধোয়া ত্যাগ বন্ধ হয়ে যায়, কিন্তু আমি তো আমার কোন গন্তব্যস্তল দেখি না, তাই ধোয়া ছাড়াও বন্ধ হয় না। .............
মার্ক টোয়েনের একটা কথা আমরা অনেকেই জানি যে, তার মতে ধুমপান ত্যাগ পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর একটা এবং তিনি তার লাইফে মাত্র ১৫৭ বার ধুমপান ছেড়েছেন !! আমি মার্ক টোয়েনের মতো প্রতিভাবান কেউ না; আর আমি দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ধুমপান করি এবং গত প্রায় ৫ বছর ধরে ধুমপান ছাড়ার চেষ্টা করছি। এ চেষ্টায় মার্ক টোয়েনের ধুমপান-ত্যাগের প্রতিভাকেও সম্ভবত হার মানায় ফেলছি কিন্তু দীর্ঘস্থায়ী কোন সফলতার মুখ আজ পর্যন্ত দেখলাম না।
May be I love my life but I have become fade-up of this life...
©somewhere in net ltd.