নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিদ আকন্দ

আমি খুব সাধারণ একজন মানুষ।

সাহিদ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

রূঢ় বাস্তবতা এবং আমাদের ক্ষুদ্রতা

১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৫

খুবই ধনী একজন লোক একদিন সকালে ঘুম থেকে উঠে পেপার পড়তেছেন। পেপারে দেখলেন যে, একটা এলাকায় শিশুরা খুব কষ্টে আছে, তাদের দেখার কেউ নাই, খাবার নাই, পড়াশুনার ব্যবস্থা নাই এবং তারা আরও নানাবিধ সমস্যায় ভুগতেছে। পড়ার পর তার মন খুবই খারাপ হইলো । তিনি ডিসাইড করলেন তাদের পাশে দাঁড়াবেন। তিনি ঐখানে গেলেন এবং তার সমস্ত সম্পত্তি শিশুগুলার জন্য, তাদের সুন্দর একটা জীবনের জন্য দান করলেন। এরপর তিনি বাসায় ফিরে আসলেন এবং রাতে তার খুব ভালো একটা ঘুম হইলো।

পরদিন সকালে ঘুম থেকে উঠে পেপার পড়ে আবার তার মন খারাপ হইলো। এবার তিনি দেখলেন যে, অনেক মানুষ অসুস্থ যাদের সেবা করার কেউ নাই, চিকিৎসার টাকা নাই। তিনি ডিসা্ইড করলেন যে, তিনি তার একটা কিডনী ডোনেট করবেন।

একটা ক্লিনিকে গেলেন এবং গিয়ে ডাক্তারের কাছে বললেন যে, তিনি দরিদ্র অসুস্থ ব্যক্তিদের জন্য তার একটি কিডনী ডোনেট করতে চান এবং ডাক্তার খুশি হয়ে তার একটি কিডনী নিলেন। তারপর উনি আবার বাসায় ফিরে আসলেন এবং রাতে তার খুব ভাল ঘুম হইল।

পরদিন সকালে আবার পেপার পড়ে তার মন খারাপ হয়ে গেল। কারণ তার এতকিছুর পরও এখনো অনেক মানুষ অসুস্থ, দরিদ্র, অভুক্ত এবং নানা সমস্যায় আক্রান্ত। তিনি আবার সেই ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তারের কাছে গিয়ে বললেন যে, আপনি আমার সবকিছু নিয়ে নেন, আমার কর্নিয়া, লিভার, হার্ট, যা আছে সবকিছু, এভরিথিং । ডাক্তার মুচকি হেসে বললেন, আপনার সবকিছু নিলে তো আপনি মারা যাবেন, এটা আমার দ্বারা সম্ভব না। ডাক্তার কিছুতেই রাজি হলেন না। লোকটা মন খারাপ করে বাড়িতে চলে আসল এবং সারারাত ঘুমাইতে পারল না। সে কিছুতেই শান্তি পাচ্ছিল না। পৃথিবীর এত এত সমস্যা কিন্তু সে কিছুই করতে পারতেছে না, এরকম একটা অনুভূতি তাকে আর বাঁচতে দিল না, তিনি সকালেই আত্মহত্যা করলেন।

আসলে এখানে কি ঘটলো ! লোকটা তো বিনা কারণেই সুইসাইড করল, নাকি !?! শুধু একজন মূর্খ লোকই মনে করে যে, তার পক্ষে দুনিয়ার সব সমস্যার সমাধান করা সম্ভব। তাই নয় কি !!
পৃথিবীটা অনেক অনেক বড় আর এখানে অনেক অনেক সমস্যা ! পৃথিবীর সব সমস্যার সমাধান করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। এসব সমস্যা সাথে নিয়ে, এগুলোর সাথে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হয়।

ফার্গো নামের একটা টিভি সিরিজ দেখতেছিলাম, ওইখানে দেখলাম গ্রিমলি নামের এক পুলিশ অফিসার খুব ফ্রাস্ট্রেটেড, তখন তাকে সান্ত্বনা দেয়ার জন্য তার প্রতিবেশি এই গল্পটা গ্রিমলি কে শুনান। এন্ড হি ওয়াজ ফিলিং বেটার।


ছোটবেলায় মনে আছে, আশেপাশের হাজার হাজার সমস্যা দেখে আমি নিজেও অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তাম, এগুলোর সমাধান নিয়ে অনেক চিন্তা করতাম এবং নিজের ক্ষুদ্রতার অনুভূতি অনুভব করতাম।

শুধু আমি না, ইনফ্যাক্ট আমাদের বেশিরভাগ ই মনে হয় একটা নির্দিষ্ট বয়সে দেশ, সমাজ ও এসবের বিরাজমান সমস্যা নিয়ে ভাবতে ভাবতে এরকম ফিল করি.. এবং তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমে পৃথিবীর রূঢ় বাস্তবতা আমাদেরকে পৃথিবীতে বসবাসের উপযোগী করে গড়ে তোলে, নিজেকে নিয়ে ভাবতে শেখায় এবং আমাদের অনেকেরই মূল্যবোধের-স্বার্থহীন মানসিকতার গুণগত পরিবর্তন ঘটায় এবং হয়তো কাউকে কাউকে একজন নিখাদ স্বার্থপর মানুষ হিসেবে গড়ে তোলে। :(







মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.