নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আমার বউ আমার জন্য জলপাই এর আঁচার বানাইছে- আসেন আপনাদের আমি আঁচার বানানো শিখায়ে দেই

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০




জলপাইয়ের আঁচার একটি জনপ্রিয় খাবার, যা সাধারণত টক, মিষ্টি ও ঝাল স্বাদে তৈরি করা হয়। এটি খাবারের সাথে পরিবেশন করলে খাবারের স্বাদ বৃদ্ধি পায়। নিচে জলপাইয়ের আঁচার তৈরির কয়েকটি ভিন্ন ভিন্ন রেসিপি দেওয়া হলো:

১. টক-মিষ্টি জলপাইয়ের আঁচার
এই আঁচারটি তৈরি করতে ঝাল ও মিষ্টি স্বাদ যুক্ত করা হয়।

উপকরণ:
- জলপাই - ১ কেজি
- চিনি - ১ কাপ (পরিমাণ সমন্বয় করা যেতে পারে)
- লবণ - ২ টেবিল চামচ
- হলুদ গুঁড়া - ১ টেবিল চামচ
- মরিচ গুঁড়া - ২ টেবিল চামচ
- মেথি বীজ - ১ চা চামচ
- সরিষার তেল - ১ কাপ
- লেবুর রস - ২ টেবিল চামচ
- শুকনো মরিচ - ২-৩টি (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি:
১. জলপাই ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কাটুন।
২. কাটা জলপাই গরম পানিতে ৫-১০ মিনিট সেদ্ধ করে নিন।
৩. সেদ্ধ জলপাই ছেঁকে পানি ঝরিয়ে নিন।
৪. একটি প্যানে সরিষার তেল গরম করে মেথি এবং শুকনো মরিচ দিয়ে ভাজুন।
৫. তাতে সেদ্ধ জলপাই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মিশিয়ে নিন।
৬. চিনি যোগ করে কম আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি গলে মিশে যায়।
৭. লেবুর রস যোগ করে ভালোভাবে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন।
৮. ঠান্ডা হলে পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করুন



২. ঝাল জলপাইয়ের আঁচার
ঝাল স্বাদ পছন্দকারীদের জন্য এটি খুবই উপযুক্ত।

উপকরণ:

১। জলপাই - ১ কেজি
২। শুকনো মরিচ গুঁড়া - ৩ টেবিল চামচ
৩। লবণ - ২ টেবিল চামচ
৪। সরিষার তেল - ১ কাপ
৫। হলুদ গুঁড়া - ১ টেবিল চামচ
৬। মেথি বীজ - ১ চা চামচ
৭। কালো জিরা - ১ চা চামচ
৮। রসুন পেস্ট - ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি:

-জলপাই ভালো করে ধুয়ে ছোট টুকরা করে কাটুন এবং হালকা করে সেদ্ধ করুন।
-সেদ্ধ জলপাই ছেঁকে পানি ঝরিয়ে নিন।
-একটি প্যানে তেল গরম করে মেথি বীজ ও কালো জিরা ভাজুন।
-তাতে রসুন পেস্ট দিয়ে ভেজে নিন।
-হলুদ গুঁড়া, লবণ এবং মরিচ গুঁড়া যোগ করে নাড়ুন।
-সেদ্ধ জলপাই যোগ করে ভালোভাবে মেশান এবং ১০-১৫ মিনিট রান্না করুন।
-ঠান্ডা হলে বোতলে ভরে রাখুন।



৩. মিষ্টি জলপাইয়ের আঁচার

মিষ্টি স্বাদের জন্য এটি সবার প্রিয়।

উপকরণ:
১। জলপাই - ১ কেজি
২। চিনি - ১.৫ কাপ
৩। লবণ - ১ টেবিল চামচ
৪। গুঁড়ো দারচিনি - ১/২ চা চামচ
৫। তেজপাতা - ২টি
৬। গোলমরিচ - ১/২ চা চামচ
৭। শুকনো লং - ২টি
৮। এলাচ গুঁড়া - ১/২ চা চামচ
৯। পানি - প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি:

১। জলপাই ভালোভাবে ধুয়ে ছোট টুকরা করে সেদ্ধ করুন এবং পানি ঝরিয়ে নিন।
২। একটি প্যানে পানি দিয়ে তাতে চিনি, তেজপাতা, গুঁড়ো দারচিনি, লং, গোলমরিচ দিয়ে জ্বাল দিন।
৩। চিনি ভালোভাবে গলে গেলে সেদ্ধ জলপাই যোগ করুন এবং মিশিয়ে ১০-১৫ মিনিট জ্বাল দিন।
৪। মিষ্টি স্বাদ ও গাঢ় মিশ্রণ তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন এবং ঠান্ডা হতে দিন।
৫। ঠান্ডা হলে বোতলে ভরে সংরক্ষণ করুন।


এই আঁচারগুলো সঠিকভাবে সংরক্ষণ করলে অনেকদিন ধরে খেতে পারবেন। প্রতিদিনের খাবারে ভিন্ন ভিন্ন স্বাদ আনতে এগুলো দারুণ উপযোগী।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ ডিরেক্টর মেডাম জলপাই এর আচাড় খাইয়েছেন। দারুণ মজা হয়েছিল।

এখন আর ধৈর্য নাই :(

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

ফেনা বলেছেন: কিল্লিজ্ঞা গো পাখি-
এই মজার জিনিস হাওনের লাইজ্ঞার আমডার আবার আইলসামি নাই। হুম


#কেমন আছেন বুবাই#

২| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময়ও তো নাই। দেবরের বউরে কইছি বানাইতে । দেখি হেতে বানায় কিনা

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১২

ফেনা বলেছেন: আইচ্চা আপা আফনার দেওউরের বউ এর লগে আফনে কাইজ্জা করেন নি??? আমার না এই জালে জালে কাইজ্জা দেহতে সেই মেলা ভাল্লাগে।
আমার মনে অই এইটা আমডার বাংলা একটা ঐতিহ্য

৩| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাইজ্জা করনের সময় নাই। সারাদিন বাইরেই তো থাকি

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

ফেনা বলেছেন: =p~ =p~ =p~

৪| ১৩ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:

ভাতিজা,

তুমার আচার ভি বগুত ছুন্দর য়ৈছে।

১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

ফেনা বলেছেন: ধন্যবাদ ভাইসাব

৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩৯

নয়ন বড়ুয়া বলেছেন: জ্বিবে তো জল আনিয়ে দিলেন...

১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

ফেনা বলেছেন: চেক করে দেখেন জিহবের জলে পিপড়া আসে কি না?

৬| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০০

জুন বলেছেন: প্রথম আচারটা করার জন্য জলপাই টুকরো করার প্রয়োজন নেই ফেনা। ধুয়ে আস্ত সিদ্ধ করে হাতে ভেংগে নিলেই হয়। কারণ জলপাই টুকরো করা রিস্কি। আমি এই পদ্ধতিতেই করি প্রতি বছর :)

১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

ফেনা বলেছেন: হুম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.