![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
"জীবনের গানিতিক হিসাব" — আমি মনে করি এই বাক্যের অনেক গভীর ও দার্শনিক অর্থ রয়েছে। এটা আক্ষরিক কোনো গণিত না হলেও, রূপক অর্থে বলা হয়ে থাকে যে জীবনেও একধরনের "হিসেব-নিকেশ" চলে।
এখানে আমার কিছু দৃষ্টিকোণ ব্যাখ্যা দিলাম:
জীবনে আমরা প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে একটা "হিসেব" করি — সময় দেব কি না, পরিশ্রম করব কি না, এই পথে যাব কি না। এইগুলো একপ্রকার বেছে নেওয়ার গাণিতিক বিবেচনা।
উদাহরণ:
সময় = আয় × পরিশ্রম
সুখ = চাহিদা – প্রাপ্তি
জীবনে সুখ ও দুঃখ একসাথে আসে। অএঙ্ক সময় আগে সুখ আসে পরে দূখ বা আগে দূঃখ আসে আর পরে আসে সুখ। তেমনি প্রায় সময় মানুষ ভাবে, "এত কষ্টের পর হয়ত ভালো কিছু হবে।" এটাও এক ধরনের মানসিক হিসাব।
আমরা যাদের সময় দিই, ভালোবাসি, সেই সম্পর্কগুলোতে আমরা এক ধরনের আবেগীয় "ইনভেস্টমেন্ট" করি। লাভ-ক্ষতি এখানেও একরকম গানিতিক চিন্তা বা হিসাব।
জন্ম, বয়স, মৃত্যু — এগুলোর পেছনেও একটি গণিত আছে।
জন্ম = সময়ের শুরু
প্রতিদিন = ২৪ ঘণ্টা, ৮ ঘন্টা ঘুম, ৮ ঘন্টা কাজ...
মৃত্যু = সময়ের শেষ (অন্তত শারীরিকভাবে)
আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি — চাকরি, সংসার, সঞ্চয়। এই সবকিছুই এক প্রকার জীবনকে গাণিতিকভাবে সাজানো একটা প্রক্রিয়া মাত্র।
হুম, শেষে বলতে পারি, জীবনের গানিতিক হিসাব মানে হচ্ছে আমাদের সময়, সিদ্ধান্ত, সম্পর্ক, চাহিদা, প্রাপ্তি — সবকিছুর পেছনে রয়েছে একটা বিশাল ছক বা সমীকরণ।
©somewhere in net ltd.