নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগে এ প্রকাশিত সকল লেখা শুধুমাত্র সাধারন মানুষের মাঝে আইনের মৌলিক বিষয়ে ধারনা দেওয়া এবং বিভিন্ন অপরাধমুলক বিষয়ে সচেতন করা। এই ব্লগে প্রকাশিত সকল কনন্টেট আইন ও আইনের শাস্তিসমুহ এবং আইনগত ব্যবস্থাগ্রহনে একজন সাধারন মানুষকে সঠিক দিক নির্দেশনা নিয়ে স

আখনূখ জাবীউল্লাহ

আখনূখ জাবীউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মুসলিম আইন অনুযায়ী উইলের নিয়ম

১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১


মুসলিম আইন অনুযায়ী উইলকে অসিয়ত বলে। সুস্থ ও প্রাপ্তবয়স্ক কোনো মুসলমান তাঁর অনাত্মীয়কে অর্থাৎ যিনি তাঁর সম্পত্তির উত্তরাধিকার হবেন না, তাঁকে সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত অসিয়ত করতে পারেন। কোনো ব্যক্তির মুত্যুর পর তাঁর সম্পত্তির ওপর বেশ কয়েকটি দায় থাকে। ওই ব্যক্তির দাফন-কাফনের ব্যয়, সাকসেশন সার্টিফিকেট বা এ সম্পর্কিত আইনের ব্যয়, মুত্যুশয্যাকালীন ব্যয়, মৃতু্যর তিন মাস আগ পর্যন্ত সেবার ব্যয় এবং সব ঋণ তাঁর সম্পত্তি থেকে মেটাতে হবে। এরপর যে সম্পত্তি থাকবে, তার এক-তৃতীয়াংশ পর্যন্ত অসিয়ত করা যায়। অসিয়ত মৌখিক বা লিখিত করা যেতে পারে। এক-তৃতীয়াংশের বেশি এবং উত্তরাধিকারীকে অসিয়ত করা হলে তার জন্য ওয়ারিশের সম্মতি প্রয়োজন হবে।
দান আর উইল এক বিষয় নয় অনেকে মুসলিম আইনে দানকে উইলের সঙ্গে মিলিয়ে ফেলেন। মনে রাখা দরকার , উইল জীবিতাবস্থায় কার্যকর করা যায় না। একমাত্র উইল ঘোষণাকারীর মৃত্যুর পর উইল কার্যকর হয়, কিন্তু দানের ক্ষেত্রে দাতার জীবিতাবস্থায় কার্যকর হয়। তবে দানের ক্ষেত্রে জীবিতাবস্থায় সম্পত্তি হস্তান্তর করে দিতে হবে।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট
www.panchayetpropertymanagement.com এ চোখ রাখুন অথবা whatsapp করুন ০১৮২৭১২৫৩৫৯ নাম্বার এ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: দেশ তো মুসলিম আইনে চলে না।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



উইল হবে সরকারী আইন অনুযায়ী; মুসলিম আইন বলে কোন আইন নেই, ওগুলো বেকুব লোকদের ভাবনাচিন্তা।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৪

বিষাদ সময় বলেছেন: আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সব জাগায় মন্তব্য করতে গিয়ে দয়া করে নিজেদের অজ্ঞতা প্রকাশ করবেন না। ধনযবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.