নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামি

সামি আক্তার

সামি আক্তার › বিস্তারিত পোস্টঃ

মনের শক্তিই প্রধান

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

বর্তমানে নাটক সিনেমায় প্রতিনিয়ত দেখানো হচ্ছে মেয়েরা নিজেকে রক্ষা করতে পারে না। হোক সেটা বাংলা , হোক সেটা হিন্দি। সব জায়গায় এটাই দেখানো হচ্ছে মেয়েদের রক্ষা করে তথাকথিত নায়ক। এসব সিনেমায় দেখানো হয় মেয়েরা নিজেদের রক্ষা করে নায়কের পিছনে ভীত চোখে দাঁড়িয়ে থেকে। আবার দেখা যায় নায়ক পাশে থাকলে নায়িকার ওপর কেউ তাকানোরও সাহস পায় না, এর চেয়ে হাস্যকর দৃশ্য আর কি হতে পারে? মূলত এসবের মাধ্যমে মেয়েদের কি শিক্ষা দেয়া হচ্ছে – তাদের সবসময় একজন পুরুষ কে নিয়ে ঘুরতে হবে? কারণ তাদের পক্ষে তো আর নিজেকে রক্ষা করা সম্ভব নয়। প্রত্যেক মেয়ের মনে কি এই জঘন্য চিন্তাটা কি ঢুকিয়ে দেয়া হচ্ছে না? মেয়েদের নিচু করে দেখানো ছাড়া এসব দৃশ্যের আর কোন অর্থ নেই।
আমি মনে করি মেয়েদের নিজেকে রক্ষা করার জন্য কারো প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আত্মবিশ্বাস এর। সে যদি বিশ্বাস করে সে পারবে তখনই সে পারবে। কিন্তু নিজেকে দূর্বল ভাবলে সে চেষ্টা করার আগেই হার মেনে নিবে। কারণ মনের শক্তিই প্রধান শক্তি। আর সেই আত্মবিশ্বাসটাই গড়ে উঠতে পারছেনা এসব উদ্ভট নাটক সিনেমার কারণে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

সাহরাব বলেছেন: সাংস্কৃতিক অঙ্গনের সবাই বলে "আমি সাম্যবাদে বিশ্বাসী" আর ঠিক তার উল্টোটা চিত্রানুষ্ঠানেই নিয়মিত দেখা যায়..........হাইরে আমার বাংলাদেশী !! কবে যে কথায় আর কাজে এক হবো !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.