![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিক রাষ্ট্রের উৎপত্তির পূর্বে অধিকারের জন্ম হয়েছে নাকি রাষ্ট্রই আধিকার সৃস্টি করেছে তা নিয়ে পন্ডিত মহলে বিতর্ক আছে। কিন্তু এ ব্যাপারে কারো দ্বিমত নেই যে, Legal Right আইনগত আধিকার হলো সেই স্বার্থ যা আইনের নীতি সমূহ দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত, যেমন কথা বলার আধিকার, চলা-ফেরার অধিকার, যার মধ্যে মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক, ও ধর্মীয় আধিকার বিশেষভাবে উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে মনীষী Gettel বলেছেন- In a state of nature real liberty for all would be impossible.... অর্থাৎ রাষ্ট্র অধিকার ভোগের নিশ্চয়তা না দিলে সে অধিকার অর্থহীন। কিন্তু রাষ্ট্র-ই যদি সেই আধিকার ভোগে বাধা হয়ে দাড়াঁয়। অর্থাৎ রক্ষক যদি ভক্ষকের আসনে আসীন হয়। তখন-ই খর্ব হয় মানুষের মৌলিক অধিকার। আর ঘটে আইনের বিপত্তি ও মহাবির্যয়। মূলত মানুষের মৌলিক আধিকার ভূলুন্ঠিত হয়েছে পৃথিবীতে হিটলার ও মুসোলিনীর অক্ষশক্তির নৃসংসতা ও বর্বর কর্ম কান্ডে মাধ্যমে। যাতে স্তম্ভিত হয়েছে বিশ্ববিবেক। বাংলাদেশের শাসন ব্যাবস্থা এখন হিটলার ও মুসোলিনীর অক্ষশক্তির নৃসংসতা ও বর্বর কর্ম কান্ড কেও হার মানাতে বসেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, জুলুম, লুন্ঠন, রাহাজানি, অক্টোপাশের মত জাতিকে ঘিরে ফেলেছে। কোন রাষ্ট্র যখন মানুষের অধিকারের বিরুদ্ধে আবস্থান নিয়েছে তথন নাগরিকগণ সবচেয়ে বেশী অ-সহায় এর নিমজ্জিত হয়েছে।
©somewhere in net ltd.