![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরিয়া পরিস্থিতি
----------------------
সিরিয়ায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর একনায়কত্ববাদী শাসন। সিরিয়ায় বছরের পর বছর ধরে বাশার আল আসাদ আর তার পিতা হাফেজ আল আসাদ দেশটি শাসন করে আসছেন। এই দেশের ৭৫ শতাংশ জনগোষ্ঠী সুন্নি মুসলিম। ১৩ শতাংশ শিয়া আর ১০ শতাংশ খ্রিষ্টান। কিন্তু দেশ চালাচ্ছে শিয়া জনগোষ্ঠী। বিশেষ করে আলাভি শিয়া জনগোষ্ঠী দেশটির গুরুত্বপূর্ণ সব পদ দখল করে আছে।
সিরিয়ায় আসাদ সরকারের শাসনের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ক্ষোভ বহু বছর ধরে ছিল। তথাকথিত আরব বসন্তের আড়ালে সিরিয়ায় যখন অস্থিরতা সৃষ্টি হয় তখন পশ্চিমা বিশ্ব দ্বিমুখী নীতি গ্রহণ করে। সাদ্দাম বা গাদ্দাফি সরকারকে যেভাবে পশ্চিমারা উৎখাত করেছে, আসাদের ক্ষেত্রে সে পথে পশ্চিমারা যায়নি। সৌদি আরব আর তুরস্কের আশা ছিল, আসাদ সরকারকে উৎখাত করে সেখানে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করা হবে। কিন্তু পশ্চিমা বিশ্ব সৌদি-তুরস্ক পরিকল্পনায় মুখে সমর্থন দিলেও বাস্তবে বিভাজনের নিজস্ব পরিকল্পনা নিয়ে এগিয়ে গেছে।
এর অংশ হিসেবে নানা সশস্ত্র গ্রুপকে অস্ত্র সরবরাহ করে দেশটি কয়েক ভাগে বিভক্ত করা হয়। ইরাক থেকে আইএসের প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সিরিয়া। মাঝখানে তুরস্ককে শরণার্থীর বোঝা বহন করতে হচ্ছে। কিন্তু দামেস্কসহ কয়েকটি প্রদেশে বাশার আল আসাদ তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রেখেছেন। আসাদ সরকারের শিগগিরই পতন হবে, এমন আশা আর কেউ করে না; বরং ইরানের সাথে গোপন চুক্তির পর আসাদ সরকারের সাথে পশ্চিমা বিশ্বের আলোচনার চেষ্টা চলছে।
©somewhere in net ltd.