নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=======================
রঙের চাষা প্রতিদিন কোদাল কুপাই!
বরাবরির মতো চাষী বিরক্ত কারণ-
ব্যথার ঐষধটা তাকেই সারাতে হয়!
আর অল্পদিনের মধ্যে সোনালি ফসল
ঘরে উঠবে; আনন্দ ঘণ মাথা নিয়ে-
ছয় মাসের পরিকল্পনা করে বসলো
মনেই রাখেনি খানিকটা ঘাটতির কথা-
যাক অভাব একটা হবে না-
চারপাশে জল আর জল মাছ ভালই হবে
বাজারে কিনতে হবে না! একি শাক সজ্বীর
এত দাম যেনো আগুনে ছেকা খাওয়া মতো-
কি করা যায়- বেটা দাদারা এমনি বদের বদ
অসময়ে জল ডালে! বলেন তো এখন
কোদাল কুপাই কথায়? রাগে বাগে
পানিতে মেরেছি কুপ ওরে বাবা রক্ত !
কামসাড়া কিন্নি কুপ পরেছে ভুল জাগায়।
১১ ভাদ্র ১৪২৬, ২৬ আগস্ট ২০
------------------------------------
২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা কোথাও কি সমস্যা -----------
২| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪
নেওয়াজ আলি বলেছেন: মননশীল রুচিসম্পন্ন লেখা ।
২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি দা
৩| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব দা কোথাও কি সমস্যা ----
বেঁচে থাকাটাই সমস্যা।
২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা মরে যেতে বলছেন মরে গেলে তো পিপড়াও হাটবে না প্লীজ মরে যেতে বলেন না
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।