নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
নিশ্চিয় এক চেয়ারে বসে গেছি
দেখছি দুনিয়ার ছবি সব অলি গলি;
কত এলো সাইক্লোন, হ্যারিকেন, টনর্ডো
তবু চেয়ার ভাঙ্গে না- প্রভু গেছেন মিশে
যাত্রাপালা মঞ্চ নাটক ভুলেই গেছি-
এসব চলে কি আর, সবকিছু আজ আধুনিক!
অভিনয়টাও স্মার্ট- চমৎকার রঙিন টিভি-
চেয়ারটা ভেঙ্গে যাবে যাক- আমি থাকি চাঁদ
আমার সুখে চেয়ার হাসে, বাঁচলে বাপের নাম;
আমজনতা লিচুচোর সমুদ্র হলেও কিছু আসে না।
২৩ চৈত্র ১৪২৯, ০৬ এপ্রিল ২৩
০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সঠিক বলেছেন কবি আপু
ভাল থাকবেন---------
২| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে কবি।
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা অনেক শুভ কামনা জানাই
ভাল থাকবেন-----------
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্ষমতা এমনই
চেয়ার টিকিয়ে রাখা চাই