নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
একই সূত্র ধরে জল, বুঝতে হয় না খল
এক দিকে ন্যায়- অন্য দিকে অন্যায়!
আকাশ মাটির তারি ভাব ধারায় ছল ছল
এক দিকে সুখ অন্য দিকে দুঃখের অসুখ
কেউ বলে নামে পরিচয় নয়...
গোছাপরা মুখে মাঝে মাঝে
পবিত্র শব্দের এলার্জি ধরে;
পশ্চিমা গোলাপের ঘ্রাণ বুঝে না
প্রতিবাদির কৃষ্ণচূড়া মিছিল
রাস্তার মোড়ে মোড়ে রাঙিয়ে যায়
সেটাও বুঝে না- ঈশ্বরের ভয় নেই-
কি করে থাকবে তারা তো গোছাপরা প্রাণী;
আমাদের বিচার...
পুরাতন কথা নতুন করে বললে ক্ষতি কি
চিন্তার গভীরে জ্ঞান নিতে হয় গোপনে শুধু
অন্ধ বিশ্বাস কখন সফল বয়ে আনে না
জানতে হয়, বুঝতে হয়, থাকতে হয়-
জ্ঞানের পাহাড় তাহলেই বিশ্বাস সার্থকতার
আলো বাতাস...
খুব গন্ধ লয় অথচ মাটির প্রেম বুঝি না
স্বার্থের অ রাজনৈতিক স্বপ্ন বাজ সাজি!
সাগর দেখি- আকাশ দেখি, মাটির
মন দেখি না- ফসলী ভরা মাঠ সাজাই না;
আগুন জ্বালাই- বিদ্বেষী রঙ মাখাই রাস্তায়-...
কি দেখলাম লজ্জায় যেনো রাঙিয়ে গেলাম;
হঠাৎ করে আবার রাস্তার বুকে মিছিলের ফুল
ফুটার গন্ধ ভাষা চমৎকার লাগে যেনো স্প্রে
বোতলে রাখি! যখন তখন মনে হলেই বুঝি
দেহ জুড়ে স্প্রে করে নেয়! আর...
একদিন কান্না চাইলেও
বৃষ্টি ভেজা আর হবে না!
মেঘ আকাশে ভাসলেও
সাঁতারে বর্ষার জল হবে না;
কখন একটু একটু সাঁতার
শিখা হামাগুড়ি পুকুর জানল না
তবু অবাক লাগে সোনালি
ক্রিকেট, ফুটবল খেলার মন
অথচ আর কেঁদে কি...
গো মাড়া ধান, গোলায় উঠে না!
সবাই এখন নিজস্ব ভবিষ্যৎ ভাবতে পারে;
কানের পর্দায় গান শুনতে পারে-
চোখের মনিতে যত সব দেখা দেখির মধ্য দুপুর
অথচ শঙ্খচিল উড়ে গেলো নাকের
ডগা বরাবর; গো বেঁচেরা সব...
গাও পোড়া গায়ে কবির আর্তনাদ
আর কবিতার মনে রক্তাক্ত বুক;
হাট বাজারের মুখে কি যে হট্টগোল
যত অরাজনীতিক বাক্য মেঘের দর কষাকষি
বৃষ্টি বাদল এতো বুঝেই না যত বিদ্বেষী চিন্তা
কবিতার এক...
সময়ের কাটায় এখন গলা বাজি
হুমকি ধূমকির মধ্য দিয়ে যাচ্ছে ক্ষণ
চির বাস্তবতার কথা বুঝেও বুঝে না;
গলা ফেটে যে রক্ত বাহির হবে
খেয়াল নেই ক্ষমতার চোখ কিংবা
বিবেক! অথচ পেঁচা পাখির মতো
ভিতু- শ্রাবণ...
ওরা চোখ দেখেনি- মন বুঝেনি
কেমন করে মায়া কান্না বুঝবে,
ওরা স্বার্থের জন্য নিতে পারে প্রাণ!
তবু ওরা কৃতজ্ঞতা বুঝবে কি করে?
অকৃতজ্ঞতায় আসমান জমি দেখে-
সব ক্ষমতায় এখন তার ইশারায়;
বেহুস হয়ে যাচ্ছে- কবিতার...
আইন কঠিন সংসার ধর্ম
জীবন চলে না তার কর্ম!
সাধারণ খুন করলে ফাঁসি
অট্টহাসির আনন্দে কাঁদি
আইন মানে না জল স্থল-
আসমান মাটি ভূগোল, তবু
যত সব আইন বলে কথা!
যুগ যুগান্তর বেআইনী ব্যথা
ইতিহাস মানে না...
গভীর রাতে যখন প্রেম খুঁজে পাই না-
তখন স্বার্থের মন বন্দর যে হারাই;
সত্যই কি প্রেম খুঁজে আর পাই?
হয় তো বা পাকা ফসল কাটার জন্য
কিংবা জমি নিড়ানি দেওয়ার জন্য-
প্রয়োজনতার কারণেই শুধু...
পৈতৃক নিবাস এর কথায় চিন্তা করে
কিছু নবী রাসুলের কাজ করাই ভাল!
কারণ পৈতৃকেরা এই কাজিই করেছেন;
বিশ্বাস অবিশ্বাসের কিছু যায় আসে না
মৃত্যুই পৈতৃকি সম্পত্তির মধ্যে চিরসত্য
ইতোমধ্যে নানা নানী, দাদা দাদী প্রয়াত
প্রমান...
ঘন অন্ধকার কবিতার দীর্ঘশ্বাস বেড়েই যাচ্ছে!
নগ্ন কালো নর্দমার ইতিহাসের গন্ধ ছড়ছে বেশ;
এক হাসি ঠোঁট, মাটির রক্ত মাংসে দ্রোহ যেনো
রক্তাক্ত নদ! কখন জানি কালবৈশাখী মেঘের
ঘর্ষণে অঝোর বৃষ্টি বাদল বইবে- দৃশ্যহীন...
দ্রোহের মাঝে-আজও কবি
বিরাজ মান! চাঁদের দিকে
তাকালে- মনে হয় ঝাঁঁঝাল
বিদ্রোহের গান; মাটি ভিজে
যায়- সবুজ সমরায়,সোনালি
মাঠ ঘাট এমন কি পাঁজরে ঝরে
রক্তাক্ত বুক- অথচ কবি আজও
প্রেরণা দেয় এক দ্রোহের অনল;
কবি শুধু বাংলার...
©somewhere in net ltd.