![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ৭৫ এর বীরদের জন্য লাল গোলাপ..........।
এখনো অনেক রাত এই নামের একটা বাংলা ছবি দেখেছিলাম
ছবিটির শেষ পর্যায়ে নায়ক দৌড়াচ্ছিল আর চিত কার করে বলছিল ছালাম, রফিক, বরকত, জব্বার তরা কোথায় এখনো ভোর হয়নি এখনো অনেক রাত।
আজ একজন বাংলাদেশ এর নাগরিক হিসাবে বলতে হয় বজলুল হুদা, শাহারিয়ার, ফারুক..............
তোরা ঘুমাসনে একবারের জন্য জাগ এখনো দেশ বাকশালের হাতথেকে রক্ষা হয়নি। আজ যদি তরা চির নিদ্রায় বাংলার বুকে ঘুমিয়ে থাকিস, তাখলে কে রক্ষা করবে মাতৃভূমি মাকে বাকসালিদের হাত থেকে?
তরা একবার যেগে আয়, আমরা হত বাগা জাতি যারা কিনা তাদের মুক্তির সনদ দাতাদের হত্যা করতে দিলাম বাকসালি দের।
তরা আর একবার আয় জীবন দিয়ে হলেও রক্ষা করব তদের
বয়ে নিয়ে আয় আর একটা ৭৫ জাতি তদের সেলুট করবে, স্বর্ণাক্ষরে লিখে রাখবে তদের নাম।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরন
কান্ডারী।। আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন
এই জাতিকে রক্ষাকারার আজ আর কেখ নেই, তোমরা আস দোখাই তোমাদের।
বাকশালের পতিবাদ করতে গিয়ে তোমরা করেছিলে ইতিহাসের সেই উত্তম দিন ১৯৭৫ এর ১৫ই আগষ্ট
আজ আরো একটি ১৫ই আগষ্ট চাই, কি দেবে তোমরা আমাদেরকে সেই একটা দিন, যেদিন মানুষ শুকরিয়াতান নফল নামাজ পড়েছিল।
এই দেশের মানুষ প্রাণ খোলে হেসেছিল।
ফাঁসির মন্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান
তোমরা জাতির গর্ব জাতির অহংকার
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
একমাত্র মেজর বজলুল হুদা, কর্নেল শাহারিয়া, কর্নেল ফারুক.........
সেই ৭৫ এর নায়করাই পারে আবার দেশকে উদ্দার করতে
তাহাদের অপেক্ষায় দিন গুনছি.............................................
০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০০
শারিফ বলেছেন: রশিক রশীদ ভাই
নিরস্ত্র ছিল কে বলেছে মুজিব এর পাহাড়াদার সবাই অস্ত্রধারী ছিল
বাংলাদেশ সেনা বাহীনি ছিল কেহ ই এগিয়ে এলনা কারন মুজিব ছিল একটা রক্ত চুষা জোক
রাষ্ট্রপতি যদি অস্ত্রছারা থাকে তবু তাকে হত্যা করা সহজ কথ নয়।
ওরা সাহসী বীর ছিল বলেই এই কাজটা করতে পেরেছে।
বাকশাল যখনি আস্থে আস্থে ভুলতে বসেছিলাম, ঠিক সেই সময় আবার হাসিনাবু বাবার কসম এর কারনে আবার মনে পরে গেল
কিছু মনে করবেন না
৭৫ গেছে তাতে কি ২০১০,১১,১২,১৩....................
কত কিছুই ত রয়ে গেছে
অগটন একটা ঘটতেও পারে
২| ০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫২
রেন বলেছেন: আজ একজন বাংলাদেশ এর নাগরিক হিসাবে বলতে হয় বজলুল হুদা, শাহারিয়ার, ফারুক..............
তোরা ঘুমাসনে একবারের জন্য জাগ এখনো দেশ বাকশালের হাতথেকে রক্ষা হয়নি। আজ যদি তরা চির নিদ্রায় বাংলার বুকে ঘুমিয়ে থাকিস, তাখলে কে রক্ষা করবে মাতৃভূমি মাকে বাকসালিদের হাত থেকে?
০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০১
শারিফ বলেছেন: অনেক ধন্যবাদ বাকশালীদের বিরুদ্ধে কন্ঠ মিলানোর জন্য
৩| ০৭ ই জুন, ২০১০ রাত ৮:০৪
লেখাজোকা শামীম বলেছেন: বাকশাল কী ?
০৮ ই জুন, ২০১০ সকাল ১০:২৫
শারিফ বলেছেন: ভাল করে চোখ মেলে ব্লগে দেখুন সব কিছু জেনে যাবেন
৪| ০৭ ই জুন, ২০১০ রাত ১১:১১
সপ্ন পুরন বলেছেন: মাইনাস দিছি।
০৮ ই জুন, ২০১০ সকাল ১০:২৪
শারিফ বলেছেন: কিছুই করার নাই
তবু আপনার অবস্থান স্পষ্ট করার জন্য ধন্যবাদ
০৮ ই জুন, ২০১০ সকাল ১০:২৩
শারিফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
রশিক রশীদ বলেছেন: বীর কখনো নিরস্ত্র মানুষকে হত্যা করে না । কাপুরুষরাই নিরস্ত্র মানুষকে হত্যা করে।
আর এক কুমিরের বাচ্চা কত দেখাইবেন সেই ছোট বেলা থাইকাই শুইনা আসতাছি "বাকশাল" আর তাবেদার । নতুন কিছু বলেন তা হলে কিছু দিন পরে পাবলিক পাছায় থুথু ছিটাবে।