![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে বোন বিয়ে দেওয়া মানে পুরো পরিবারসহ তার শশুরবাড়ির দাস হয়ে যাওয়া। যখন যা খুশি তাই করবে , আর আমরা শুধু জ্বী হুজুর জ্বী হুজুর করব।মেরুদণ্ডটা একটু সোজা করলেই ধমকি দেওয়া হয় , মনে করিয়ে দেওয়া হয় তার কাছে বোন বিয়ে দিয়েছি। সুতরাং তার কাছে আমরা ঠেকায় আছি।
বাবা মার সাথে যখন অধিনন্ত কর্মচারীর মত ব্যাবহার করে তখন সহ্য করতে পারিনা। বাবা মা কিছু বলতেও দেন না বোনদের কথা চিন্তা করে। জি হুজুর জি হুজুর করেও যেখানে হার হামেশাই বোনদের আর আসতে দিবে না , এধরনের হুমকি শুনতে হয় সেখানে কিছু বললে কি হবে তা সহজেই অনুমেয়। না পারছি সহ্য করতে না পারছি কিছু বলতে। ইচ্ছে করছে এমন কোথাও চলে যেতে যেখানে এই মানুষরুপী অমানুষরা থাকবে না। কিন্তু বাবা মার একমাত্র ছেলে হওয়ায় সেটাও পারছি না।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এ তো দেখি পুরাই মানসিক নির্যাতন! আপনি আসলেই ভালো ঝামেলায় পড়ছেন। এখন তো আর বোনকে নিয়ে আসা যাবেনা। আল্লাহর কাছে দুয়া করেন।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: আমাদের দেশ থেকে কনে দূর হবে এই দাসত্ব? নজরুল বলেছিলো সে যুগ হয়েছে বাসি, সত্যি কি বাসি হয়েছে যুগ। নারী নয় শুধু নারীর গুটা পরিবার এখনও মেয়ের শশুর বাড়ির দাস।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১
তারেক_মাহমুদ বলেছেন: সবাই এক রকম নয়
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন দাসত্ব নেই। যদি আপনাদের অবস্থা ভালো থাকে আর দেখেন যে, বোনের সাথে আসলেই অন্যায় করা হচ্ছে সেখানে তাহলে নিয়ে আসেন। কারো অত্যাচার সহ্য করার জন্য বিয়ে দেয়া হয়নি। আর যদি নিজেদের কাছে রাখার মত অবস্থা না থাকে তাহলে আরো ধৈর্য্য ধরুন। একদম ধৈর্য্যের বাইরে চলে গেলে আলাদা হওয়ার কথা ভাবতেই হবে...
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৫৫
সোহানী বলেছেন: হাঁ সে কারনেই দরকার নারী শিক্ষা ও নারীর স্বাবলম্বন। যে নারীর নিজ পায়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে, নিজের ভবিষ্যত নিজেই দেখতে পারে তার আর যাই হোক স্বামীর অত্যাচার সহ্য করতে হয় না।
যাহোক, যেহেতু একটা অমানুষ নপুংষ অশিক্ষিত এর কাছে বোনকে দিয়েছেন তাহলে খেয়াল রাখবেন প্রতি নিয়ত কারন এ অমানুষগুলোই নারী নির্যাতন করে। আর অসহায় মেয়েগুলো বাবা-মার কথা ভেবে দিনের পর দিন সে অত্যাচার সহ্য করে যায়, কিছুই প্রকাশ করে না। আর যদি শাশুড়ি ননদ সহ থাকে তাহলে সে অত্যাচার আরো বেড়ে যায়। বোনের সাথে খোলাখুলি কথা বলেন, জীবনের চেয়ে সংসার বড় নয় কিছুতেই।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: সত্য কথাই বলেছেন।
যুগ যুগ ধরে এমনই চলছে।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
ঢাকার লোক বলেছেন: "সোনার সংসার " নামে একটা বই পড়েছিলাম অনেক বছর আগে, সম্ভবত শংকরের লেখা, মনে পড়লো ! ঐ বাড়ির লোকদেরও দেখবেন নতজানু ওদের মেয়ের শশুড়বাড়ির লোকদের কাছে ! অসভ্য দেশের অসভ্য রীতি ! কবে আমরা মানুষ হব ?