নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের দিকে তাকিয়ে...

কালো মেঘ

অনেক স্বপ্ন নিয়ে আমি নদীর কিনারায় দাঁড়িয়ে।

কালো মেঘ › বিস্তারিত পোস্টঃ

সব ভূলে দেশ সাজাই

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

এ কে খন্দকারের ‌‍‍‌''১৯৭১ এর ভেতরে বাহিরে'' বইটি প্রকাশের পর কতিপয় লোকজনের কথা কাটাকাটি, মাথা ব্যথা নিয়ে আমি শঙ্কিত হয়ে বাধ্য হয়ে আজকের লেখাটা লিখলাম।



একটা দেশ, একটা জাতিকে বাচাতে মাঝে মাঝে মিথ্যাও নাকি জায়েজ। এই প্রসঙ্গটা এই কারনেই আনলাম যে, মুক্তিযোদ্ধের সময় কে কি করেছে, কে কি করেনি, তা নিয়ে যদি মারামারি শুরু হয়ে যায় তাহলে নতুন প্রজন্ম যে স্বাধীন সোনার বাংলাদেশ পেয়েছে বলে মনে প্রাণে আনন্দ পায়।



তা নেহাতই ম্লান হয়ে যাবে বৈকি ???? আমার কথা সেখানেও না, আমার মুল আলোচনার বিষয় হচ্ছে ৪২ বছঠর পরেও আমরা সেই ১৯৭ এই পরে আছি, আমরা পারি না ধর্ম, বর্ণ, জাতি, রাজনীতি নির্বিশেষে সকলে মিলে মিশে একটা সুজলা-সুফলা বাংলাদেশ বানাতে ???

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

হরিণা-১৯৭১ বলেছেন:


৪৪ বছর দেশ ভুল দিকে যাচ্ছে, শেখ হাসিনা ৩৪ বছর আওয়ামী লীগের সভাপতি, খালেদা বেগম ৩১ বছর সভাপতি, এরশাদ ২৮ বছর সভাপতি; রওশন এরশাদের মত চোর বিরোধীদলের প্রধান।

মুসা নবী চাইলেও কিছু করতে পারবে না এ দেশের।

কিছু করতে হলে এসব মাফিয়া থেকে দেশকে মুক্ত করতে হবে।

খন্দকার একজন মুক্তিযোদ্ধা, উনি যা বলেছেন সেটাই সঠিক।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

কালো মেঘ বলেছেন: একটা বিষয় মনে রাখবেন যোগ্যতা ছাড়া উনারা ওখানে এমনিতেই আছেন এত বছর ধরে এটা বলা বোকামী।

বিতর্ক চাই না বলেই আমি আমার লেখায় বলেছি সবকিছু বাদ দিয়ে আমাদের উচিত দেশকে নিয়ে ভাবা, আমরা গদিটা নিয়ে ভাবতে ভাবতে দেশকে ভুলে গেছি।

গদিতে যেইই থাকুক না কেন আমরা তাকে মেনে নিয়েই দেশকে সাজাতে চাই।।।। বাংলাদেশের গদটো এরকম ওখানে যেইই যাবে সেইই একই রকম হবে। তাই আমার কথা হলো গদিতে যেইই থাকুক, চলো পালটাই।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.