নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

বাঙালির অপকাঙ্খা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

বাঙালি হিসেবে নির্ভুল ইংরেজি বলা কিংবা লেখার আগে নির্ভুল বাংলা বলা এবং লেখাটা জরুরি। ডিয়ার প্যারেন্টস, ইংরেজি মাধ্যমে সন্তানকে পড়ানোর পূর্বপ্রস্তুতি হিসেবে যেভাবে ইংরেজি শেখাচ্ছেন সেটা গর্বের নয়।

মাস তিনেক একটা কল সেন্টারে চাকরি করেছিলাম। সেখানে একজন সহকর্মী ছিলেন ইংরেজি মাধ্যমে পড়া। তার হাঁটাচলা, কথা বলায় ছিলো পশ্চিমা ছাপ। মনে পড়ে, অফিস শেষে একদিন লালন শুনছিলাম বলে ভদ্রলোক আমাকে ক্ষ্যাত, ভিনগ্রহের প্রাণি বলে টিটকারি করেছিলো। তাকে জিজ্ঞেস করেছিলাম ; সে লালন, সত্যজিৎ, উত্তম কুমার, সুকুমারদের চেনে কিনা!? সে চেনে না এবং না চেনাটাকেই স্বাভাবিক, উন্নত মনে করছে।

বলছি না যে ইংরেজি জানা কিংবা বিদেশী সংস্কৃতি জানা খারাপ। সেটা অবশ্যই ভালো। তবে কথা হচ্ছে, সেই ভালোতে পৌঁছানোর আগে নিজের শেকড় জানতে হবে। নিজেকে না জেনে অন্যকে জানতে যাওয়া ভালো তো নয়ই, অপরাধও বটে।

বরিশাল স্বাধীনতা পার্কে একদিন বিকেলে আড্ডা দিচ্ছিলাম। সামনে থেকে একটা ফুটফুটে বাচ্চা হেঁটে যাচ্ছিলো। পেছনে তার মা। বাচ্চাটা পড়ে গ্যালো। মা বলে উঠলেন ; স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়াক অ্যাগেইন। কাম অন মম। কাম অন। বাঙালির উচ্চ অপকাঙ্খা দেখে খুব আফসোস করেছিলাম সেদিন। এখনও করি।

বিশ্বাস করেন ; এত সমৃদ্ধ একটা ভাষা, এত সমৃদ্ধ একটা সংস্কৃতি এড়িয়ে আপনারা অন্য ঝিনুকে মুক্তো খুঁজে বেড়ালে আমার খুব কষ্ট লাগে। নিজেকে ছোট মনে হয়। একটু ভাবুন। একটু বুঝুন। নিজের কাছে নিজেকে আর কতো ছোটো করবেন?

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

নতুন বলেছেন: অবশ্যই আগে নিজের ভাষা শেখা উচিত। বাঙ্গালী যদি ভালো বাংলাই না জানে তবে চলে না।

আর সাহিত্য না পড়লে মানুষের জানার পরিধি বাড়ে না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

অ্যালেন সাইফুল বলেছেন: অথচ, আমরা কী করে চলছি !

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

আখেনাটেন বলেছেন: চমৎকার লিখেছেন।

এগুলো শেষে অাইডেন্টিটি ক্রাইসিসে ভোগা মানুষ হিসেবে পরিগণিত হবে। না ঘরকা না ঘাটকা মানে না দেশি না পশ্চিমা।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিশ্ববিদ্যালয়ের এক স্যারের মেয়েকে পড়াতাম। ও লেভেলে পড়তো। ওরে কোন কোন বারে পড়াবো সেটা ইংরেজিতে বলতে হতো( দিনের নাম)। মানে শনি, রবি সে ভালোমত বোঝে না...

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: এরা কখনোই নিজের দেশের সংস্কৃতির মর্ম বুঝে উঠতে পারে ?
আখেনাটেন এর মন্তব্য ভালো লেগেছে।
ভালো লিখেছেন।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

বাকপ্রবাস বলেছেন: এগুলো এক একটা ভন্ড হবে বড় হলে, কোন নিজের কোনটা পরের সেটাও বুঝবেনা, নাক ছিটকানিটাই শিখবে

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ইংরেজী ভাষাটা জানা, বলা দোষের নয়।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

ডার্ক ম্যান বলেছেন: অনেক ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা জাতীয় দিবস সম্পর্কে জানে না।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

পদ্মপুকুর বলেছেন: যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি॥

কবি আব্দুল হাকিম সতেরো শতকে বাঙালির চরিত্র বর্ণনায় এই কবিতা লিখেছিলেন। আমাদের এই 'মডার্ন' হওয়ার বাতিক বহু পুরোনোরে ভাই। কি আর করবো। আমাদের এই অপকাঙ্খা মরার আগে যাবে বলে মনে হয় না।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০

মনিরা সুলতানা বলেছেন: আগে চাই বাংলা ভাষার গাঁথুনি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.