![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুষ্টিয়া জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পদ্মার পাড়ে, শিলাইদহে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত “কুঠিবাড়ি”
রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে কুষ্টিয়ার শিলাইদহ অঞ্চলে জমিদারি পাওয়ার পর ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। ১৯০১ সাল পর্যন্ত জমিদারী পরিচালনা করেন। এ সময় কুঠিবাড়ি ও পদ্ম বোটে বসেই রবীন্দ্রনাথ লিখেছিলেন ‘সোনার তরী’, ‘শৈশব সন্ধ্যা’, ‘উর্বশী’, ‘দিন শেষে’, ‘দুই বোন’, ‘আবেদন’, ‘মানস সুন্দরী’, ‘নববর্ষা’, ‘আষাঢ়’, ‘বিরহ’, ‘পথ চাওয়া’, ‘মিলন’, ‘বিচ্ছেদ’, ‘উপহার’ প্রভৃতি কাব্যগ্রন্থ। নাটকের মধ্যে ‘চিরকুমার সভা’, ‘গোড়ায় গলদ’ (প্রহসন), ‘চিত্রাঙ্গদা’, ‘রাজা’, ‘অচলায়তন’। ছোটগল্পের মধ্যে ‘কঙ্কাল’, ‘শান্তি’, ‘সমাপ্তি’, ‘ফেল’, ‘শুভদৃষ্টি’ ও ‘নষ্টনীড়’। এ ছাড়া কবি শিলাইদহে অসংখ্য গান লিখেছেন। তার মধ্যে অন্যতম হলো ‘আমার এই পথ চাওয়াতে’, ‘কে গো বিদেশি’, ‘তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে’, ‘এবার তোরা আমার যাবার বেলাতে’, ‘যদি জানতেম আমার কীসের ব্যথা’ ইত্যাদি।
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: একদিন কোলকাতার বাড়িতেও যাবেন আশা করি।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরুর কুঠিবাড়ি নিয়ে তথ্যবহুল পোস্ট।
সুন্দর।++
৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২
আরোগ্য বলেছেন: সুন্দর পোস্ট। তবে আখেনাটেন ভাই ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫
আখেনাটেন বলেছেন: ভালো পোস্ট।

তবে অনাকাঙ্খিত সেল্ফিগুলো ফেসবুকের জন্য বরাদ্দ রেখে আরো কিছু বর্ণনা ও ছবি ব্লগের জন্য বরাদ্দ দিলে পোস্টের গুণগত মান বহুলাংশে বৃদ্ধি পেত এ কথা বলা যেতেই পারে।