নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, কিছু নই।নৈশঃব্দের গান, বাতাসের কান্না।ঝরে যাওয়া ফুল। একমুঠো ধুলো।শেষ বিকেলের আলো...

অতঃপর শুভ্র

মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।

অতঃপর শুভ্র › বিস্তারিত পোস্টঃ

"কাঁটাতারে "বিদ্ধ" গণতন্ত্র"

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৭


"

কবে মুক্তি মিলবে গণতন্ত্রের !
আমরা কি তবে স্বেচ্ছা দাসত্ব বরণ করে নিয়েছি ,
সাধারণের আর্তনাদ কি পৌছায় উঁচু ফ্ল্যাটে ?

তবু এখানে রোজ সূর্য ওঠে
এখানেও রাত্রি শেষে নতুন ভোর হয় ;
তবু এখানে কাঁটাতারে বিদ্ধ হয় জীবন রোজ নতুন করে ।

একাত্তরে ছিনিয়ে এনেছিলাম একটা নতুন দেশ
পেয়েছিলাম একটা লাল সবুজের পতাকা ,
আর একটা মানচিত্র ।
এখন সেই দেশ আর সেই মানচিত্র -
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে হায়েনার দল ।

এখানে বাতাসগুলোও কেমন যেন বদ্ধ হয়ে আছে
একটা গুমোট আবহাওয়া চারদিকে ,
এখন আর শরতের শিশির ও জমতে দেখা যায় না ।

জানালাটা এখনো শুন্য
সাধারণ মানুষও দেখতে দেখতে ক্লান্ত
এই আর্তনাদের মুক্তি মিলবে কবে ,
গণতন্ত্র কি মুক্তি পাবে আদৌ ?

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪০

সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ এমন জ্বলন্ত একটি ইসু নিয়ে একটি সুন্দর কবিতা উপহার দেবার জন্য।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪১

অতঃপর শুভ্র বলেছেন: আপনার জন্যও ভালোবাসা রইল

২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



'৭১ এ যাঁরা দেশ এনেছিলেন, তাদের কবিতা অনেক অর্থবহ; প্যাঁ পোঁ কিছু লিখে ওখানে ফেলানীর এই ছবি দেয়া অন্যায়; ওর পরিবারের লোকেরা মিশ্চয় এই ছবি'তে সুখী নয়।

আমি ব্যক্তগতভাবে ফেলানীর একটা সাধারণ ছবি দেখ্তে চাই।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৪

অতঃপর শুভ্র বলেছেন: আমি প্যাঁ প্যোঁ করে যাই লিখি আপনার তাতে কি
এখানে ফেলানির ফটো জাষ্ট একটা উদহারন আসল কথা লুকিয়ে আছে কবিতায়


আর ব্যাক্তিগতভাবে ফেলানির ছবি গোগলে অনেক পাবেন
একানে চিল্লান ক্যা

৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:

গণতন্ত্র ঝুলছে কাটাতারে..
৭১এ ছিল বিদেশী পাকি শত্রসেনা - চেনা সহজ ঘায়েল করাও ছিল সহজ
এখন নিজ দেশে স্বদেশী হায়েনার কবলে হাসফাস মানুষ
ইয়াহিয়ার দেশি ভার্সনে ক্লান্ত স্ব-দেশ
কবে মুক্তি পাবে গণতন্ত্র???
উন্নয়নের দোহাই যদি গণতন্তে্রর বিকল্প হয়
তবে সকল বারবণিতা সুশীল সম্মানীত জীবনের অধিকার রাখে!
সকল স্বৈরাচারিতাই প্রণামযোগ্য হয়ে যায়

আমাদের দাস জীবনে দাসময়তার জয়জয়কার
মিডিয়া, সুশীল সমাজ, সাংবাদিক, আমলা, কামলা
জলপাই পোষাক, নীল পোসাক, সাদা পোষাক, বিস্কিট মূখে
কুক্কুরী চেতনায় তেলাপোকা তত্ত্বের ব্যাপক চর্চা।

ভাগ্যিস ৭১-এ চলমান নপুংষক দাস জেনারেশন ছিলো না
-তাই অন্তত মানচিত্র টুকু পেয়েছি।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৫

অতঃপর শুভ্র বলেছেন: ভালো বলেছেন

শুভেচ্ছা নিন

৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

আজকের দেবদাস বলেছেন: চাঁদগাজীর সহমত

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭

অতঃপর শুভ্র বলেছেন: চাঁদগাজির কাছ থেকেই উঃ নিন

৫| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সাধারণের আর্তনাদ কি পৌছায় উঁচু ফ্ল্যাটে?
-মনে হয় নাহ।

আর গণতন্ত্র, সেতো এখন বন্দি কারাগারে![/sb[

ভালো লিখেছেন।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

অতঃপর শুভ্র বলেছেন: আহ কি স্বাদের গণতন্ত্র আমাদের

৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কিছু রক্ত চিহ্ন এঁকে যায়।

+

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১

অতঃপর শুভ্র বলেছেন: কলংকের চিন্হ আমাদের বুকে

৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

তার আর পর নেই… বলেছেন: ভাল লাগলো।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

অতঃপর শুভ্র বলেছেন: লাগলেই হলো

৮| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

বিজন রয় বলেছেন: জ্বলন্ত কবিতা।
++++

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১

অতঃপর শুভ্র বলেছেন: তাই বুঝি

৯| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৪

অতঃপর শুভ্র বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.