নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, কিছু নই।নৈশঃব্দের গান, বাতাসের কান্না।ঝরে যাওয়া ফুল। একমুঠো ধুলো।শেষ বিকেলের আলো...

অতঃপর শুভ্র

মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।

অতঃপর শুভ্র › বিস্তারিত পোস্টঃ

শেষ ইচ্ছা

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬



যদি মৃত্যু এসে ছুঁয়ে দেয়
চন্দন কাঠে পুড়িয়ে ছাই করোনা এ দেহ
এক জীবনে নিজেকে অনেক পুড়িয়েছি
নিকোটিনের নীল ধোঁয়ার আদরে ,
বুকের ভেতরটা ঝলসে যাচ্ছে দিন রাত ধরে ।

যদি ফুরিয়ে যায় এই যাপিত জীবন
মাটির গর্ভে লুকিয়ে রেখো না আমায়
শুধু শুধু নিদর্শন থেকে যাবে একটি পাপের ।
বেঁচে থাকতেই ধর্মকে বহু অবজ্ঞা করেছি
কেনই বা মৃত্যুকালে ধর্ম আমায় আশ্রয় খুঁজে দেবে !

আমার প্রয়াণের পর
বেওয়ারিশ করে রেখো না আমায়
ছুরি, কাঁচির স্পর্শে নিথর শরীরটি বেমানান মনে হবে ।
কিছুতেই এ বুকে ছুরি চালাতে পারবে না ওরা
ওদেরই মত এক সাদা এপ্রন পরিহিতা মাথা রেখেছিল এখানে ।

তারচেয়ে বরং আমায় তোমরা নীল জলে ভাসিয়ে দিও
বিস্তীর্ণ জলরাশিই হবে আমার শবদেহের বাহক
নীল আকাশের পানে তাকিয়ে থেকে আমি হারিয়ে যাবো
এ জীবনে হারিয়ে যাবার বড্ড স্বাদ ছিল

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

বিজন রয় বলেছেন: ওয়াও!! এত ভাল কবিতা!!

++++

২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২১

অতঃপর শুভ্র বলেছেন: ওয়াও আপনি এসেছেন

শুভেচ্ছা নিন

৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২১

মুসাফির নামা বলেছেন: সলিল সমাধি। !:#P

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২১

অতঃপর শুভ্র বলেছেন: মহাজীবনের

৪| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত কবিতা, অনেক অনেক ভাল লাগা রইল।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০

অতঃপর শুভ্র বলেছেন: অনেক ভালো থাকুন বড়ভাই

৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৩

ধূলো জমা চিঠি বলেছেন: কিছুতেই এ বুকে ছুরি চালাতে পারবে না ওরা
ওদেরই মত এক সাদা এপ্রন পরিহিতা মাথা রেখেছিল এখানে ।


নীরবতা, নীরবতা, কি লিখিবো ভাবনাতেও নীরবতা ;;;

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২

অতঃপর শুভ্র বলেছেন: বেশ বেশ...


শুভেচ্ছা নিন প্রিয়

৬| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৮

মো: ইমরান আল হাদী বলেছেন: দারুন ভাবনা, অনেক সুন্দর।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

অতঃপর শুভ্র বলেছেন: অনেকগুলো ভালবাসা রইল
আপনার জন্য

৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫১

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৭

অতঃপর শুভ্র বলেছেন: ভালোবাসা নিন

৮| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১১

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ লাগলো
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.