![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।
তোমায় নিয়ে আজ আবার লিখছি
স্মৃতির ব্যাবচ্ছেদে যদি কিছু খুঁজে পাওয়া যায় ;
নতুন শব্দের আলখাল্লায় পুরনো কিছু কথা -
যে কথা কেউ বলেনি সহস্র বছর ধরে ।
তোমায় নিয়ে আজ আবার লিখছি
নাহ! স্মৃতি হারিয়েছে তার আবেগী যৌবন
যেন বইয়ের ফাঁকে যত্নে রাখা শুকনো ফুলের কঙ্কাল
একান্তে ধারণ করছে পরিশুদ্ধ প্রথম প্রেম ।
নতুন করে তোমাকে আর কি লিখে পাঠাবো?
সবই লিখে গেছেন আমার প্রিয় শত্রুরা তাঁদের প্রেমিকাকে ,
তার চেয়ে বরং আমি তোমায় আশীর্বাদ করি
এই অনাগত বর্ষাটুকু উপভোগ্য হোক দ্বিতীয় পুরুষটির সাথে ।।
১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮
অতঃপর শুভ্র বলেছেন: সত্যিই
২| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০
মোস্তফা সোহেল বলেছেন: মিথ্যা বলব কেন ভাই? কবিতা পড়ে যে অনুভুতি হয় তা কখনও লিখে বোঝানো যায় না।
একটা কবিতা পড়ে আমার যে অনুভুতি হবে আরেক জনের হয়তো অন্য রকম হবে।
খুব সহজ ভাষায় লিখেছেন কবিতাটি যার কারনে বেশি ভাল লেগেছে।
অনেক কবিরা তো কি সব লেখে বোঝাই কষ্ট।আমি নিজেও টুক টাক কবিতা লিখি।
আর লেখা ভাল না লাগলে আমি কোন মন্তব্য করি না । ভাল থাকবেন কবি।
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫০
অতঃপর শুভ্র বলেছেন: আজকের সবটুকু ভাললাগা শুধুই আপনার জন্য
আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার সব
অনেক অনেক ভাল থাক ভাইটি
৩| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০
বিজন রয় বলেছেন: ভালবাসার নতুন স্পর্শ।
++++
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১
অতঃপর শুভ্র বলেছেন: সামথিং সামথিং
প্রিয়
৪| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: তার চেয়ে বরং আমি তোমায় আশীর্বাদ করি
এই অনাগত বর্ষাটুকু উপভোগ্য হোক দ্বিতীয় পুরুষটির সাথে ।।
এই ত্যাগের ইতিহাসও কিন্তু লম্বা
কবিতায় +++++++++++++
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫২
অতঃপর শুভ্র বলেছেন: লম্বা তবে কাব্যিকটা
৫| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায় +++++++++++++
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮
অতঃপর শুভ্র বলেছেন: শুভ কামনা জানবেন
৬| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৭
রুদ্র জাহেদ বলেছেন:
তার চেয়ে বরং আমি তোমায় আশীর্বাদ করি
এই অনাগত বর্ষাটুকু উপভোগ্য হোক দ্বিতীয় পুরুষটির সাথে ।।
এই নিদারুণ উদারতা ছাড়া মাঝে মাঝে আর কিছু করার থাকে না!
কবিতায় প্লাস
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫১
মোস্তফা সোহেল বলেছেন: বাহ চমৎকার কবিতা