নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, কিছু নই।নৈশঃব্দের গান, বাতাসের কান্না।ঝরে যাওয়া ফুল। একমুঠো ধুলো।শেষ বিকেলের আলো...

অতঃপর শুভ্র

মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।

অতঃপর শুভ্র › বিস্তারিত পোস্টঃ

"বিষণ্ণতার ড্রাফট বক্স"

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯



তোকে একবার ফোন দেবো বলে
বহুবার সেলফোনটা হাতে নিয়েছিলাম।
সাহস হয় নি। ভেবেছিলাম খুদে বার্তা পাঠাবো।
ড্রাফট বক্সে এখনো যে কতো মেসেজ জমে আছে –
আমি সে হিসেব রাখিনি।
কতো মানুষের সাথেই তো রোজ পথে দেখা হয়,
তবু তোর দেখা আর কখনো পাই নি।
আমি জানি না তুই ঠিকানা বদলে ফেলেছিস কিনা তবু
কতবার যে তোর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি –
আমি সে হিসেব রাখিনি।

প্রায় রাতেই বুকের বাঁ পাশটাতে ভীষণ ব্যথা হয়।
মাথায় ভোতা যন্ত্রণা নিয়ে যখন বারান্দায় গিয়ে দাঁড়াই,
তখন তোকে খুব মিস করি।
আমি জানি তোর সহজ জীবনে আমি একটা,
আমি একটা উটকো ঝামেলা ছাড়া কিছুই না তবু খুব অভিমান হয়।
তুই থেকে গেলেই পারতিস।
আজ তুই সুখী দেখে কতো মানুষ তোকে ঘিরে থাকে!
কিন্তু তোর দুঃখের রাত গুলোয় কটা মানুষ তোর খোঁজ রেখেছিল,
মনে আছে তো?

যাওয়ার আগে তোর শেষ কথাটা কি ছিল আমার মনে নেই,
কিংবা আমি মনে রাখতে চাই নি।
আমি মনে-প্রাণে বিশ্বাস করি তোর সাথে আবার দেখা হবে।
পৃথিবীটা তো গোল, হয়ত এই অজুহাতেই অন্তত আরেকবার তোর
সাথে দেখা হবে - এই কথাটা আয়নার সামনে দাড়িয়ে
কতবার যে বলেছি!
আমি হিসেব রাখি নি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


কবিতার বিষয়বস্ত সাধারণ।
তবে লেখনী মোটামুটি লাগল।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

অতঃপর শুভ্র বলেছেন: আপনার লাগলেই হবে বস


আমার আর কিচ্ছু চাইনা

২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

অতঃপর শুভ্র বলেছেন: ধন্যবাদ নিবেন?

৩| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১

সোজোন বাদিয়া বলেছেন: ব্যথিত হয়েছি। এমন দুঃখ নিয়ে কবিতা লিখুন ভাল, কিন্তু বাস্তবে অবশ্যই মনে পুষে রাখবেন না :)। লিখে যান।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

অতঃপর শুভ্র বলেছেন: তাই

আচ্ছা বাস্তবে রাখবনা
এত দামি একটা উপদেশের জন্য অনেক ধন্যবাদ


ভালো যাক আপনার দিনগুলি

৪| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার কবিতা।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

অতঃপর শুভ্র বলেছেন: চমৎকার ধন্যবাদ

৫| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

জেন রসি বলেছেন: লিখতে থাকুন।

শুভকামনা। :)

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

অতঃপর শুভ্র বলেছেন: লিখলে কি হবে ভাই?

শুভেচ্ছা নিন!!

৬| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

রুদ্র জাহেদ বলেছেন: আমি মনে-প্রাণে বিশ্বাস করি তোর সাথে আবার দেখা হবে।
পৃথিবীটা তো গোল, হয়ত এই অজুহাতেই অন্তত আরেকবার তোর
সাথে দেখা হবে - এই কথাটা আয়নার সামনে দাড়িয়ে
কতবার যে বলেছি!
আমি হিসেব রাখি নি।

ভালো লেগেছে+

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

অতঃপর শুভ্র বলেছেন: আপনার ভাল লেগেছে


আমি অনেক ভাগ্যবান

৭| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: আপনি প্রায় প্রতিদিন একটি না একটি অসাধারণ কবিতা উপহার দিয়ে যাচ্ছেন।
এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

পৃথিবীটা তো গোল, হয়ত এই অজুহাতেই অন্তত আরেকবার তোর
সাথে দেখা হবে - এই কথাটা আয়নার সামনে দাড়িয়ে,

হতে পারে।
+++++

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

অতঃপর শুভ্র বলেছেন: আপনাদের অনুপ্রেরণাই আমাকে লিখতে সাহস যোগায়

আজকের কবিতাটা
আপনাকেই না হয় উৎসর্গ
করলাম

অনেক অনেক ভালো থাকুন প্রিয়

৮| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০০

মুসাফির নামা বলেছেন: ভাল লাগল ।

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

অতঃপর শুভ্র বলেছেন: খুব লেগেছে না কম!!!!!!?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.