![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।
"শুভ্রর" পোড়া "জীবনের কবিতা"
উৎসর্গঃ দেশের সব অবহেলিত লেখক-কবিদের
সংসদ বসে সংসদ ভাঙে
বিল পাস হয় বাজেট পাস হয়
শুভ্রর পোড়া জীবনের জন্য
পাস হয় না কবিতা
লেখার খাতা ! একটি কলম
এক টুকরো শুকনো রুটিও
ধুলোমাখা কপালে চাঁদের তিলক
এঁকে দেয় না কেউ
সে এখন হতাশার পঙতি লেখে
বাবার মাথার ঘাম! মায়ের চোখের জল
ভা'য়ের হাহাকার / বোনের বিষন্ন মুখচ্ছবি
সব ভুলে শিকদারদের সাথে আড্ডা দেয়
ক্ষুদে পেলে জয়বাংলা খায়
হায় শুভ্র!!
সমাজপতিরা সমাজ ভেঙে সমাজ গড়ে
তোমার ভাঙা জীবনটা গড়ে না কেউ
নিয়ম এখানে নিদারুণ স্বার্থের জালে বাঁধা
তুমি দুঃখ পেয়োনা
সান্ত্বনা খেয়ে পেট ভরেনা শুভ্রচান্দের
শিববাড়ির মেড়ে ঘাতক ট্রাক খুন করে
দুরন্ত হরিন! খুন হয়না শুভ্র
খুন হয় তার সমস্ত অস্তি মজ্জা বিবেক
তুমি দুঃখ পেয়োনা শুভ্র
এখানে তুমার জন্য কারোরই কিছু করার নেই
আছে শুধু সান্ত্বনা-লেট দেয়ার বি লাইট
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
অতঃপর শুভ্র বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: মনের কথা কইছেন । ধন্যবাদ ভাই
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৫
অতঃপর শুভ্র বলেছেন: হা হা হা
আমিও আপনার মনের কথা কইতে পারি
৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৫
মেজদা বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
অতঃপর শুভ্র বলেছেন: আপনিও শুভেচ্ছা নিয়ে যান মেজদা
৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: আর দেরি নয় জলদি বলে ফেলুন আমার মনের কথা।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:০২
অতঃপর শুভ্র বলেছেন: এই কবিতাটাই তো আপনার মনের কথা
আপনিই তো কইছেন ♪♪
৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১
শাহরিয়ার কবীর বলেছেন: ভাইসাব কি মাইন্ড করলে বুঝি. মাইন্ড করলে সাইন করিবার পারেন না কিন্তু।
ধন্যবাদ
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
অতঃপর শুভ্র বলেছেন: বেপুক
আছেন!!!!?????
৬| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ্। দারুণ লিখেছেন।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০
অতঃপর শুভ্র বলেছেন: আপনি বলেছেন
বিশ্বাস করলাম!!
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
বিজন রয় বলেছেন: সংসদ বসে সংসদ ভাঙে
বিল পাস হয় বাজেট পাস হয়
শুভ্রর পোড়া জীবনের জন্য
পাস হয় না কবিতা
লেখার খাতা ! একটি কলম
এক টুকরো শুকনো রুটিও।
অতি জরুরী কথা।
++++