![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের একেকটা দিন। নিকষ কালো মেঘলা লাগে। কেউ বোঝেনা এই আমাকে, আমারও যে একলা লাগে......।।
তোমার সব কথা শোনার জন্য
আজও আমি ব্যাকুল হয়ে আছি,
প্রতিদিন ছ'বেলা লেটার বক্সের কাছে যাই।
আকাশে উড়ে বেড়ানো প্রতিটি পায়রার
গলা থেকে পা অবধি আমার দৃষ্টি,
এ দৃষ্টি পায়রা দেখার আনন্দে নয়,
এ দৃষ্টি বড় ভয়ঙ্কর
এ দৃষ্টি হাজার বছর অপেক্ষার
শুকিয়ে যাওয়া চোখের দৃষ্টি।
তোমার সব কথা শুনবো বলে কয়েক হাজার বছর ধরে
পূর্ণ চন্দ্রিমা হলে অপেক্ষা করি,
ভোরের পাখি আমায় ডাকার আগ পর্যন্ত।
আমার ঘরের জানালা দিয়ে তাকালে
মাইল খানেক দূরে দুটি নারকেল গাছ দেখা যায়,
তার ঠিক পেছনেই পোষ্ট অফিস।
প্রতিদিন প্রখর তাপ মাথায় নিয়ে বেলা বারোটায়
পোষ্ট অফিস যাই, আবার ফিরেও আসি।
কিন্তু, হাতে তোমার পাঠানো কোন চিঠি থাকে না।
তোমার সব কথা শুনবো বলে হাজার বছর ধরে অপেক্ষায় আছি,
তুমিতো জানো - অপেক্ষা করতে আমার ভালোই লাগে,
তবুও জীবনের এই শেষ প্রান্তে এসে মন থেকে খুব করে ভেসে আসে - আর কতো?
১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
অতঃপর শুভ্র বলেছেন: রাখলাম
২| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮
অতঃপর শুভ্র বলেছেন: আপনি বলেছেন
আমি এতেই খুশি
৩| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১
সোজোন বাদিয়া বলেছেন: আপনার কষ্টটামন ছুঁয়ে যায়, তবে যেন সত্যি না হয়।++
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
অতঃপর শুভ্র বলেছেন: উফ আপনার মত দরদি পেয়ে আমি ধন্য
৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩১
কানিজ রিনা বলেছেন: অপেক্ষা শেষ হলে প্রতিক্ষায় আসে প্রহর
গুনা।
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
অতঃপর শুভ্র বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।