![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে মুখে শুধু এত কথার মাদকতা
এত যে গভীর প্রেমাকুতি
এত যে কাছে টানার মিনতি
সেখানে হিমাদ্রীর বুকে এত যে গভীরতা
তবু কেন হাঁটুজল?
যেখানে রাত-ভোর বাজে সুর আরতীর
এত যে দীপ্তিময় রিক্তের বেদন
এত যে মনেতে বিঁধে হৃদয়ের ছেদন
সেখানে পাইনা নাগাল সুখের সারথীর
সমুদ্র থেকে হিমাচল।
©somewhere in net ltd.