![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোই ভাবি ঐ আলেয়ার পানে তাকাবো না
তবুও দূর দিগন্তের মতো একলা আমি
বেহায়ার মতো সকরুণ হাত বাড়াই।
রিক্ততায় পূর্ণ ফিরিয়ে দেয়া এ হাত যতোবার
ফিরিয়ে নিই ভিক্ষুকের হাতের মতো
ততোই কাঙ্গাল হয় তৃষিত মন আমার।
যতো বেশি হাতছানি ততো বেশি স্বপ্নের খুঁজে
বেওয়ারিশ হয়ে যায় বেয়ারা জীবন
হয়ে যায় বারবার সস্তা থাকার অস্বস্তিকর যাপন!
বিদ্রোহী হয় যখন ভেতরের অদম্য আদিমতা
নিজেকে আর কত ফিরিয়ে রাখা যায় দ্রোহ থেকে?
তবুও লাল-নীল স্বপ্ন দেখি নিবিষ্ট ধ্যানে-
প্রত্যুষে দেখি মেঘভাঙ্গা সূর্যের হাসি,
কখনোও বা দেখি রাত্রিভাঙ্গা শাদা অন্ধকার।
নির্জলা এক আজলা কাকচক্ষু জলের স্বচ্ছতায়
অশালীন সুখে স্নান করাই নিজেকে-
নির্মল বাতাসে ভাসাই নিজেকে-
জীবনের শ্বাস নেই বারবার,
তবুও কাটে না এ ধূসর শূন্যতায় বিষণ্ন সময়।
©somewhere in net ltd.