নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন ও মননের চর্চায় প্রতিনিয়ত পথচলাতেই আমার আনন্দ।

আলোর জানালা

সবার আমি ছাত্র/ শিখছি দিবা-রাত্র

আলোর জানালা › বিস্তারিত পোস্টঃ

কবিতায় নারী; নারীর কবিতা

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:১০

নকশীকাঁথার নারী

নকশীকাঁথা দেখেছো-
কিংবা নকশীকাঁথার নারী
রূপের ভেতরে গভীর রূপ?
যদি চোখ না থাকে তোমার মনের
তবে দেখবে কী করে তুমি-
কাঁথার জমিনে প্রকৃতির উর্বর নৃত্য?
রূপ-রস-গন্ধের নির্যাস
পাবে কী করে তুমি-
যদি ঘ্রাণের প্রখরতা না থাকে ন্যূনতম?
মনোবাতায়ন খোলা না থাকে যদি
তবে বুঝবে কী করে তুমি-
বিস্মৃতির অতলান্তে হারানো রাশি রাশি স্মৃতির
সুনিপুণ কারুকাজ?
কাঁথার বুক জুড়ে এফোঁড়-ওফোঁড়
সুখ হাতড়ানো হাতের বোহেমিয়ান কষ্ট
বুঝবে কী করে তুমি-
যদি সুন্দরতম কষ্টের দাহ না থাকে
তোমার অন্তরে?
হৃদয়ের অর্গল রুদ্ধ থাকে যদি
কাঁথার এপাড়-ওপাড়ের মধ্যিখানে
যুগ-যুগান্তর পথচলা যাপিত জীবন
জানবে কী করে তুমি-
নারী’র নদী আর মোহনায় একাকার
তৃষিত সংগম?
বুঝবে কী করে তুমি-
যদি দহনের ক্ষত না থাকে রক্তঝরা
শায়খবেঁধা পাখির মতো অস্থির পাঁচ আঙ্গুল
ব্যস্ত বুননের ফাঁকে গেঁথে চলে মন
ঐন্দ্রজালিক জীবনের গিঁঠ?
অতঃপর স্বপ্নের হাত ধরে সঘন বাস্তবতায়
প্রিয়তম শরীর সকরুণ জড়ায় নারীর নকশীকাঁথা,
হয়ে ওঠে নিজস্ব ইতিহাস।
আমদের নারীরা? সে তো এক নকশীকাঁথা।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.