![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গবেষকরা এই প্রথম মানব মস্তিষ্কের হাই রেজুলেশন ত্রিমাত্রিক ডিজিটাল মডেল তৈরি করতে সক্ষম হয়েছে।
‘বিগ ব্রেইন’ বা ‘মহা মস্তিষ্ক’ নামের এ মডেলে মানব মস্তিষ্কের খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বলা হচ্ছে, মস্তিষ্কেরে চুলের মতো সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলোও এতে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাত মানব মস্তিষ্কের যে সব বৈশিষ্ট্য আগে কেবল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খতিয়ে দেখা যেত এখন তা খালি চোখেই প্রত্যক্ষ করা যাবে।
বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ ‘মহা-মস্তিষ্ক’ ছাপা হয়েছে। এ মডেলটি মস্তিষ্ক বিজ্ঞানীদের বিনা পয়সায় সরবরাহ করা হবে।
এ মডেল তৈরির জন্য ৬৫ বছরের মৃত এক মহিলার মস্তিষ্ককে ৭৪০০টি খণ্ড করেছেন বিজ্ঞানীরা।
প্রতিটি খণ্ডের পুরুত্ব ছিল একটি চুলের সমান। মস্তিষ্কের বৈশিষ্ট্য পরিষ্কারভাবে ফুটিয়ে তোলার জন্য প্রতিটি খণ্ডকে বিশেষভাবে রঙ করতে হয়েছে। পরে সেগুলোকে কম্পিউটারে হাই ডেফিনেশনে স্ক্যান করা হয়েছে। স্ক্যান করা প্রতিটি খণ্ডকে এরপর কম্পিউটারের মাধ্যমে একত্রিত করা হয়েছে।
এ কাজে বিজ্ঞানীদের সময় লেগেছে ১০ বছর এবং মস্তিষ্কে যে ৮০ বিলিয়ন নিউরন রয়েছে তার প্রতিটি এভাবে ধারণ করা গেছে।
ঘ
আর এভাবেই তৈরি হয়েছে মানব মস্তিষ্কের হাই রেজুলেশন ত্রিমাত্রিক ডিজিটাল বা থ্রিডি মডেল।
অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এর আগে মানব মস্তিষ্ক যেভাবে খতিয়ে দেখতে হতো এখন তা কম্পিউটারে বসে জুম করেই দেখা যাবে।
এ প্রকল্পের সঙ্গে জড়িত এক বিজ্ঞানী জার্মানির জুলিচ রিসার্চ সেন্টারের অধ্যাপক ক্যাট্রিন অ্যামুন্টস বলেন, গোগল আর্থ ব্যবহারের মতই ‘মহা-মস্তিষ্ক’ ব্যবহার করা যাবে। এ ছাড়া, আগে মস্তিষ্কের যে সব বিশদ দৃশ্য দেখা সম্ভব ছিল না এবার তা সহজেই দেখা যাবে
©somewhere in net ltd.