নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল .......

২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৭


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু হায়!! আমি সাঁতার জানি না, মন উদাস হওয়ার সেটাই বড় কারণ।

দেখতে গিয়েছিলাম জমিদার বাড়ি, সাটুরিয়াতে। সেখানে জমিদারদের ঘাটলা পুকুরে দেখতে পেলাম বড় বড় লাল শাপলা ফুটে আছে। সেই পুকুরের ঘাটে বসে ছিলাম বেশ কিছুটা সময়। লাল শাপলার ছবিও তুলেছি কিছু।


এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ-রথে।।
দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল
নীল লাবনি ঝরায়ে চলচল এসো অরণ্য পর্বতে।।
এসো ভাদরের ভরা নদীতে ভাসায়েকেতকী পাতার তরণী
এসো বলাকার রঙ পালক কুড়ায়ে বাহি’ ছায়াপথ-সরণি।
শ্যাম শস্যে কুসুমে হাসিয়া এসো হিমেল হাওয়ায় ভাসিয়া
এসো ধরনীরে ভালোবাসিয়া দুর নন্দন-তীর হতে।।

----- কাজী নজরুল ইসলাম -----



লাল শাপলা
অন্যান্য ও আঞ্চলিক নাম : রক্ত কমল, লাল কমল, আলগন্ধা, অলিপ্রিয়া, আলোহিতা, নিলুফার।
Common Name : Red Water Lily
Scientific Name : Nymphaea Rubra



লাল শাপলা বা রক্ত কমল নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় এলাকার স্বল্প গভীর জলের হ্রদ ও পুকুরে জন্মে। সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীনের ইউনান প্রদেশ, তাইওয়ান, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে শাপলা ফুটতে দেখা যায়।



সারা বাংলাদেশের সমস্ত বদ্ধ জলাশয়েই জলজ ফুল শাপলাকে ফুটে থাকতে দেখা যায়। গ্রামবাংলার চিরায়ত এক দৃশ্য "বিলের জলে কিশোর ছেলে ছোট্ট নৌকোয় তুলছে শাপলা"। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি চোখে পরে সাদা শাপলা, এবং তারপরেই আছে লাল শাপলার অবস্থান। এই লাল শাপলার বৈজ্ঞানিক নাম Nymphaea Rubra। প্রচীন যুগে গ্রীকরা এই জাতীয় ফুলকে Nymph (জলপরীদের) উৎসর্গ করতো, সেখান থেকেই এই Nymphaea শব্দটি এসেছে।

Hylas and the Nymphs by John William Waterhouse (উইকি)

বাংলাদেশে কয়েক প্রজাতির শাপলা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে শুধু মাত্র সাদা শাপলাই আমাদের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে, অন্য কোনো রঙের শাপলা তা পায়নি। অন্যদিকে শ্রীলংকা আর ইরানের জাতীয় ফুলও কিন্তু শাপলা, তবে তাদের রং ভিন্ন ভিন্ন।
বাংলাদেশের জাতীয় প্রতীকে এবং টাকায় শাপলর ছবি আছে। ইন্দোনেশিয়ার কাগুজে নোটেও লাল শাপলার ছবি আছে। তাছাড়া বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ডাকটিকিটেও লাল শাপলার উপস্থিতি রয়েছে।








যতদূর জানি সারা পৃথিবীতে মোটামুটি ৩৫ প্রজাতির মত শাপলা দেখতে পাওয়া যায়। তবে বাংলাদেশের শাপলাদের রং সাধারণত সাদা, লাল, লালচে গোলাপি, নীল, আর নীলচে সাদা, বেগুনী হতেই বেশি দেখা যায়।


আলোর অমল কমলখানি কে ফুটালে,
নীল আকাশের ঘুম ছুটালে॥
আমার মনের ভাব্‌নাগুলি বাহির হল পাখা তুলি,
ওই কমলের পথে তাদের সেই জুটালে॥
শরতবাণীর বীণা বাজে কমলদলে।
ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে।
তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ ক্ষেতে,
বনের প্রাণে মরমরানির ঢেউ উঠালে॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



জলের উপর ভেসে থাকে শাপলা ফুল আর তার বড় সবুজ পাতা। সাধারণত শাপলা ফুল পানির উপরে ছড়ানো অবস্থায় থাকে। কদাচিৎ পানির অল্প নীচে থাকতে পারে, কোথাও কোথাও এই অল্প ডুবে থাকা শাপলাকে “ডুবুরি শাপলা” বলে

শাপলার পাতা আর ফুলের কান্ড বা ডাটি বা পুস্পদন্ড পানির নিচে মূলের সঙ্গে যুক্ত থাকে আর এই মূল যুক্ত থাকে মাটির সঙ্গে। এই মূল থেকই আবার নতুন শাপলা জন্ম নেয়। শাপলার কান্ড বা ডাটা বা পুস্পদন্ড সবজী হিসেবেও খাওয়া হয়। আজকাল এই শাপলা ফুলের কান্ড বা ডাটা বা পুস্পদন্ড বাজারে বিক্রি হচ্ছে হরহামেসাই। তবে লাল শাপলা অনেকেই খেতে চায় না।



পূর্ণবিকশিত শাপলা ফুলের গর্ভাশয়ে গুড়ি গুড়ি বীজ থাকে। আঠালো এই বীজ গ্রামের ছোটো ছোটো বাচ্চাদের খেতে দেখা যায়। তাছাড়া এই বীজ ভেজে এধরনের খাবার তৈরী করা হয় যার নাম “ঢ্যাপের খৈ”। খেতে খুবই চমৎকার। কিন্তু উপযুক্ত সময়ে গর্ভাশয়ের এই বীজ সংগ্রহ না করা হলে শেষ পর্যায়ে তা শুষ্ক হয়ে যায়।

শাপলা সারা বছর ধরেই একটু-আকটু ফুটতে দেখা যায় তবে বর্ষায় ও শরৎ কালে এদের ফুটার সিজন বলা যায়। তখন এরা ফুটে প্রচুর পরিমানে।



ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ি পুকুর, সাটুরিয়া, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫শে নভেম্বর, ২০১৬ খ্রিষ্টাব্দ।
তথ্য সূত্র : বাংলাপিডিয়া, উইকিপিডিয়া, অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: =================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে

অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), অপরাজিতা, আকন্দ, আমরুল, আফ্রিকান টিউলিপ, আলোকনন্দা (হলুদ)

উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী, এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)

কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কালো বাসক, কালো বাদুড় ফুল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, ক্যাসিয়া রেনিজেরা, কামান গোলা, কাগজ ফুল, কাঠগোলাপ, কাঠচাঁপা, কাঁটামুকুট, কন্টকমুকুট, কাঞ্চনার, কাঞ্চনক, কুর্চি, কুরচি, কৃষ্ণচূড়া, খাড়া মুরালি

গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু, গুলমোহর, ঘোড়া চক্কর

চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা), ছোটপানা

জবা, সাদা জবা, ঝুমকো জবা, ঝুমকা জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা, হাইব্রিড জবা, হাইব্রিড গোলাপী জবা, হাইব্রিড ক্রিম জবা

জারবেরা, জ্যাকারান্ডা, ঝুমকোলতা, ঝুমকো জবা

টগর, জংলি টগর, ডালিয়া, তমাল, তারাঝরা

দাঁতরাঙ্গা, দাদমর্দন, দদ্রুমর্দন, দাদমারী, দেবকাঞ্চন, দোলনচাঁপা, দুপুরমনি, ধুতুরা

নাগেশ্বর, নাগচম্পা, নাগেসর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীলচূড়া, নীল বনলতা, নীল লতা, নীলাতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,

পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি

ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)

বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা, বার্মিজ গোলাপি সোনাইল, ভাট ফুল, ভ্রমরপ্রিয়া

মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল, মুচকুন্দ চাঁপা, মেক্সিকান সোর্ড লিলি

রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক, রক্তপুষ্পিকা, রক্ত শিমুল, রক্ত কমল, রক্তচূড়া

লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লাল কাঞ্চন, লাল শাপলা, লাল কমল, লাল শিমুল

শটি ফুল, শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শিবঝুল, শিমুল, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ

সন্ধ্যামালতী, সন্ধ্যামনি, সুলতান চাঁপা, সুভদ্রা, সুখ মুরালি, সূর্যমুখী, সুরজমুখী, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে, সোর্ড লিলি, সাদিমুদি, সোনালু

হাতি জোলাপ, হাতিশুঁড়, হলুদ জবা

অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, তিল ফুল, বিষকাটালি, পাহাড়ি বিষকাটালি,

বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, পারিজাতের পরিচয়, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================

২| ২৮ শে জুন, ২০২৫ দুপুর ২:৫০

নাহল তরকারি বলেছেন: কি খবর ভাই সাব? কেমন আছেন?

২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আলহামদুলিল্লাহ ভালো আছি।
- আপনি ভালো আছেন?

৩| ২৮ শে জুন, ২০২৫ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: সত্যি বলতে আমি জীবনে যা শাপনা দেখেছি তার সব সাদা। এই রঙের শাপনা দেখেছি বলে মনে পড়ে না।
এইগতকালই তেজগা গিয়েছিলাম। সেখানে অনেক দিন পরে সত্যি শাপলা ফুটে থাকতে দেখলাম!

২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেকি কথা!! বাংলাদেশের গ্রামে বর্ষায় ঝিলের-বিলের জলে অন্ততো ৩ রকমের শাপলা ফোটে!

৪| ২৮ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪২

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ ।

২৮ শে জুন, ২০২৫ রাত ৯:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

ওমর খাইয়াম বলেছেন:



সাতার জানেন না? বিহারী নাকি?

২৮ শে জুন, ২০২৫ রাত ৯:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাঁতার জানি না তাতো পরিষ্কার লিখেছি!

- আমি বিহারী হলে আপনার কোনো লাভ হয় নাকি?

২৮ শে জুন, ২০২৫ রাত ৯:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের সোনা মিয়ার সাথে আপনার কোনো যোগাযোগ আছে কি?

৬| ২৮ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

কাঁউটাল বলেছেন: একটা প্রশ্ন
@ছাগল খাইয়াম, একটা ছাগলকে পুকুরের পানিতে ফেলে দিলে সেইটা কি সাতার কেটে পাড়ে উঠতে পারবে?

৭| ২৮ শে জুন, ২০২৫ রাত ৮:৫৫

কামাল১৮ বলেছেন: আমাদের গ্রামের পাশে একটা বিল ছিলো।তার নাম ছিলো শাপলার বিল।সেখানে হাজার হাজার শাপলা ফুল ফুটে থাকতে।অনেক বছর পর গ্রামে গিয়ে দেখি বিলটি নাই।আছে শুধু ধানের ক্ষেত।

২৮ শে জুন, ২০২৫ রাত ৯:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার এলাকার পরেই কিছুদূর গেলে ছিলো ধানীজমি। বর্ষায় সেগুলিতে শাপলা ফুটতো, তবে খুব বেশি নয়।

৮| ২৮ শে জুন, ২০২৫ রাত ১০:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:



কর্মজীবনে দেখেছি সরকারি কোয়ার্টারের পুকুরে লাল শাপলা। যেই খানে যেই জেলাতেই গিয়েছি পুকুরে লাল শাপলা পেয়েছি। শাপলার তরকারি খেয়েছেন কি? শাপলা দিয়ে লইট্ট্যা ও ছরি মাছের শুটকি দিয়ে খুব ভালো তরকারি হয়।


২৯ শে জুন, ২০২৫ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শাপলা তরকারি খেয়েছি। আমার মা রান্না করতেন নোনা ইলিশ দিয়ে। লইট্ট্যা শুটকি দিয়েও খেয়েছি।
-ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ২৮ শে জুন, ২০২৫ রাত ১১:২৫

অপু তানভীর বলেছেন: আমি যে এলাকায় বড় হয়েছি, সেই এলাকাতে কেবল সাদা শাপলা দেখা যায়। আমি অনেক ভাবে মনে করার চেষ্টা করলাম, লাল শাপলা আমি আসলেই কোন দিন সরাসরি দেখি নি।

২৯ শে জুন, ২০২৫ রাত ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার এলাকাতেও লাল শাপলাটা হয়নি কখনো। শাদা শাপলা এবং হালকা নীলচে রঙের শালুক হতো বেশি।

১০| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব ছবি না দিলে হয় না ভাই :(

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না হয় না।
- আপনার প্রফাইলে আপনি যে ছবিটি ব্যবহার করেছেন সেটিও ইসলামে নিষিদ্ধ। আর পোস্টে আমি যে ছবিটি ব্যবহার করেছি সেটি যদি পোস্টের সাথে অসংগতিপূর্ণ, অসামঞ্জস্য হয় তাহলে অবশ্যই সেটি ব্যবহার করতাম না।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১১| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: লাল শাপলা বেশ ভাললাগে। সুন্দর।

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১২| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার ছবি সবসময়ই সুন্দর হয়।

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মতামত ও মন্তব্যের জন্য।

১৩| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: উপর থেকে চার নম্বর ছবিটা দারুন।

৩০ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেটাই স্বাভাবিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.