![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
নোয়াখালীর মানুষ অনেক সহজ সরল হয়। আর এটাই বোধহয় নোয়াখালীর মানুষকে নিয়া মজা করার মূল কারন। নোয়াখালীর মানুষের মধ্যে একটা জিনিস পাবেন আর সেটা হলো খুব দ্রুত মানুষকে আপন করে নেয়ার গুণ। নোয়াখালীর মানুষের সাদা মনে কোন কালা নাই!
সামান্য পানিকে ভালোবাসে " হানি " ডাকে। তবুও মানুষ তাদের অন্তরটা বুঝে না! এখানেও অন্যরা খুঁজে পায় নির্মল বিনোদন!
এরকমই একটা সাধারণ ঘটনা ঘটেছিলো নোয়াখালীর এক বাবুর্চির সাথে। ( যদিও ঐ বিষয়টা এতটাই হাসির যে মজার জিনিস সংরক্ষন করে রাখার জন্য যদি কোন গিনিস বুকের মতো মজার সংরক্ষন বুক থাকতো তাতে এ বিষয়টা টপে থাকতো)
মূল কথায় আসি।
আজ থেকে একদশক আগের কথা। জনাব মিজান ঢাকার এক অভিজাত হোটেলে খেতে গেলেন। খাবার মুখে দিয়া মিজান সাহেবের মেজাজ গেল বিগড়ে! খাবার তার মন মতো হয় নাই! খাবারে লবন বেশী। এই নিয়া সে হোটেল বয়দের কড়া ভাষায় ধুইতেছিলেন।
এমন সময় এক আঁধা নোয়াখাইল্যা বলে বসলো! আমি কি ফাক (Fu*k) করেছি! ফাক কইচ্ছে কুক সুরুজ মেয়া! হেতারে গালি দ্যান! হে জোর করে ফাক করেছে! সে এখনো শিক্ষানবীস।
তাহার এমন বাক্য শ্রবণ করিয়া চারদিকে হাসির রোল পড়িয়া গেল! যদিও বেচারা ঠিক ছিলো। সে তো বলেছে "আমি কি রান্না করেছি! রান্না করেছে বাবুর্চি সুরুজ মেয়া! সে এখনো শিখছে, তবুও কারবারী করে রান্না করেছে " গালি দিলে তাকে দেন
ভাইয়েরা!
এই সহজ সরল মানুষগুলা মাটির মানুষ! (সবাই মাটির মানুষ, তবে এ মাটির মানুষ রূপক অর্থ বহন করে) উনাদের নিয়া বেশি মজা কইরেন না! দিলে লাগে ( কেন দিলে লাগে এটা বের করতে পারলে স্পেশাল পুরুষ্কার আছে)
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০১
আমিই মিসির আলী বলেছেন: ঘর থেকে বের হয়ে একশো কদম হেঁটে যে দোকান পাবেন, ঐ দোকানে আমার নাম দিয়ে খেয়ে নিবেন।
২| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২
মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: ভাই মাটির মানুষ তো
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
আমিই মিসির আলী বলেছেন: এটা কি রহস্য উদ্ঘাটন ছিলো!
ধন্যবাদ।
৩| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
নোয়াখালীর মানুষ পরস্পরকে সাহায্য করে, এটাই বড় গুণ
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
আমিই মিসির আলী বলেছেন: জ্বী।
একদম ঠিক বলেছেন।
নোয়াখালীর মানুষ মানেই অমায়িক
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
প্রামানিক বলেছেন: আই বুইজতাম হাইরছি আন্নে নোয়াখাইল্যা। আন্নে আরে চা দেন।
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা হা!
নো টেনশন ভাই।
চা জমা রইলো।
৫| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
কালনী নদী বলেছেন: খুব মজা পেয়েছি ভাইয়া।
রেয়েল মাদ্রিদের একটা জনপ্রিয় কথা হচ্ছে হালা মাদ্রিদ!
যা আমাদের বাংলা ভাষায় অন্য অর্থ বহন করে।
হা অবশ্যই মজা করবো কিন্তু কেউ আঘাত পেলে অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে।
কথায় আছে এক দেশের বুলি অন্য দেশের গালি।
সুন্দর একটা বিষয় মজার মাধ্যমে তুলে আনছেন। নিশ্চই আমরা সবাই নোয়াখালির মানুষদের অনেক সম্মান করি।
নোয়াখালিদের প্রতি রইলো অজস্র ভালোবাসা!
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলছেন।
এক " চুল " ই এর প্রকৃষ্ট উদাহারণ!
নোয়াখালীর প্রতি আপনার ভালোলাসা দেখে মুগ্ধ হইলাম।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সর্বদা।
৬| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২
মিজানুর রহমান মিরান বলেছেন: আমারো দিলে লাগে, সত্যি বলছি। কারন আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি নোয়াখালীর।
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
জেনে ভালো লাগলো।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৭| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । কথার কী স্টাইল !!
দিলে লাগার বিষয়টা বুঝে ফেলেছি, আপনার দিল মনে হয় নোয়াখালীর !
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
আমিই মিসির আলী বলেছেন:
এত বুদ্ধিমান হৈলে ক্যামতে হপে!!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সমসময়।
৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০
কল্লোল পথিক বলেছেন:
ভাই আই হুনছি নোয়াখাইল্লারা হানির নিচে ও থাহে।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৪
আমিই মিসির আলী বলেছেন: থাকিলেও থাকিতে পারে! না হইলে তথ্য আসিলো কেমন করিয়া!
বলেন নোয়াখাইল্যা জিন্দাবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু নোয়াখালির না হয়ে ও সাদা মনেরই আছি
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪
আমিই মিসির আলী বলেছেন: ইভেন আমিও মিসিরআলী না হয়েও মিসিরআলী সেজে বসে আছি।
আপনার ছবি দেখলেই বুঝা যায়, আপনি অনেক সাদা মনের মানুষ "
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪১
তার আর পর নেই… বলেছেন:
হারা জীবন শুনে আইছি নোয়াখাইল্যারা চালাক, এত চালাক যে সবার নাকের হানি চোখের হানি এক করি হালায়।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২
আমিই মিসির আলী বলেছেন: বাউরে বাউরে!!
এইন্যা মিছা কতা কেন্নে কন!
মন্তব্য পইড়া মজা পেলাম।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
১১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: আর বাড়ির থন একশ' কদম হাইটলে হাইস্কুল, আই কি হেড মাস্টররে চা দিতে কমু?
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪
আমিই মিসির আলী বলেছেন: আপ্নে কবি মানুষ।
মাস্টর মেয়া তো আন্নেরে চায়ের লগে টা ও দিবো!
দেরি করিয়েন না আর
১২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: আপনে নোয়াখাইল্লা?
নয়তো আপনার জিএফ নোয়াখাইল্লা
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১
আমিই মিসির আলী বলেছেন: আমিই নোয়াখাইল্যা!
তবে জিএফ লাগে না।
বউ লাগবো কিছুকাল পর......।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
বিজন রয় বলেছেন: ২য় প্লাস।
আয়ি অন কি কত্তাম।
হইসে কি না জানিনা।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩
আমিই মিসির আলী বলেছেন: পিলাছের জইন্য ধইন্যবাদ!
আই অন কিত্তাম এইরকম হবে।
আপনে কোন অঞ্চলের??
১৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব মজা পেলাম।
আপনি নোয়াখাইল্ল্যা,,,,,,,ভাল হল, আপনার কাছ থেকে মাঝে মাঝে নোয়াখালির আঞ্চলিক ভাষায় মন্তব্য আশা করবো।
"আই কি হইচ্ছি?"- হল?
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা হা!
আঞ্চলিক ভাষায় মন্তব্য করিলে বুঝবেন সব?
"আই কিচ্ছি " হবে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৫| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,
মিশ্রির মতো মিষ্টি মজাদার একটি রম্য ।
১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯
আমিই মিসির আলী বলেছেন: এটাকে মিশ্রির মতো গ্রহন করতে পেরেছেন জেনে প্রীত হইলাম।
অনেক ধন্যবাদ আহমেদ ভাই।
১৬| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫
শামছুল ইসলাম বলেছেন: বেশ মজা পেলাম।
ভাল থাকুন। সবসময়।
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০
আমিই মিসির আলী বলেছেন: বিনোদনের জন্যই তো লেখা!
আপনি মজা পাইয়াছেন জানিয়া ভালো লাগিলো।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৭| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭
অন্তঃপুরবাসিনী বলেছেন: নোয়াখালীর মানুষ অনেক সহজ সরল হয়?
আমি যতটুকু জানি নোয়াখালীর মানুষ কুটিল প্রকৃতির হয়
আমাদের এখানে তো পাত্র/পাত্রীর বাড়ী নোয়াখালী শুনলে কেউ বিয়ে করতে চায় না।
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
আমিই মিসির আলী বলেছেন: কান কথায় বিশ্বাস করতে হয় না।
নোয়াখালীর মানুষ অনেক ভালো এবং সহজ সরল।
বিয়ের বিষয়টা সব ষড়যন্ত্র।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
১৮| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০০
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: এই সহজ সরল মানুষ গুলোকে নিয়ে যখন কেউ মজা করে, আমার ভিতরে একটা যন্ত্রনা সৃষ্টি হয়ে যায়, যা কাউকে দেখাতে পারি না। তার পরও খুবই খুশি হলাম এজন্য যে ভাই আপনী তাদেরকে মনের গভীরে স্থান দিয়েছেন। ওরা আছে বলেই আমরা বা আপনারা এত মজা করে খাচ্ছেন, আনন্দ করছেন। তবে ওদের কষ্টের কথা গুলো লিখলে আমার ভাল লাগে। আপনাকে ধন্যবাদ।।
ভালথাকুন ও সুস্থ্য থাকুন-
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
আমিই মিসির আলী বলেছেন: আপনার ভালোবাসা মিশ্রিত মন্তব্য দেখে আমার অনেক ভালো লাগলো। হৃদয়ের গভীরে স্থান না দিয়া উপায় আছে!
আমিও তো নোয়াখালীর মানুষ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
১৯| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
সাধারন বাঙালী বলেছেন: আগ্গো বাড়ী নোয়াখালী রয়েল ডিষ্টিক ভাই.......................।
আমরা ভালার ভালা এক্কারে ভালা দুষ্ট লোকের জম।
মোল্লা, মুন্সি, আলিম, জালিম কোনটা আগ্গো কম
মিছির আলী ভাই আগ্গো কিন্তু আরেটা গুন আছে আমরা মানুষরে ফিরি বিনোদ দিই
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা হা
জটিল কথা কইছেন।
নোয়াখালীর মানুষের মধ্যে টেলেন্ট আর টেলেন্ট।
বিনোদন দিয়া মানুষকে হাসাইতে পারাটাও একটা গুণ।
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।
ভালো থাকেন সর্বদা।
২০| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার দেখে মতে, নোয়াখালির মানুষ খুব জ্ঞানী ও বুদ্ধিমান, এজন্য দেশের প্রায় সব জায়গাতেই তাঁদের অবস্থিতি লক্ষ করা যায়। এমনকি, বিদেশের মাটিতেও তাঁরা সফল।
নোয়াখালির মানুষদের জন্য একবুক ভালোবাসা থাকলো।
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১
আমিই মিসির আলী বলেছেন: ঠিকই বলছেন।
নোয়াখালীর মানুষ অনেক বুদ্ধিমান হয়! এই জন্যই তারা সব ক্ষেত্রে সফলতা পায়!
নোয়াখালীর মানুষের প্রতি আপনার ভালোবাসা দেখে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
২১| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫
আল মামুন রাজীব বলেছেন: হেহে ভাই ঠিক কইছেন। আঁইও আন্নেগো নোয়াখাই্ল্যা। আঙ্গ মনের কতাগুন ক'নের লাই ধইন্যবাদ
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
আমিই মিসির আলী বলেছেন: ওরে আর এলাকার মানুস!
ভালা আছেন নি ভাই?
ভাবি ভালা আছে নি?
আমরা আমরাই তো।
আন্নের কমেন্ট হাই আই অনেক খুশি অইছি।
ভালা থাইকেন সব সময়।
২২| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পোষ্টে সাথে মন্তব্য গুলোও মজার।
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
আমিই মিসির আলী বলেছেন: বিনোদনে বিনোদন আনে এই আরকি!
অনেক ধন্যবাদ।
মজা লুটেন।
২৩| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭
ঘুম হ্যাপি বলেছেন: নোয়াখাইল্যা জিন্দাবাদ।
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
আমিই মিসির আলী বলেছেন: মারহাবা
২৪| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫
ইমরান আশফাক বলেছেন: নোয়াখালীর লোকজন নিজেদের রয়্যাল ডিসট্রিকের লোক বলে পরিচয় দেয় কেন?
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০
আমিই মিসির আলী বলেছেন: রয়্যাল বলতেই পারে!
সিলেটের মানুষ লন্ডনী শহর দাবি করতে পারলে নোয়াখালীর মানুষ পারবে না কেন!
২৫| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এই সহজ সরল মানুষগুলা মাটির মানুষ! (সবাই মাটির মানুষ, তবে এ মাটির মানুষ রূপক অর্থ বহন করে) উনাদের নিয়া বেশি মজা কইরেন না! দিলে লাগে ( কেন দিলে লাগে এটা বের করতে পারলে স্পেশাল পুরুষ্কার আছে)
হবু ভাবী মনে হয় নোয়াখাইল্যা।
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২
আমিই মিসির আলী বলেছেন: শুধু ভাবি না, ভাই ও নোয়াখালীর!
পুরুস্কার মিস
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৬| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০
খোলা মনের কথা বলেছেন: আমি কি ফাক (Fu*k) করেছি! ফাক কইচ্ছে কুক সুরুজ মেয়া!
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
আমিই মিসির আলী বলেছেন:
দেখছো নি কারবার!
২৭| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবি দেখলেই বুঝা যায়, আপনি অনেক সাদা মনের মানুষ ........আপ্নেতু ব্যফক গেয়ানী লুক
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
আমিই মিসির আলী বলেছেন:
তা আর বলতে!
নাম খানা দেখিয়াছেন!!
মিসির আলী!
২৮| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
সাহসী সন্তান বলেছেন: পুরষ্কারটা বোধ হয় হাত ছাড়া হইয়া গেলুরে মমিন......
লেখাটা থেকে বোঝা গেল, নোয়াখালির ভাষায় রান্নাকে 'ফাঁক' বলা হয়!
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
আমিই মিসির আলী বলেছেন: চন্দ্রবিন্দু হইবে না!
পুরুষ্কার তো গেছেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৯| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: নোয়াখালির ভাষা আমার শুনতে মজা লাগে।
আপনি নোয়াখাইল্ল্যা
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
আমিই মিসির আলী বলেছেন: হ...।
আই নোয়াখালীর।
এবং অনেক সরল মানুষ!
আপনার ভালো লাগার তথ্য পেয়ে আমার ও ভালো লাগলো।
ধন্যবাদ।
৩০| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০
জেন রসি বলেছেন: হা হা হা
মজা পাইলাম।
১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
আমিই মিসির আলী বলেছেন: মজা দেয়াই উদ্দশ্য ছিলো ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নোয়াখালির মানুষের প্রতি আমি ব্যক্তিগতভাবে দুর্বল। আমার এক প্রিয় শিক্ষক নোয়াখালির। ক্লাসমেটসহ প্রিয় কয়েকজন বন্ধুও সেখানকার!
১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৫
আমিই মিসির আলী বলেছেন: প্রিয় তালিকায় নোয়াখালীর মানুষ আছে জেনে খুশি হইলাম।
থাকবে নাই বা কেন!
এমন মাটির মানুষ আর হয় নাকি
মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন সবসময়।
৩২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৮
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক মজা পেলুম । হাসতে হাসতে কুটি কুটি ...
উপড়ের ঐ চিকেন রোস্টটা আন্নে রাইঞ্ছেন নি , I meant আন্নে ফাক কইরছেন নি ?
১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৪
আমিই মিসির আলী বলেছেন: মজা পাওয়ার জন্যই তো এতো কষ্ট করলুম!
হাসুন প্রাণ খুলে!
এ্যাঁ!
আই ফাক কইত্তে হারি না! এইডা গুগল মামুর থেকে হাইছি! ফাক কইচ্ছে হয়তো কেও! অন কতা ওইলো আন্নের কি খাইতে মুনচায়?
৩৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫
আবু খায়ের আনিছ বলেছেন: দিলে ত লাগবই, নিজের এলাকা বলে কথা।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১২
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা
তা যা বলেছেন!
৩৪| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
ভালো মন্দ সব অঞ্চলেই থাকে। যেমন করে আমাদের সকল হাতের আঙুল সমান হয় না। তবে যদি কারো হাতের সব আংগুল সমান থাকে তাইলে ভিন্ন কথা। তবে আমি মনে করি, যারা আঞ্চলিক বৈষম্য করে থাকেন, তাদের সঠিক মানসিক পূর্ণতা হয় নি এবং সঠিক শিক্ষাও তারা পান নি।
যাইহোক, নোয়াখালির মানুষ সহজ সরল এই কথা প্রথম শুনলাম। তবে ছোটকালের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সরল অঙ্কগুলো আমার খুব কঠিন লাগত।
আমার বাড়ি নোয়াখালী। ভালো মন্দ মিলিয়ে আমি খুবই গর্ববোধ করি নোয়াখাইল্লা হিসেবে। আমাদের অঞ্চলের একটা পজেটিভ ব্যাপার হচ্ছে, আমরা খুব অতিথি পরায়ন এবং একই অঞ্চলের মানুষের প্রতি সহানুভুতিশীল। খারাপ দিক, এই অঞ্চলের কিছু মানুষ বেশ ওভার স্মার্ট।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৫
আমিই মিসির আলী বলেছেন: যথার্থ বলছেন।
আপনার সাথে একমত।
ওভার স্মার্ট মানুষ যে শুধু নোয়াখালীর সমস্যা তা না।
সবখানেইই আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৫| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬
মাসুম এইচ বিল্লাহ বলেছেন: হেতে জোর করি ফাক কইরছে
হেতের নামে মামলা দেওন দরকার । ;-) ;-)
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯
আমিই মিসির আলী বলেছেন: মামলা দিলে ভবিষ্যতে ফাক ( রান্না) করবে কেঠা!
ঐটা ভাইবা চিন্তা মামলা দেওন দরকার।
৩৬| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
মুসাফির নামা বলেছেন: আর তো মনে অয় আন্নে আ'র দেশী।
১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
আমিই মিসির আলী বলেছেন: হহহ..
আই তো আন্নের এলাকার।
৩৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪১
তানজির খান বলেছেন: হা হা হা হা হাসতেই আছি হাসতেই আছি। খুব মজার পোস্ট। তবে ভাল আরো লাগার জায়গা এই যে এখানে কাউকে ছোট না করেই সুন্দর উপস্থাপন হয়েছে।
এখনো হেসেই যাচ্ছি।
১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২
আমিই মিসির আলী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়!
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
প্রামানিক বলেছেন: ভাই ১ম হইছি খাওন দেন