![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
আমি বাংলার গান গাই
আমি বাংলায় গান গাই।
আমি বাংলার গান গাই।
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন।
আমি বাংলায় বাঁধি সুর।
আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতোটা দূর
- প্রতুল মুখোপাধ্যায়
স্ফুলিঙ্গ
বহু দিন ধ'রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
- রবীন্দ্র নাথ ঠাকুর
বাতাসে লাশের গন্ধ
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কবর
এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
জসীমউদ্দীন
কেউ কথা রাখে নি
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!
-সুনীল গঙ্গোপাধ্যায়
আবার আসিব ফিরে
আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তোভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁলছায়ায়;
-জীবনানন্দ দাশ
ছাড়পত্র
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান,
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে
চলে যেতে হবে আমাদের ।
চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি--
নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।
- সুকান্ত ভট্টাচার্য
বিদ্রোহী
বল বীর —
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন আরশ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর !
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর !
বল বীর —
আমি চির উন্নত শির।
- কাজী নজরুল ইসলাম
আট বছর আগে একদিন
শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ ।
-জীবনানন্দ।
মানুষ
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না ।
মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় ;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি ।
- নির্মলেন্দু
তোমায় আমি
তোমায় আমি দেখেছিলাম ব’লে
তুমি আমার পদ্মপাতা হলে;
শিশির কণার মতন শূন্যে ঘুরে
শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে
খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।
নদী সাগর কোথায় চলে ব’য়ে
পদ্মপাতায় জলের বিন্দু হ’য়ে
জানি না কিছু-দেখি না কিছু আর
এতদিনে মিল হয়েছে তোমার আমার
পদ্মপাতার বুকের ভিতর এসে।
- জীবনানন্দ
তুমি জেনেছিলে
তুমি জেনেছিলে মানুষে মানুষে
হাত ছুঁয়ে বলে বন্ধু
তুমি জেনেছিলে মানুষে মানুষে
মুখোমুখি এসে দাঁড়ায়
হাসি বিনিময় করে চলে যায়
উত্তরে দক্ষিণে
তুমি যেই এসে দাঁড়ালে-
কেউ চিনলো না কেউ দেখলে না
সবাই সবার অচেনা!
- সুনীল গঙ্গোপাধ্যায়
চিঠি দিও
করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙ্গুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো
অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।
চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও ...
বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!
আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি,
আসবেন অচেনা রাজার লোক
তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে ....
এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল!
- মহাদেবব সাহা
শেষের কবিতা
তারে আমি রাখিয়া এলাম
অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে।
পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে
কালের যাত্রায়,
হে বন্ধু বিদায়।
- রবীন্দ্র নাথ ঠাকুর
সে
আমাকে সে নিয়েছিলো ডেকে;
বলেছিলো: 'এ নদীর জল
তোমার চোখের মত ম্লান বেতফল:
সব ক্লান্তি রক্তের থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।'
'এর নাম ধানসিঁড়ি বুঝি?'
মাছরাঙাদের বললাম;
গভীর মেয়েটি এসে দিয়েছিলো নাম।
আজো আমি মেয়েটিকে খুঁজি;
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে চলে গেছে মেয়ে।
- জীবনানন্দ
স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা
- শামসুর রাহমান
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪২
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ বিজন রয় দা।
ভালো থাকুন সর্বদা।
২| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০১
শায়মা বলেছেন: এই সবগুলিই আমার প্রিয় !
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
প্রিয় কবিতার দিক দিয়ে তো অনেকটাই সমমনা আছি ।
৩| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫
শায়মা বলেছেন: আমিও কয়েকটা দেবো নাকি ভাবছি!
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০
আমিই মিসির আলী বলেছেন: দিয়ে দ্যান!
ভেবে সময় নষ্ট কইরেন না।
৪| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: সবই তো দেশাত্মবোধক
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩
আমিই মিসির আলী বলেছেন: হু..
অতি প্রেম, বিরহ আমারে টানে না।
তাই ভালোলাগার তালিকায় দেশ সম্পর্কিত আর কালজয়ী কবিতার স্থান বেশি।
৫| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমারও প্রিয় কবিতাগুলি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:২০
আমিই মিসির আলী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১
প্রামানিক বলেছেন: এসব কবি এবং কবিতা তো আমারো প্রিয়। ধন্যবাদ চমৎকার পোষ্টের জন্য।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১
আমিই মিসির আলী বলেছেন:
ভালো লাগার মিল আছে জেনে ভালো লাগলো।
আপনাকেও ধন্যবাদ।
৭| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
রিপি বলেছেন: সবগুলো কবিতা আমারও অনেক প্রিয়। সব মিলিয়ে চমৎকার একটা পোস্ট।
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ ।
-জীবনানন্দ।
আচ্ছা পঞ্চমীর চাঁদ কেন বলা হয়ে থাকে? জানতে ইচ্ছে করছে।
ভালো থাকুন অনেক।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
পঞ্চমীর চাঁদ বলতে ফাল্গুন মাসের পঞ্চম দিনের কথা বলা হয়েছিলো!
৮| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭
কালনী নদী বলেছেন:
চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি--
নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।
- সুকান্ত ভট্টাচার্য
অসাধারণ পোস্ট হইছে ভাইয়া, আশা করি পোস্টটি আর বিহত পরিসর হবে :
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
আর বিস্তৃত কৈরা কি হবে!!
এত কবিতা মাথায় থাকে!
৯| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
তার আর পর নেই… বলেছেন: ধর্মনিরপেক্ষতা নিয়ে আপনার পোস্ট টা খুজতে আসছি, দেখি যে নাই। পেলাম, কবিতা পোস্ট। সবগুলোই আমার প্রিয়।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:১০
আমিই মিসির আলী বলেছেন: ঐ লেখাটা নতুন সাহেব সরিয়ে দিয়েছেন।
১০| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৯
উল্টা দূরবীন বলেছেন: সবগুলোই প্রিয়।
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩১
আমিই মিসির আলী বলেছেন:
১১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৪
গেম চেঞ্জার বলেছেন: সবগুলাই ফেভারিট। তবে বিদ্রোহী কবিতাটা পড়লে ভেতরে স্ফুলিঙ্গ খেলা করে!!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আমিই মিসির আলী বলেছেন: পছন্দের দিক দিয়ে এ কবিতাগুলাই কমন সবার সাথে।
১২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার শেয়ার।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আমিই মিসির আলী বলেছেন:
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
মোঃ আশরাফুল ইসলাম কার্জন বলেছেন: অনেক ভাল লাগলো।♥
১০ ই মে, ২০১৬ রাত ১:৪৯
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য।
ভালো থাকবেন।
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৭
নীলপরি বলেছেন: ভালো লাগলো পোষ্টটা ।
১০ ই মে, ২০১৬ রাত ১:৫১
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:১১
শরতের ছবি বলেছেন: এই কবিতা গুলো পড়ে ই কবিতা আর কবিদের প্রেমে পড়েছিলাম ।আজ ও তাই আছি । আপনাকে ধন্যবাদ এই পোস্ট -এর জন্য ।
১০ ই মে, ২০১৬ রাত ১:৫৭
আমিই মিসির আলী বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার কথা শেয়ার করার জন্য।
ভালো থাকবেন সমসময়।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
বিজন রয় বলেছেন: ভাল শেয়ারিং।
+++