![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।
অনলাইনে ব্লগার আছেন ৮৮
ভিজিটর ৪০০+
রেমা কালেঙ্গা : আর্তনাদ ও কান্নার শব্দ শুনতে পাই
মন্তব্য ৫ । পঠিত ৬৮ বার
তনু হত্যা এবং কিছু চুলকানি
মন্তব্য ১। পঠিত ৬৪
বিবর
মন্তব্য ৬। পঠিত ৪৮
শ্মশান কমিটির ত্রাসের রাজত্বঃ আমরা নিজ ভূমে পরবাসী কিছু সংখ্যালঘু মুসলিম! (আপডেট-১)
মন্তব্য ১৬। পঠিত ১৭৬
গল্পঃ পচা পাগলার পালা
মন্তব্য ১২। পঠিত ৮২
কি অদ্ভুৎ আমরা?! তারচে'ও বড় অদ্ভুৎ - আমাদের মানসিকতা!!
মন্তব্য ৯। পঠিত ৩৫৭!
আজকাল ব্লগারগণ অনলাইনে কি ঘুম যায়??
অনেকেই বলবেন এসব কোন মন্তব্য করার মতো লেখা!! তাহলে আমি বলি কোন উর্বর মস্তিষ্কের বিবেচনায় এসব লেখা নির্বাচিত পাতায় রাখা হয়!!
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩১
আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
একজন ব্লগার মনের মাধুরি মিশিয়ে একটা লেখা লিখলো! ব্লগে প্রকাশ করলো!
নির্বাচিত পাতায় সিলেক্ট হলো! কিন্তু কোন মন্তব্য নাই!!
লেখা পড়ার পর খারাপ হইছে কিংবা ভালো হইছে কিংবা বিরক্ত হইছে একটা কিছু তো বলবে!!!
নাহ!
পড়াও নাই মন্তব্যও নাই!!!
এ কোন আজব চিড়িয়া!!!
তেলো মাথায় তেল দেয়া হয় ব্লগে! আলোচিত ব্লগে চলে মন্তব্যের আখড়া! কিন্তু এর চেয়ে ভাল লেখা নজর এড়িয়ে যায়!!
এরই নাম বুঝি ব্লগ!!
২| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫
আমি মিন্টু বলেছেন:
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬
আমিই মিসির আলী বলেছেন: কি ঘুম ভাংলো!!
৩| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: ব্লগের যে কি অবস্থা আমি ঠিক বুঝি না।সবাই ব্লগে আসে আর যায় ভাবার সময় কার আছে?
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
আমিই মিসির আলী বলেছেন: এমনি এমনি কি আর আমি বলছি যে " ব্লগ এখন প্রায় পঁচিয়া গিয়াছে "
৪| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
সরদার ভাই বলেছেন: কি করিবেন। জোর করে তো আর মন্তব্য করানো যায় না। তয় পয়সা পালি বাঙালি কিন্তুক সিরাম মন্তব্য কত্তি পারে।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!!
পয়সা দিয়া মন্তব্য করাইতে হইলে তো ব্লগার আর ব্লগার থাকবে না।
এই নিয়া তো দল হৈবে, গ্রপিং হৈবে!!
কন্ট্রাকের ও অবতারনা হৈতে পারে!!
আপ্নের মন্তব্য পইড়া মজা পেলুম!
ধন্যবাদ।
৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০১
আরজু পনি বলেছেন:
নির্বাচিত পাতার পোস্টগুলি দিয়েছেন কিন্তু যে সময় সেটা তো উল্লেখ করেন নি ।
আর কেউ যদি মনে করে ভালো লেখা আসেনা তবে আমি বলবো মন্দ লেখাতেই সমালোচনা করে আসুক...মতামত না জানালে লেখক বুঝবে কেমন করে যে তার লেখা অন্যের ভালো লাগলো না।
মতামত জানানোটা জরুরী... লেখা ভালো হোক আর মন্দ হোক।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯
আমিই মিসির আলী বলেছেন: হুম!
সেটা দেয়া দরকার ছিলো!
তবে ব্লগারগণ যে অলস হইয়া গিগাছে সেটা কিন্তু সত্যই।
নির্বাচিত পাতায় ট্রল করলে সেটা স্পষ্ট বোঝা যায়!
আর আমার কথাও তো এটাই!
ভালো হইছে খারাপ হইছে জানাবে তো!!! না কিছুই বলবে না!! শুধুই নিরব দর্শকের ভূমিকা পালন করে!!
এটা কি সিনেমা হল যে চুপ করে শুধু দেখে যেতে হবে! কিছু বলার আবশ্যকতা নেই!!
৬| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯
সুমন কর বলেছেন: ব্লগার'রা মন্তব্য করতে চায় না। আর কিছু নতুন ব্লগার আছে, তারা শুধু পোস্ট দিয়েই যায়। অন্য পোস্টে যাবার তাদের সময় নেই।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
আমিই মিসির আলী বলেছেন: ব্লগে যাদের এক্টিভিটি কম, তাদের লেখা নির্বাচিত পাতায় না দেয়াই ভালো! অনেকেই দেখা যায় মন্তব্যের জবাব দেয় না!! উনি কি হনুরে ভাব নিয়া ব্লগে আসার কি দরকার!!!
তারপর ও অধিকাংশ ব্লগারই এখন অলস হইয়া গেছে!
নিজ ব্লগের ডানে বামে হিট সংখ্যা এবং বয়সকাল দেখিয়া উনারা শূন্য উঠিয়া বসে আছেন!
৭| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২
কানিজ রিনা বলেছেন: কেন ভাই, যারা ঘরে বৌ বাচ্চা রেখে,
পরোকীয়া একের এক প্রেম ছারে আর
প্রেম ধরে, প্রেমে ব্যরথ কবিতার কবিতার
সুন্দর সুন্দর ব্লগ কবিতা দেয়। তারাতো
অনেক শান্তনার মন্তব্য পায়।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮
আমিই মিসির আলী বলেছেন: হিজিবিজি লেখা বুঝি নাই।
দুঃখিত।
তবে যা বুঝলাম " আপনে বলতে চাচ্ছেন যারা প্রেম বিরহের কবিতা লেখে তারা অনেক বাহবা পায় "
এই বাহবার কোন দাম নাই!
কবিতার দুই লাইন মন্তব্যর অংশে কপি পেস্ট করে অসাধারণ! চমৎকার! এসব মন্তব্য যারা করে তারা যে হিট ধান্ধায় ঘুরে সেটা নিশ্চয়ই বুঝেন!
আমার কাছে ঐ কবিতার কোন মূল্য নেই। না আছে ঐ মন্তব্যর।
৮| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
মধ্য রাতের আগন্তক বলেছেন: এই কয়দিনে মূলত একজন পর্যবেক্ষক হিসেবে ব্লগের যে কয়টা বিষয় উপলদ্ধি করলাম, তা হলো
১ : মন্তব্য পেতে হলে আপনাকে প্রচুর মন্তব্য করতে হবে। আর নইলে, আপনি যতই ভালো লিখেন না কেন, আপনার লেখা অপাংক্তেয়ই থাকবে।
সেইজন্য অনেক লেখা পড়ার পর আপনার অবধারিতভাবেই মনে হবে " আরে , কি বা.... ছাল লিখছে " অথচ দেখবেন ঐ লেখাটার উপরই 'মারহাবা - মারহাবা ' টাইপের মন্তব্য পড়েছে শতাধিক !
২: খুব কম সংখ্যক ব্লগারই অন্যের ব্লগ পড়ে , বা পুরো লেখাটা পড়ে তারপর মন্তব্য করে। দেখা গেল, আপনি কোন কালে তার ব্লগে কমেন্ট করেছিলেন, সেইজন্য সে ও দায় মেটাতে দুই - চার লাইন পড়ে তা থেকেই কিছু শব্দ তুলে মন্তব্য হিসেবে প্রকাশ করে দিল।
৩: প্রিয় লেখিকাগণ বিশেষ সমাদর পেয়ে থাকেন ;-)
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
আমিই মিসির আলী বলেছেন: লেখক বলেছেন: আপনার পর্যবেক্ষন শক্তি ভালোই।আমার ব্লগ শিরোনামে আপনার কথার শার কথাই লিখেছিলাম অনেক আগে পর্যবেক্ষণ করে। লেখিকাগণ তো সমাদর পাবেন ই।
খুব করে চাই ব্লগটা সুস্থ হউক।
৯| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
আবদুল্লাহ সাফি বলেছেন: গ্যাচাং গ্যাচাং ভালই লাগল
ধন্যবাদ
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭
আমিই মিসির আলী বলেছেন: এখানে ভালো লাগার কিছু কি ছিলো!!!!
ব্লগারদের ঘুম ভাঙ্গানোর এক ক্ষুদ্র চেষ্টা করলাম এই যা!
১০| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১
কালীদাস বলেছেন: ব্লগের বেহাল দশার মেইন কারণ হইল কমেন্ট না করা, দুনিয়ার রাইটার পয়দা হওয়া। কিছু লেখা আছে এইগুলার মধ্যে ফাইজলামি কমেন্ট করার কিছুও পাই না। আমার কি দুষ? নির্বাচিত পাতা আমি দেখিনা, আমার সবকিছু পয়লা পাতাতেই, কোইনসাইড হয় কিনা তাও চেকাই না।
আরেকটা জিনিষ, কমন টপিকের একশটা পোস্ট দেখলে কে পড়বে বলেন? একটা এক্সাম্পল দেই। মনে করে বেলা বারোটায় ভূমিকম্প হইল। পরের দুই ঘন্টা সমানে দুনিয়াটা আৎকা কাঁইপ্পা উঠছে গো, ভুমিকম্প, ভুমিকম্প!, শিরোনামে লেখার প্লাবন। এইগুলা বেশিরভাই কমেন্ট ছাড়া থাকে। এটলিস্ট কেউ যদি লেখে ভারতের ষড়যন্ত্রে সোনার বাংলায় আবার ভূমিকম্প, ভারত দেশটারে ছাড়খাড় কইরা দিল, তাইলে হয়ত পড়ার আর কমেন্ট করার ইন্টারেস্ট আসতে পারে
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০২
আমিই মিসির আলী বলেছেন: বাঙালি ইস্যু পাইলেই হলো!!!
মনের মাধুরি মিশাইয়া বাস্তব ইস্যুখানাকে রূপকথা বানাইয়া ছাড়ে!
তনু টপিকের উপরই শ 'খানেক লেখা পয়দা হৈতে দেখলাম, কিন্তু এরই ভিতরে যে আরো কত তনু শেষ হয়ে গেল সে খবর রাখলো না!!
মন্তব্য না করলে ব্লগ জমে কিভাবে!!
আর সবাই যদি এমন ঘুম যায় তাও কি মানা যায়!!!
ব্লগের বেহাল দশার সুস্থতা কামনা করি।
১১| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৫
রাজু বলেছেন: অামি কিন্তু সত্য কইতাচি, যেটা ভালো লাগে ওইটাতে মন্তব্য করি। ভাল লিখা গুলি আমার কাচে সর্বদাই ভালো লাগে।
আচ্ছা ভাউ জান!! একটা পরামর্শ দেনতো দেহী...ব্লোগ কৃর্তপক্ষ আমার লিখা প্রথম পাতায় দিবেনা বলছে, নতুনততো তাই কিছুই বুঝতে পারতাচি না। কি করলে আকার আগের মতো প্রথম পাতায় আমার পোষ্ট আবার দেখা যাবে....???
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
আমিই মিসির আলী বলেছেন: আপ্নের বেলায় এত দেরি করতাছে ক্যান সেটা তো জানি না!
বুদ্ধি : আপনার দৃষ্টিতে আপ্নার সেরা লেখা খানা ব্লগে ঝুলাইয়া দ্যান।
আর সুন্দর সুন্দর মন্তব্য করেন।
কর্তৃপক্ষ যদি খোশ হয় তাহলে আপ্নের কপাল অবশ্যই খুঁলবে।
১২| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৫
আরজু পনি বলেছেন:
মনিটরের ওপাশে কিবোর্ড চালাচ্ছে লেখক না লেখিকা তা বোঝা যায় কেমন করে ?
লেখিকা ধরে নেয়া হয়, বাংলাদেশে কমনলি মেয়েদের নাম যেমন হয় তা দেখে।
কিন্তু মধ্যরাতের আগন্তুকই না শুধু এই কথা আগেও কেউ কেউ বলেছেন... যে, লেখিকারা ভালো সমাদর পায়...এই টাইপ কথা।
লেখিকারা কি ভালো লেখেন না ?
নাকি সবই আউল ফাউল লেখেন আর তাতে সমাদর পান?
আর সমাদরতো আপনারাই করেন...।
সমাদর পাবার জন্যে যোগ্যতাও থাকা চাই...।
দু'দিন আগে আমার প্রোপিক আর খটোমটো নাম দেখে একজন সহব্লগার জিজ্ঞেস করেছিলেন আমি নারী না পুরুষ...
আমি জবাবে বলেছিলাম সামহোয়্যারইন-এ আমি "ব্লগার"।
ব্লগে ফিউশন ফাইভ, দূর্যোধন, ডিসকো বান্দর, চেয়ারম্যানরা কিন্তু পুরুষ ব্লগার ছিলেন তারা কিন্তু ব্যাপক সমাদর পেতেন।
"জুন" নামটা নারী না পুরুষ... তার চেয়ে উনার অসাধারণ পোস্টের কারণেই কিন্তু উনার সমাদর ।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮
আমিই মিসির আলী বলেছেন: ব্লগে কদর পাওয়ায় জন্য ভালো লেখাই যথেষ্ট ণয়। এটা কালের বিবর্তনে প্রমাণিত।
উনার দৃষ্টিতে লেখিকাগন কদর পান। এটা কিন্তু পুরোপুরি অসত্য নয়।
একটু পর্যবেক্ষণ করলেই সেটা সকলেই ধর্তে পারবে।।
এটা দূর্যোধনের ভাষায় বলতে গেলে " এক শ্রেণীর লুলীয় ব্লগার আছে তেনারা লেখিকার লেখার থেকে নারী নিকটার প্রতিই বেশি গুরুত্ব দ্যান। নিকের আড়ালে তেনারা অতি গুণধর রূপবতী কাউকে দেখতে পান। সুতরাং লুলদের কাজ তো লুলরা করবেই। "
১৩| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬
আরজু পনি বলেছেন:
দূর্যোধনের ভাষায় বলতে গেলে " এক শ্রেণীর লুলীয় ব্লগার আছে তেনারা লেখিকার লেখার থেকে নারী নিকটার প্রতিই বেশি গুরুত্ব দ্যান। নিকের আড়ালে তেনারা অতি গুণধর রূপবতী কাউকে দেখতে পান। সুতরাং লুলদের কাজ তো লুলরা করবেই। "
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
আমিই মিসির আলী বলেছেন:
১৪| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯
তার আর পর নেই… বলেছেন: এইখানে একটু আপত্তি করলাম। নারী গুরুত্ব পায় সেটা ঠিক নয়। পরিচিত নিক বেশি গুরুত্ব পায়। কিছু কিছু পরিচিত নিকের লেখা অবশ্যেই নির্বাচিত পাতায় থাকে, ভালো হোক আর খারাপ হোক।
আপনার নামটা বাংলা হইছে দেখে সেটা ভাল্লাগছে, সেটা দেখতে এসে এই পোস্ট পেলাম।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
কদর পাইতে পারে কোন সমস্যা নাই। ভালো লেখা, আর ভালো সবকিছুই কদর পাওয়া দর্কার।
মূল জিনিস লইয়া কিছু যদি কইতেন ...।
আমার নাম অনেক আগেই বাংলা হৈছে। তয় কোথাও মন্তব্য করলে সম্ভবত ইংলিশ নামটাই দেখায়।
১৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭
মুসাফির নামা বলেছেন: ব্লগে যাদের এক্টিভিটি কম, তাদের লেখা নির্বাচিত পাতায় না দেয়াই ভালো! অনেকেই দেখা যায় মন্তব্যের জবাব দেয় না!! উনি কি হনুরে ভাব নিয়া ব্লগে আসার কি দরকার!!!
তারপর ও অধিকাংশ ব্লগারই এখন অলস হইয়া গেছে!
নিজ ব্লগের ডানে বামে হিট সংখ্যা এবং বয়সকাল দেখিয়া উনারা শূন্য উঠিয়া বসে আছেন!
ব্লগের চেয়ে কমেন্টের উত্তরে আসল কথা গুলো চলে আসছে। তবে কিছু ব্লগার সিন্ডিকেটের মত।আবার কিছু আছে হনু, ভাল খারাপ কিছু একটা বললে মনে হয় পকেট খালি হয়ে যাবে।আমরা সমালোচনা করতে কৃপন হয়ে গেছি।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০২
আমিই মিসির আলী বলেছেন: ঠিকই ধরছেন।
ব্লগারদের এমন অলসতা দেখিয়া ভিজিটরগনও থমকিত!!
খুব করিয়া চাই ব্লগে প্রাণ ফিরে আসুক।
১৬| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৮
অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগে রম্য লেখক, জেনারেল লেখক, আড্ডা পোস্টের লেখক, কবি বহু ক্যাটাগরীর লেখক আছেন। যার যেখানে ভাল্লাগে সে সেখানে যায়। যারা আড্ডা দিতে পারেন এবং পরিচিত মুখ ( নারী বা পুরুষ ) তারা ফেবু স্ট্যাটাসের মতো এক লাইন দিলেও তাদের পোস্ট " আলোচিত পাতায় " স্থান নেয়। বলাই আছে তিন ঘণ্টা পর সেটা অটো চেঞ্জ হয়। আর ঐ পরিচিত মুখ একদিনে পরিচিত হয় নাই। ব্লগে নিজেকে পরিচিত করাইতে হইলে অন্যের ব্লগে কমেন্টাইতে হবে। এখন কথা হইলো আপনি কি ধরণের কমেন্ট কইরা পরিচিত হইবেন -
১। সবার পোস্টে এক ধরণের ঢালাও মন্তব্য দিবেন - অনবদ্য হয়েছে। ভালো লেখা। ভালো লাগলো পড়ে। ধন্যবাদ
২। ফ্লাডিং কমেন্ট করবেন। যেইটা ১ বা ২ বারে কমেন্ট করে বলতে পারবেন সেটা ৫/৭/৮/৯ বাড়ে গিয়া বইলা আসবেন। এবং ফাঁকে গল্প বা কথা বাড়াবার মতো করে কুশ্চেন রাইখা আসবেন
৩। লেখা বিষয়ক ব্যাপার নিয়া কথা বলবেন।
৪। তেল বাজি কমেন্ট করবেন
৫। আপনি কারো ব্লগ ভিজিট কৈরা আসবেন কিন্তু কমেন্টাইবেন না
৬। সাম্প্রতিক ইস্যুর বিপরীতে গিয়ে আউলঝাউল কথা লিখবেন
এবং
ইত্যাদি।
আগে আমি নির্বাচিত পাতায় উঁকি দিতাম। এখন রেগুলার দেই না। আগে অনুসারিত লিস্ট দেখতাম। এখন সেটাও হয় না। সুতরাং প্রথম পাতার সাম্প্রতিক মন্তব্য এবং সর্বাধিক পঠিত, মন্তব্য এই অংশটা দেখি।
সর্বাধিক লাইক প্রাপ্ত পোস্ট দেখতে গেলেও মনে হয় " একটা লাইক দিতে হবে দিয়া গেলাম "।
আর কতিপয় ব্লগার ব্লগারদের আইডেন্টিটি যদি মনে করে সে লেখক না "সে নারী" আর সে হিসেবে তাকে আসমানে তুলে দেয় তাহলে তার দায়ভার " যতটা না নারী ব্লগারের " তারচেয়েও বেশি সে দায় কমেন্টকারী পুরুষ ব্লগারদের।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২০
আমিই মিসির আলী বলেছেন: আপ্নে তো হিট ব্লগার হওয়ার তরিকা বইলা দিলেন।
এবার হিট প্রত্যাশীদের তরীকার অনুযায়ী চললেই হয়
লাইক পাইতাছে একটা লেখা সমানে! ঐখানে লাইক না দেয়াটাও দোষের
আমার কাছে ব্লগারের পরিচয় সে ব্লগার। নিকের থেকে লেখাটাইই আমার কাছে গুরুত্ব পায়। ভালো লেখা পাইলে নামটা চিনে রাখি। এই যা।
আর কোন ভেদাভেদে যাই না।
তবে নির্বাচিত পাতায় মন্তব্যের ধস দেখে হতাশ হইলাম!
এইরকম হলে নির্বাচিত পাতা না রাখাটাই শ্রেয়!
১৭| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৯
তাসলিমা আক্তার বলেছেন: আপনার পরিসংখ্যান দেখে হতাশিত হইলাম। এই যদি অবস্থা হয়!!! মিসির আলী সাহেব মন্তব্যে আবার সেই ঝামেলা। নারী পুরুষ নিয়া টানাটানি। মধ্য রাতের আগন্তুক এইডা কি কইলো?
সব নারী নিকই কি গুরুত্ব পাচ্ছে দেখার বিষয় সেইটা। যে নারীদের লেখা গুরুত্ব পাচ্ছে দয়াকরে যাচাই করুন তারা কি আসলেই ভালো লিখছেন না!
এইডা ঠিক, মন্তব্য না দিলে মন্তব্য পাওয়া যায় না। গিভ এন্ড টেকের মামলা যারা হিট খাচ্ছেনা বলে দুঃখ প্রকাশ করছেন তাদেরকে বলি, প্রিয় ব্লগার কইষ্যা একটা কিছু লেখেনত-দেখেন হিট খায় কিনা।
কালীদাস পন্ডিতের কথাটা ভালো লাগছে। একই বিষয়ে হাজারটা লেখা থাকলে পড়তে ত্যাক্ত লাগে।
মন্তব্য লেখার উৎসাহ যোগায়। অপরিচিত লেখক হলেও মন্তব্য করুন। যে ভালো করছেনা সে ভালো করার চেস্টা করবে আর যে ভালো করছ সে আরো ভালো করবে।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭
আমিই মিসির আলী বলেছেন: নারী পুরুষ নিয়া কিছু কয় নাই।
উনি উনার একটা পর্যবেক্ষণ আমার সাথে শেয়ার করলেন এই যা!
এই নিয়া তর্জমা আরজুপনির মন্তব্যের জবাবে পাবেন।
সবশেষে মন্তব্য লেখার উৎসাহ যোগায়, এবং মন্তব্য ছাড়া মন্তব্য পাওয়া যায় না এটা ঠিক বলছেন।
এ ব্লগে হায়! কে হীট হীনতায় ভুগিতে চায়!
১৮| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগিং-এ আগের চেয়ে অনেক ঢিলেঢালা ভাব চলে এসেছে, এটা অস্বীকার করা যাবে না। সামগ্রিকভাবে ব্লগের ভবিষ্যৎ তেমন উজ্জ্বল নয় বলেই আমার মনে হয়। কয়েকটি ব্লগ বন্ধ হয়ে গেছে। শব্দনীড় ব্লগ আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। কেন এমন হচ্ছে আমি জানি না। তবে অনুমান করি, ক্রমহ্রাসমান ব্লগিং এ্যাক্টিভিটি, ব্লগের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণ, ব্লগার হত্যা, ব্লগে মানসম্মত লেখা ও বিজ্ঞাপনের অভাব এবং ফেসবুকের প্রতি মাত্রাতিরিক্ত ঝোঁক ব্লগ গুলোর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে প্রকৃত ব্লগারদের পরিবর্তে অন্যেরা টুক টাক ব্লগিং করছেন, যারা ব্লগের লেখা পড়তে ও মন্তব্য করতে অনীহা বোধ করেন।
সময়োপযোগী পোস্টের জন্য ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০
আমিই মিসির আলী বলেছেন: ঠিকই বলছেন।
আর ফেসবুকটাই ব্লগের প্রাণহীনতার জন্য শতকরা ৮০ ভাগ দায়ী।
তবে এখন যারা ব্লগে আছেন তারা সবাই যদি নিজ অবস্থান থেকে চেষ্টা করেন তবে আমি আশাবাদী ব্লগ অবশ্যই আগের মতো সচল হয়ে উঠবে।
আর নির্বাচিত পাতায় লেখা দেয়ার ক্ষেত্রে ভালো লেখার সাথে অবশ্যই ব্লগারের এক্টিভিটি পর্যালোচনা করতে হবে। লেখা দিয়েই দুইদিনের জন্য উদাহ হয়ে যায়, এমন লেখা মোটেইই নির্বাচিত পাতায় দেয়া ঠিক না।
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
১৯| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
বিজন রয় বলেছেন: ব্লগে ভাল লেখক হাতে কয়েকজন।
২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
আমিই মিসির আলী বলেছেন: ভালো লেখক নিয়া তো সমস্যা নাই।
ভালো লেখক তৈরি করার প্রেরণা নিয়া সমস্যা।।
ভালো লেখার যথাযথ প্রসংসা এবং বাজে লেখার যথাযথ সমালোচনা করার মানসিকতা ব্লগারদের মধ্যে এখন আর দেখা যায় না!
সবাই শুধু ঘুমায়!
আর এটা তাদের ঘুম ভাঙ্গানোর এক ক্ষুদ্র প্রয়াস।
২০| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২১
আরজু পনি বলেছেন:
সকলের দৃষ্টি আকর্ষনের জন্যে স্টিকি, নির্বাচিত এই দুইয়ের পর আরেকটা আছে...আলোচিত পাতা ...আপনার পোস্টটা এখন আলোচিত পাতায় উঠে এসেছে ।
দেখা যাক কে কেমন মতামত দেন...অন্যদের মতামত দেখতে শুরু থেকেই পর্যবেক্ষণে রেখেছি এই পোস্ট।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪
আমিই মিসির আলী বলেছেন: আমিও চাই আলোচিত হোক, গভীর আলোচিত হোক।
প্রয়োজনে কঠোর সমালোচিত হোক।
তবুও খুব করে চাই ব্লগের রুগ্ন ভাবটা দূর হোক। ব্লগ আবার তার প্রাণ ফিরে পাক।
২১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২
আব্দুল্যাহ বলেছেন: ভালো লাগলেই যে মতামত দিবে এটা ঠিক না। কারণ অনেকেই অলস সময় পার করার জন্য ঢু মারেন, অনেকে এখন মোবাইল থেকেই নজর রাখেন। তাই এরা কেউ খুব দরকারি না হলে মন্তব্য করেন না।
আর কথা যখন ঢালাও মন্তব্যের, তখন বলব ব্লগ নিজের। সেখানে আপনি যা লিখবেন তা একান্তই আপনার, সেই ভাবনার সাথে খুব বেশী বিরতকিত কিছু না থাকলে আমি কি বলব? আর যখন কোন লেখা খুব বেশী মনে ধরে তখন তো কিছু লিখতেই হয় তাই 'ভালো লাগল' লেখাটি ছেড়ে আসি। তাতে কিছু না হলেও তার লেখনি প্রতিভা বাড়ার কাজে দিবে।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯
আমিই মিসির আলী বলেছেন: মতামত দিতেই হবে এমন কিছু নেই।
তবে যেহেতু এখন ব্লগের অবস্থা তেমন ভালো না। সকলেরই উচিৎ ব্লগের প্রাণ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করার।
কিন্তু তা না করে যদি অনলাইনে নীরব দর্শকের ভূমিকায় থাকে তাহলে কিভাবে কি করা সম্ভব!!
আমরা সাধারনত কোন কবিতায় কিংবা কোন কল্পিত গল্পে সংক্ষেপে " ভালো লাগলো " কথাটি লিখতে পারি। কিন্তু ব্লগে তো এ ছাড়া ও আরো অনেক কিছু নিয়ে লেখা হয়। সেখানে ও যদি এ ধরনের মন্তব্য করা হয় কিংবা কিছুই না বলা হয় তবে ব্লগ বাঁচবে কি করে!!!
ভ তে ভাল
প তে প্রথম হইলাম এসব নিয়াও তো ব্লগ চলে না।
২২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫
মধ্য রাতের আগন্তক বলেছেন: ব্যাখ্যা দেয়া জরুরি হয়ে পড়েছে।
আমি আমার মন্তব্যটা আবার আবার লিখছি ,
প্রিয় লেখিকাগণ বিশেষ সমাদর পায় ;-)
১: খেয়াল করে দেখবেন , আমি মন্তব্যের শেষে একটা দুষ্টামী মার্কা emoticon ( Twinkle type) জুড়ে দিয়েছিলাম। আমি স্রেফ মজা করার জন্যই শেষে ঐ লাইনটা জুড়ে দিয়েছিলাম। অত কিছু ভেবে আমি তা বলিনি, যা আপনারা এখন উদ্ঘাটন করছেন। আমি Funny reaction আশা করেছিলাম এই ব্যাপারে।আমি ভেবেছিলাম , ব্লগাররা সবসময় তাদের মুখে পান্ডিত্যপূর্ণ কঠোর ভাবটা ঝুলিয়ে রাখেনা। কিন্তু একি !
২: কেউ বিশেষ সমাদর পেতেই পারে, এটা তো নেতিবাচক কিছু না। সে তার যোগ্যতায় তা নিজের অনুকূলে নিয়ে নিয়েছে। ব্লগ তো আর ফেসবুক না । এখানে যারাই লিখছে তারা অবশ্যই যোগ্যতা নিয়েই লিখছে।অন্য বিবেচনায়, কিছু কিছু লুল টাইপের লোকের কর্মকান্ডের দায়ভার আপনারা নিবেন কেন?
৩ : আমি নিজেই জানি, আমি আহামরি কোন লেখক, কবি নই। তাছাড়া কে কি বলল,কে কি মন্তব্য করলো বা না করল - ঐসব নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। আমার বয়স নিতান্তই কম। সামনে অঢেল সময় পড়ে আছে লেখালেখি করার্। কিন্তু একজন পাঠক হিসেবে ভালো লাগে, যখন দেখি ভাল কোন লেখা সমাদৃত হচ্ছে । কিন্তু বিপরিত দৃশ্যে খারাপ লাগাই স্বাভাবিক।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩
আমিই মিসির আলী বলেছেন: মজার বিষয়টা হয়তো সকলে ধর্তে পারে নি।
আমি আমার দিক থেকে যা বুঝেছি সেভাবেই সকলকে ব্যাখ্যা করে দিয়েছি।
এ নিয়ে কথা বাড়ানোর দরকার নেই।
মূল টপিকে থাকাই বেটার।
২৩| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭
রিপি বলেছেন:
হা হা হা। পোস্ট এর চেয়ে মন্তব্যগুলি পড়ে আমি হাসতে হাসতে শেষ।
সহমত জানাচ্ছি। সবখানেই দেখছি রাজনীতি।
তবে আমার সবার লেখা পড়তে বেশ ভালোই লাগছে। আমি এই কয়দিনে অনেক কিছু শিখলাম সাথে এটাও শিখলাম সব ধরনের লেখাই পড়া দরকার। বিশেষ করে আমার মতো নতুনদের। তবেই না বুঝা যাবে ভালো মন্দলেখার পার্থক্যটা। সেটা হতে পারে প্রেমের কোন কবিতা, গল্প, হতে পারে রাজনীতি, হতে পারে সমসাময়িক বিষয় নিয়ে যেকোন লেখা। ভালো থাকবেন আপনিই মিসির আলি ..।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯
আমিই মিসির আলী বলেছেন: রাজনীতি আমাদের রক্তে মিশে আছে।
এথেকে বের হয়ে কিছু করার জো নেই।
অবশ্যই সবার লেখা পড়বেন।
ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেটাও জানাবেন।
কোন লেখা পড়ে যদি মনে হয় আপনার শুধু শুধু সময় নষ্ট হইছে তবে আচ্ছা করে বকে দিবেন। সময় অনেক মূল্যবান। ওটাকে ফাও কাজে ব্যয় করার কোন মানে হয় না।
সবশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন।
সুন্দরভাবে ব্লগিং করুন।
নিজে জানুন
এবং আমাদের ও জানান।
( এইরে..মন্তব্যর জবাব টা বেশ লম্বা হয়ে গেল
২৪| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো বিষয় তুলে এনেছেন। এই নিয়ে কথা বলা দরকার। দ্রুত ফিরে আসব সময় করে।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২১
আমিই মিসির আলী বলেছেন: অবশ্যই।
এসে একটা ভালো কিছু তুলে ধরবেন আশা করছি।
২৫| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩
গেম চেঞ্জার বলেছেন: বড্ড অবাক হই যখন দেখি যে, ব্লগাররা লগিন থেকেও মন্তব্য করেন না। যেমন এই মুহুর্তের পরিসংখ্যানঃ-
১০২ জন ব্লগার
৩৮৯ জন ভিজিটর
৭৫ জন মোবাইল থেকে
তনু ধর্ষন/হত্যাকান্ড, সেনাবাহিনী নিয়ে টানাটানি আর কিছু প্রাসঙ্গিক কথা
৫ টি মন্তব্য ৯৮ বার পঠিত ৪ like!
একটি নির্বাচিত পাতা এবং একটি ব্লগীয় রম্য!
৪৩ টি মন্তব্য ২৭৫ বার পঠিত ৫ like!
রেমা কালেঙ্গা : আর্তনাদ ও কান্নার শব্দ শুনতে পাই
১৫ টি মন্তব্য ১৯৯ বার পঠিত ৭ like!
তনু হত্যা এবং কিছু চুলকানি
৫ টি মন্তব্য ২৫৩ বার পঠিত ৪ like!
নির্বাচিত পাতাই সবচেয়ে বেশি পড়া হয়। এক্টিভিটি বেশি তাই এখানেই হবে। ১০০+ ব্লগার অনলাইনে থাকছেন অথচ ১টি করে হলেও মন্তব্য ১০০ হবার কথা।
আমি বলছি না প্রতিটি পোস্টে সবাই মন্তব্য করবেন। বরং আমি বলছি ১ দিনে নির্বাচিত পাতায় ১০ টি লেখায় অন্তত ১০০ টি মন্তব্য(উত্তর ছাড়া) তো থাকা উচিত! নাকি?
তার মানে গড়ে কমসে কম ১০*২ = ২০ টি থাকা দরকার ছিল। অথচ ২-৫ টি মন্তব্যও অনেক সময় দেখা যায় না।
নতুন পুরনো ইস্যু না। ইস্যু হলো, ফিডব্যাক দেয়ার ব্যাপারটা। আরে ভাই, মন্তব্য দিলে কি ভাব কমে যায়? জাতে ওঠা যায় না?
যদি তাই মনে হয় তবে ব্লগে আপনি যে একটা ভেড়া বৈ কিছু নন। যে নিজের বোধ নিয়া একা একা সুখ পায়।
ব্লগ ইন্টারেকশনে মন্তব্য খুবই গুরুত্বপুর্ণ একটি ব্যাপার। এটা বোধ করা দরকার সবারই।
আপনারে অনে ধইন্যবাদ এই টপিকটা তুলে ধরণের লাই....
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯
আমিই মিসির আলী বলেছেন: ব্লগে নাকি লাখ লাখ ব্লগার!
কিন্তু যতই জ্ঞান গর্ব মিশাইয়া পোষ্ট পয়দা করা হয় কোন সাড়া শব্দ নাই!
অনলাইনে অনেকেই সকাল সন্ধ্যা রাত বিরাতে দেখা যায়। এনারা অলটাইম এক্টিভ ব্লগার।
কিন্তু ব্লগে যে মন্তব্যের অভাবে দুর্ভিক্ষ চলতাছে সেইদিকে তাগো কোন নজর থাকবে না।
ঐ যে বলেছিলাম " কিছু ব্লগার ডান পাশের হিট সংখ্যা আর বামপাশের বয়স নিয়া এতই সন্তুষ্ট যে তেনারা নাকে শর্ষে তেল মেখে অনলাইনেই ঘুমায়া যায়।
দ্বিতীয় পরিসংখ্যান এবং সুন্দর বিশ্লেষনী মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২৬| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭
শায়মা বলেছেন: এই কারণেই নির্বাচিত পাতা থাকারই দরকার নেই। অযথা মনোমালিন্য বাড়ায়।
যার যা খুশি তাি লিখবে। লেখা অশ্লীল, অন্যের পিছে লাগা, কুরুচিপূর্ন না হলেই হলো। লিখতে লিখতেই একদিন অনেক ভালো রাইটার হবে হয়তো!
তা না নির্বাচিত পাতায় এর লেখা কেনো? ওর লেখার কি যোগ্যতা আছে এসব বললে যাদের লেখা সেখানে নির্বাচিত হয় তাদেরও তো কষ্ট লাগে ভাইয়া। নির্বাচিত তো লেখকরা নিজের ইচ্ছা করে না, করে মডু ভাইয়া আপুনিরা। কাজেই যারা লিখে মন্তব্য পেলোনা তাদের তো দোষ নাই। সব দোষ নির্বাচকদের!!!!!!! আর কে মন্তব্য দেবে কি দেবেনা সেটাও তাদের ব্যাপার। জোর করে মন্তব্য দেওয়ানো যাবে নাকি কাউকে!!!!!!
আর আলসা হলেই বা কি আর করা। আলসারের ওষুধ আছে কিন্তু আলসামীর ওষুধ কি ভাইয়ামনি!!!!!
রাইট আ প্রেসক্রিপশন প্লিজ!!!!!!!!
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২
আমিই মিসির আলী বলেছেন: এ্যাই,
কে কোথায় আছিস! বিদ্রোহী শায়মা আপুকে বন্দি কর .
যার যা খুশি তা লেখার জন্য বাজারে খুুবই ভালো দরে খুবই উন্নত মানের ডায়েরি পাওয়া যায়। ঐখানে মনের আবেগ আর চুউক্ষের জল মিশাইয়া যা তা লিখলে কোন সমস্যা নাই।
কিন্তু এটা একটা জনপ্রিয় ব্লগ। এখানে নিজের টেকা খর্চ করিয়া কেউ কি যা তা লেখা দেখিতে আসে!!
আর নির্বাচিত পাতায় যাদের লেখা আছে তাদের সমালোচনা করি নাই। করেছি ঘুমন্ত অনলাইন ব্লগারদের। ঘুমানের যদি এতোই শখ হয় বিছানায় গিয়ে ঘুমালেই হয়, অনলাইনে আমি কি হনুরে সাজবার কি দর্কার!! তেনারা আছেন দেইখ্যা তো অনেকে পোষ্ট পয়দা করেন। কিন্তু তেনারা যদি এমন নিরব দর্শক হোন তবে হয় কি করে!!
আছে! ঔষুধ আছে
তবে আগে স্বীকার করতে যারা অনলাইনে ঘন্টার পর ঘন্টা থেকেও নির্বাচনে জয়যুক্ত কোন লেখায় কোন মন্তব্য করে না " তারা রোগী " তারা জিরাফ "
২৭| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২
অন্তঃপুরবাসিনী বলেছেন: নির্বাচিত পাতায় খুব কম যাওয়া হয়।
আমি নিজেকে খুব নিন্মমানের লেখক মনে করি। আমার ব্লগে অন্য কেউ কমেন্ট করবে তা নিয়ে আশা একেবারে তলানিতে। কিন্তু অন্যের ব্লগে নিজের মন্তব্যের উত্তর খুব আশা করি। যে জিনিসটা দেখতে আমি মাঝে মাঝে নোটিফিকেশনের আশায় বসে থাকি না। বার বার তার ব্লগে যায়।
আর যখন দেখি ৩-৪দিন পরও প্রতিমন্তব্য নেই। তখন মনে হয় আমার হয়ত খেয়ে দেয়ে কাজ কাম কম তাই মন্তব্য করেছি। আর পোষ্টদাতা অন্য কাজে ভীষণ ব্যস্ত,তাই পোষ্ট দিয়েই নিজের কাজে লেগে গেছেন। উত্তর দেয়ার টাইম নাইক্কা।
এখন অনেক পোষ্টে মন্তব্য না করে ফিরে আসি যখন দেখি পোষ্টদাতা আগের মন্তব্যের উত্তর দেননি।
আর সামুতে ধন্যবাদ বাটন চালু করলে মন্দ হয় না। পোষ্ট দাতার চারটা অক্ষর লেখার থেকে একটা বাটন ক্লিক করলে অনেক সময় বাঁচবে।
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২
আমিই মিসির আলী বলেছেন: আপনার দুঃখে আমিও দুঃখী!
মাঝে মাঝে বিলগেটস ব্লগারদের লেখায় মন্তব্য করে মন্তব্যের জবাব পাই না!
তখন মাম্মি কইয়া একটা চিৎকার দিতে মন চায়
সমস্যা পর্যবেক্ষনের পর আপনার যে পদক্ষেপ তা অসাধারণ!!!
আমরা বিলগেটসদের মন্তবহীন করে মারবো তারা আমব্লগারদের কি ভাবছে!!
এমন সিস্টেম যদি চালু হয় আর কেউ এ তরিকায় ধন্যবাদ দেয় আমি তারে ব্লকাইমো।
আর শেষ মেশ একটা কথা "
নির্বাচিত পাতায় যাবেন, মন্তব্য অবশ্যই করবেন; তবে লেখকের এক্টিভিটি দেখে মন্তব্য করবেন। যেন লেখক সাহেব মন্তব্য দেখে তেলে বেগুনে জ্বলে উঠে হলেও মন্তব্যর জবাব দিতে বাধ্য হয়।
আপনার অতি চমৎকার মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
২৮| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯
সকাল রয় বলেছেন: অনেক বিনোদন পেলাম অনেকদিন পর। এখন লিখি কম। মন্তব্য করি তারচে কম। পড়ি তারচে কম
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪
আমিই মিসির আলী বলেছেন: তাও ভালো।একেবারে তো থেমে যান নাই।
তা এমন হওয়ার কি কারন!!
বয়সের দোষ নাকি অন্যকিছু??
২৯| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১
নীলপরি বলেছেন: আপনার পোষ্ট আর তার মন্তব্যগুলি পড়ে দারুন লাগলো । আলাদা করে নির্বাচিত পাতায় যাওয়া হয় না । তবে সামগ্রিকভাবে সামু আমার সদর্থকই লাগে ।
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
নির্বাচিত পাতাকে যেহেতু গুরুত্ব সহকারে দেখা হয় সেহেতু তার বেহাল দশা নিয়া লেখাটা দিলাম।
এ আর কি!
৩০| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কাজী মেহেদী হাসান। বলেছেন: শ্রদ্ধেয় মিসির আলি সাহেব। আপনার তালিকায় 'বিবর' শিরোনামের কবিতাটি দেখলাম। ওটা আমার। নিজের লেখা সম্পর্কে খুব উচুধারণা আমার নেই। আবার ফেলেও দিতে পারি না। যতদুর মনে পড়ে আপনিও সেখানে মন্তব্য করেছেন। জানি না সেটা মুগ্ধতার নাকি 'মন্তব্য করতে হয় বলেই মন্তব্য'।
আপনার কথা ঠিক। অন্তত কবিতার ক্ষেত্রে। গল্প বা প্রবন্ধ সম্পর্কে আমার জ্ঞান সীমিত যেহেতু। সামুতে মোটামুটি ৫-৬ বছর ধরে আছি। এখানে হিট পোষ্ট মানে আড্ডা পোষ্ট। এখানে আশি পার্সেন্ট কবিতাই নিম্নমানের। কিংবা ভালো লেখাও খুঁজে নিতে পাঠকের আগ্রহ শূন্যের কোঠায়। এখানে মুখ চেনাচেনি একটা ব্যাপার আছে। সব ব্লগেই থাকে। তাই মন্তব্য কম পড়ে। আমি অনেক দুর্দান্ত কবিতা দেখেছি সামুতে যেগুলোতে মন্তব্য এভারেজে ৩-৪ টা। এই দায় কার কাঁধে ফেলবেন?
আপনি যেহেতু গড়পড়তা একটা হিসেব দিয়েছেন তাই মানছি আপনার কথা। কিন্তু এর মাঝেও ভালো লেখা আসে, যেটা স্টিকি হবার যোগ্য কিন্তু বড়জোর ২০-৩০ বার প্রদর্শিত। সাথে ২-১ টা মন্তব্য। অন্যদিকে কিছু ফালতু পোষ্টে হাজারবার পদধুলি পড়ে, মন্তব্যেরও ফুলঝুড়ি। কী বলবেন?
আমার মনে হয় এই দায়টা ব্লগারদেরই বেশি। প্রথমত ভালো লেখা খোঁজার আগ্রহ, সেই সাথে ভালো লেখা চেনার ক্ষমতা থাকা জরুরী। তারপর সেগুলোকে সামনে আনা। দেখবেন নির্বাচিত পাতাটা সত্যিকার অর্থেই 'নির্বাচিত পাতা' হয়ে উঠেছে
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
আমি শুধু আপ্নার লেখাটাই তুলে ধরেছি পরিসংখ্যানটা দেখাতে!
যে একটা লেখা নির্বাচিত পাতায় থাকার পরও এবং ব্লগে ৮৮ জন ব্লগার থাকার পরও কেন নির্বাচিত পাতার লেখায় মন্তব্যের এমন দশা!!
খারাপ লেখা হলে তো আর নির্বাচিত পাতায় স্থান পেত না।
আর আমার মন্তব্য মুগ্ধতা থেকেই। হিট উদ্দশ্য থেকে না।
আমি ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার সাহস নিয়েই ব্লগিং করছি।
নিজের টাকা তার চেয়েও বড় কথা সময় নষ্ট করে কারো অযথা গুণগান গাইতে আসি না।
ভালো লেখা পড়তে আসি। পড়া শেষে মন্তব্যও করি।
ব্লগার গণদের ভালো লিখতে পারে এমন গুণ থাকলেই তো চলবে না। পাঠক ধরে রাখার গুণটাও থাকা জুরুরি।
একটা ভালো লেখা দিলেন কিন্তু ব্লগারদের মন্তব্যের জবাব দিলেন না এতে করে তো পাঠক থাকবে না।
আর ফালতু লেখায় হাজার ব্লগার আসে না। ব্লগাররা এত ছেঁছড়া না। ব্লগাররা অবশ্যই জানে কোথায় যাওয়া উচিৎ আর কোথায় যাওয়া অনুচিৎ।
আসলে কিছু ব্লগার অধিক হিটে পাংখা হইয়া গেছে! আর কিছু হিট হয় না ক্যান সেই শোকে পাথর! আর কিছু চিরকালই ঘুমবাবু, সর্বত্রই ঘুম তাদের।
যাইহোক,
আমি চাই ব্লগ সুস্থ হোক। রুগ্ন ব্লগ দেখতে চাই না।
নির্বাচিত পাতায় একটা লেখা খারাপ হইছে না ভালো হইছে তা জানাক। ব্লগের প্রাণ ফিরে আসুক
৩১| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
কাজী মেহেদী হাসান। বলেছেন: আরজুপনি বলেছেনঃ আর কেউ যদি মনে করে ভালো লেখা আসেনা তবে আমি বলবো মন্দ লেখাতেই সমালোচনা করে আসুক...
আমি এই কথাটাকে খুব সমর্থন করি। ব্লগাররা এই সাহসটা দেখাক অন্তত।
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
আমিই মিসির আলী বলেছেন: উনার কথা আর আমার কথা একই সুতোয় গাঁথা।
৩২| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
কালনী নদী বলেছেন: সামু সম্পর্কে শোনে ছিলাম অনেক আগেই! এক বন্ধুর কাছ থেকে সে আমাকে পড়ার জন্য সাজেস্ট করেছিল এরপর মাঝেমধ্যেই ডু মেরে যেতাম। তারপর ব্লগ নিয়ে মার্ডার হবার পর অনেক আলোচনার সূত্রপাত হয়! বিশেষ করে ইসলাম ধর্মকে নিয়ে, তাই বোধ করি বছরান্ত হবে আমিও ব্লগে দাখিল হই নতিান্ত দর্শক ও পাঠক হিসেবে। অনেকের সুন্দর সুন্দর লেখা দেখে নিজেরও অনেক সময় লিখতে ইচ্ছা করে, তাই ছোট করে যাস্ট নিজের মনের ভাবটা্ প্রকাশ করতে থাকি, কয়েকটি পোস্ট অনেক দির্ঘায়িতও হয় যা পরে কিচু সংগত কারনে ডিলেট করে ফেলি, মাঝে মধ্যে খারাপও লাগে হারিয়ে ফেলা লেখাগুলার প্রতি।
আমি অনেক আগে থেকেই ফেসবুকে এক্টিব, আর ইংরেজির প্রতি বিশেষ একটা টান সবসময় কাজ করত, আর এ ক্ষেতেও বিদেশিদের সাহায্যও অনস্বীকার্য!
প্রথমদিকের লেখার সময় আমি এতটা সচেতন ছিলাম না যে আরেকজনকে গুরুত্ব দিতে হয় আর অন্যের লেখা প্রায় পড়া ভুলেই গেলাম। এরমধ্যেই চলে নির্বাচনি পাতা ও প্রথম পাতায় ডু মারা। কয়েকজন পুরানো ব্লাগার ভাইদের বেশি না দু, একটা কমেন্ট পরের দিকে যা দুই একটা লিখি তাদের উতসাহের ফলে।
তাই নিজেকে এখনও পাঠক হিসেবেই পরিচিত রাখতে পছন্দ করি, সহযে সমালোচনায় যেতে পারি না যদি না কারও প্রতি তা কষ্ঠকর হয়। বোসদের লেখা পড়ি, তাদের সাহস ও সততা যে পুরুষ থেকে কতটা প্রখর তাদের লেখনীতেই প্রকাশ পায়।
আমার এতটা লিখার উদ্দেশ্য হচ্ছে আমি সামু তে দাখিল হবার পর ফেসেবুক ব্যবহার অনেকটাই কমিয়ে দিয়েছি, প্রায় ছয় মাস নিজের আইডিই ব্যবহার করি নি। এর একমাত্র কারণ সামু আর আপনারা সিনিয়র ভাইদের অকৃত্রিম সাহিত্য।
আর যাই হোক ফেসবুকের মতনত আর অটো লাইকের ব্যবসা চলছে না, হা কিছু ভাই লেখাতে আগ্রহ পাবার উদ্দেশ্যে একই বাক্য ব্যবহারকরে কমেন্ট করে নিজের জানান দিচ্ছেন। এটা সবাই বোঝতে পারেন, এমনকি কয়েকদিন পর সেও ব্যাপারটা ধরতে পেরে কমেন্টে বৈচিত্রতা নিয়ে আসেন।
আর যেটা নির্বাচনি পোস্টের ব্যাপার সেখানে কতৃপক্ষের হাত তাই আশা করি উনারা এ ব্যাপারে সচেতন হবেন।
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
আমিই মিসির আলী বলেছেন: আপনার সুবিশাল মতামতের জন্য ধন্যবাদ।
আপনার শব্দ চয়ন এবং বানান এলোমেলো থাকার কারনে মন্তব্য পড়তে আমার একটু কষ্ট হয়েছে।
ফেসবুক আর ব্লগ পুরোপুরি ভিন্ন জিনিস। সহজে কথায় ঐখানে যা চলে এখানে তা চলে চলে না।
সামুর সাথে যারাই সম্পৃক্ত আশাকরি তাদের লাভ অবৈধ কোন ক্ষতি হচ্ছে না।
আসলে নির্বাচিত পাতায় যখন লেখা যায় তখন ব্লগে যেপিরমাণ এক্টিভ ব্লগার দেখা যায় ঐ লেখায় ততটা আগ্রহ দেখা যায়! এটা কি শুধু আলস্য নাকি অহংকার বোধ তা আমি কৈতারিনা !
আমি জানি হেরা ঘুমায়, হেরা ঘুমবাবু "
ব্লগের প্রাণ ফিরে আসার জন্য তাদের জাগ্রত হওয়া জুরুরি।
৩৩| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২
কাবিল বলেছেন: হুম, যথেষ্ট বলেছেন- ভাব্বার বিষয়।
তবে, আমার মতামত অনুযায়ী ব্লগে বেশির ভাগই ১০০+ অনলাইনে থাকে। এর মধ্যে কিছু ব্লগার লগইন থাকা অবস্থায় অন্য সাইটে কাজ করে, কিছু ব্লগার নিজের লেখালেখিতে ব্যাস্ত থাকে আবার কিছু ব্লগার আছে পোস্ট করে যাবে অন্নের ব্লগে ভুলেও যাবে না। এগুলো বাদ দিয়ে গরে ১০০ ধরলাম মনে করি। এই ১০০ ব্লগার যে সব সময় থাকে কিন্তু তা না। কেউ লগ আউট হচ্ছে আবার কেউ লগইন হচ্ছে। ব্লগে কয়েক জন নিয়মিত ছাড়া বেশির ভাগই ২-৩ ঘন্টা ব্লগিং করে। একজন ব্লগার একটি পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করতে হলে এই সময়ের মধ্যে ৫-৮-১০ এর বেশি হয়ার কথা না। এবার ধরুন একজন ব্লগার গড়ে ১০ টি করে মন্তব্য করল। ১০০ জন ব্লগার ১০০০ মন্তব্য। ১০০ জোনকে ভাগ করে দিলে ১০ টির বেশি পায় না। যদি কেও বেশি পায় অন্নের কমে যাবে।
নির্বাচিত পাতা নিয়েও অনেক কথা হচ্ছে। আমি মনে করি নির্বাচিত পাতার দকার আছে। নির্বাচিত পাতা থেকে পোস্ট গুলি ধিরে ধিরে সরে যায়। শুধু যদি প্রথম পাতা থাকে তাহলে হাবি জাবি পোস্টের কারনে ভাল পোস্ট গুলো দ্রুত হারিয়ে যাবে। এখন কথা হচ্ছে নির্বাচিত পাতায় কোন পোস্ট গুলো যাবে সেটা মডুদের ব্যাপার।
কিছুদিন হল আলোচিত ব্লগ সাইট দেখছি, সেখানে বলা হয়েছে- আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।
এ জন্য মডুদের সাদুবাদ জানায়।
আমি যেটা মনে করি ব্লগে উপস্থিত হার কম সেই সাথে মন্তব্য করার মানসিকতাও হ্রাস পেয়েছে।
সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। এমন মাঝে মধ্যে কোন না কোন সমস্যা তুলে ধরলে আলোচনার মাধ্যমে একটা সমাধান পাওয়া যাবে।
ধন্যবাদ আপনাকে।
২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
আমিই মিসির আলী বলেছেন: গণিতের যে হিসাবটা দিলেন ঐটাও যুক্তিযুক্ত।
কিন্তু দিন শেষে এমনকি দিন পার করেও যখন দেখা যায় নির্বাচিত পাতায় একটা লেখা পাঁচ ছয়টা মন্তব্য নিয়ে পড়ে আছে তখন বেশ খারাপ ই লাগে। আমার লেখা নয় তারপর ও আমার খ্রাপ লাগছে আর যাদের লেখা তাদের নিশ্চয়ই আরো বেশি খ্রাপ লাগে।
একজন লেখক একটা লেখা লিখতে অনেক শ্রম এবং মেধা ব্যয় করেন। কিন্তু সহব্লগাররা যদি তা গুরুত্বই না দেয় তবে কষ্টটা একটু বেশিই লাগে।
সবশেষে, ব্লগে এখন যারা আছে তারা যদি একটু আন্তরিক হয় তাহলে আমি মনে করি ব্লগ আবার জেগে উঠবে, ব্লগের এই রুগ্ন দশা দূর হবে।
৩৪| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
কালীদাস বলেছেন: আমি জানিনা আপনি কবে থেকে ফার্স্ট ব্লগিং শুরু করেছেন এই ব্লগে। রিডার, রাইটারদের মধ্যে নরমাল কম্যুনিকেশনে একটা কালো চাপ্টার ছিল ২০১১ সালের ব্লগিং চাপ্টারটা। ঐ বছরে অনেক মেধাবি ব্লগার পুরাপুরি অফলাইনে চলে যায় বা অন্য ব্লগে চলে যায়। নতুন যারা ঢোকে ঐবছর বেশিরভাগই ছিল জাস্ট রাইটার, কোন পোস্টে ঢুকলেও কমেন্ট করত না কখনও। ২০১১ এর লাস্ট থেকে পিঠ-থাবড়ানো বেশ কিছু সিন্ডিকেট ফর্ম করা শুরু করে, যারা নিজেদের সিন্ডিকেটের এবং পছন্দের ব্লগারদের পোস্টে কেলানো কমেন্ট আর নাহলে সারমর্মহীন পিঠ থাবড়ানো কমেন্ট করে আসত। ২০১২ বা তার পরে যারা এসেছে, অনেকেই ব্লগের ইন্টারএকশন বলতে ঐ মেকি প্রাণহীন "ভাল হয়েছে", "সুন্দর হয়েছে" টাইপের কমেন্টই বুঝেছে। একটা লেখা পড়ে প্রোপার ফিডব্যাক জিনিষটা নেই বললেই চলে অনেক ব্লগারের জন্য। সমালোচনা একটা সৃষ্টিকে আরও শার্প করে, সেটার কোন গরজ এখনকার কমেন্টারদের মধ্যে তেমন একটা দেখিনা বললেই চলে। ব্লগে সবার সাথে ভাল সম্পর্ক (বা ক্যাঁচাল থেকে দূরে থাকার) রাখার জন্য এই ঢোড়া সাপের মত কমেন্ট কোন কাজেই আসে না।
এটার জন্য ফেসবুকের ভূমিকা আছি বলে আমি মনে করি। ঐ জায়গাটা আমি দেখতে পারিনা, তবে যতদূর শুনেছি ঐখানকার সেলিব্রেটি(!) টাইপের লোকজন সম্পর্কে; অনেক ব্লগারের মাঝে সেটার ছাপ দেখি ২০১১ থেকে। কারও সাথে কথা নেই, নিজে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছে।
আমি পারসোনালি কমেন্ট করতে পছন্দ করি, কারণ আমার লেখার (সত্যি বলতে কি লগইনেরও) সময় নেই এবং আমি অলস ব্লগার ২০১১ থেকে এমন কিছু পোস্ট এত বেশি দেখি যেগুলাতে কোন কমেন্ট করারও কিছু নেই। তারপর ধরেন স্কিপ করে কমেন্টের রিপ্লাই দেয়ার গাঁ জ্বলানো নেচার তো অনেকেরই আছে, এরা সবাই অবশ্য সেলিব্রেটি না।
ধুর!
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!
দেখতে আমাদের মতোই।।
একটু ভাব নিয়ে চলে আর ভাবওয়ালা কথা বলে।
আর আমরাই ধরে ধরে তাদের সেলেব্রিটি বানিয়ে দেই!!
কালো অধ্যায় থাকবেই। এতো বিশাল একটা ব্লগ হিস্টোরি থাকবে না তা হয় নাকি!
কিন্তু বছরে বছরে তো অনেক ব্লগার যুক্ত হচ্ছে ব্লগের সাথে। দিন দিন ছিলো ব্লগের প্রাণচঞ্চল হওয়ার কথা। কিন্তু হচ্ছে এর উল্টো!! দিন দিন ই যেন ধস নামছে!!
ব্লগের ধসের পিছনে ফেসবুক ও একটা বড় কারন। তবে এর চেয়ে বড় কারন অধিকাংশ ব্লগারের নীরব ভূমিকা পালন করা।
এখন নির্বাচিত পাতায় যেসকল লেখা আসে ঐগুলো তো একটু ভালোর কাতারে আছে। হয়তো একই টপিকে অনেকেই লেখে তবে লেখার একটা ভেরিয়েশন তো থাকে।
সেই সাধের নির্বাচিত পাতার বেহাল দশা দেখলে অনেক দুঃখ লাগে।
৩৫| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
পুলহ বলেছেন: আমি ব্লগ জগতে এখনো প্রায় নতুনই বলা যায় (এক বছর হয় নাই এখনো), তাই আমি আগের ব্লগের সাথে এখনকার ব্লগ তুলনা করতে পারি না। আর আপনার এই পোস্টের উদ্দেশ্য যদি আমি ঠিক ধরে থাকি, তবে সহজ ভাষায় সেটা হচ্ছে- 'নির্বাচিত পোস্টগুলোতে আরো বেশি মন্তব্য আসা উচিত।'
ব্যাক্তিগতভাবে আমি ব্লগ থেকে সাধারণত লগ আউট করি না, কিন্তু তার মানে এই না যে সর্বক্ষণ ব্লগেই থাকি। সে ক্ষেত্রেও খুব সম্ভব আমাকে অনলাইন দেখাতে পারে। সুতরাং অনলাইন থাকলেই তিনি ব্লগের উপর নজর রাখছেন- এমনটা তো না ও হতে পারে।
দ্বিতীয়ত, প্রত্যেকেরই নিজস্ব কিছু কমফোর্ট জোন অথবা প্রিয় বিষয় থাকতে পারে। আমি যেমন ভ্রমণ পোস্ট সাধারণত আগ্রহ নিয়ে পড়ি, আবার কবিতা অনেক ক্ষেত্রেই ওরকমভাবে পড়া হয় না। এখানে তাহলে আরেকটা সাবডিভিশন চলে আসে, এবং মন্তব্যকারীর সংখ্যা কমে যায়।
তৃতীয়ত, আমি চেষ্টা করি- একটা পোস্ট পড়লে যত্ন এবং দরদ নিয়ে সেটাকে পড়তে। তাই দেখা যায় সেখানেও একটা বড় সময় চলে যায়। যদি শুধু একটা দায়সারা মন্তব্য দেয়ার উদ্দেশ্য আমার থাকতো- সে ক্ষেত্রে হয়তো ঐ একই সময়ে তিন/ চারটা পোস্ট পড়ে তাতে কমেন্ট করে ফেলা যেতো।
উপরে যা যা বললাম- সবই আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা/ উপলব্ধি। তবে বিষয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একটা ভালো লেখায় পাঠকের গঠনমূলক মন্তব্য কম থাকলে নিশ্চিতভাবেই খুব খারাপ লাগে। একজন অতি সামান্য লেখক হয়েও আমার যে আফসোসটা হয়- 'ইশ! আমার এই সন্তানটাকে কেউ একটু যত্ন নিয়ে পড়ে দেখল না'-- বড় লেখকদের বেলায় সে দুঃখবোধ আরো অনেক তীব্র হবারই কথা!
ভালো থাকবেন !
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১০
আমিই মিসির আলী বলেছেন: গুরুত্বপূর্ণ মন্তব্যর জন্য ধন্যবাদ!
আপনি ঠিক আছেন।
মূল পয়েন্টটাই ধর্ছেন।
আমি ব্লগে যেটা দেখাইলাম ঐটা একটা পরিসংখ্যান! ব্লগ যে প্রায় ধ্বংসের পথে এটা তো নিশ্চিত।
ব্লগের প্রাণ ই তো হইলো মন্তব্যের পিঠে মন্তব্য! কিন্তু এমন মানসিকতা এখন ব্লগারদের তো দেখাই যায় না।
আর বড় লেখক আর ছোট লেখক বলে কথা না।
একজন বড় লেখকের থেকে ছোট লেখকের কষ্টটাই বেশি।
যে রোজ তিন বেলা খায় তার একবেলা কম হলে সমস্যা হয় না। কিন্তু যে রোজ একবেলা কিংবা দুইদিনে একবেলা খায় তার যদি ঐ বেলায় খাওয়া না থাকে তবে কষ্টটা তারই বেশি হবে।
আমি যেটা চাই ব্লগাররা আরেকটু আন্তরিক হোক।
৩৬| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
জুন বলেছেন: আমি যতটুকু সময় ব্লগে থাকি অন্যদের ব্লগ পড়ি এবং মন্তব্য করার চেষ্টা করি। এর মাঝে নতুন, পুরনো, সেলিব্রিটি নন সেলেব বলে কিছু নেই। আর এটা আমার মন্তব্য করার সংখ্যা দেখেই কিছুটা আন্দাজ করতে পারবেন। তবে ব্লগার কালীদাসের মত বলতে চাই যারা সে নতুন পুরনো যেই হোক মন্তব্যের উত্তর না দেয়া বা স্কিপ করে তাদের লেখা থেকে আস্তে আস্তে সরে আসি। কেন জানি মনে হয় উনি আমাকে বা আমার মন্তব্যকে পছন্দ করছে না। তাই আর বিরক্ত করতে যাই না। আমার মনে হয় প্রাসঙ্গিক মন্তব্য আদান প্রদানের মাধ্যমেই ব্লগ জীবন্ত হয়ে ওঠে মিসির আলী।
ভালোলাগলো আপনার পোষ্ট।
+
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৯
আমিই মিসির আলী বলেছেন: আপনার গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য ধন্যবাদ।
যারা মন্তব্যের জবাব দেয় না তাদের লেখায় মন্তব্য না করাই শ্রেয়।
আমার কথা ঐটাই ব্লগে থাকলে মন্তব্য করা তো উচিৎ। ঘন্টার পর ঘন্টা কেউ ব্লগে থাকলো। কষ্ট করে লেখা পড়লো কিন্তু আলসামি কিংবা ভাব ধরে মন্তব্য করলো না!! এভাবে তো ব্লগ সচল থাকে না।
অচল ই হচ্ছে।
৩৭| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
আরজু পনি বলেছেন:
অনলাইনে থাকা ব্লগাররা ঘুমায় কিনা জানিনা...
তবে আজকে অনেক ঘন্টা ধরে আমি অনলাইনে কিন্তু ঘুমাচ্ছি না।
ব্যস্ত সময় কাটাতে হচ্ছে...
এর মধ্যেই লুকিয়ে ব্লগে ঢু দিয়ে যাচ্ছি মানে দেখছি কী আসছে পোস্ট...কিন্তু পোস্টগুলোতে মন্তব্য করার সময় কারো চোখে পড়ে গেলে বলবে এতো ভেজালের মধ্যে পনি এখন ব্লগে ।
কাজেই মন্তব্য করার রিস্কে যাচ্ছি না।
কাজেই অনলাইনে থাকা অনেকেই আছেন যারা হয়তো ব্লগকে ভালোবেসে অনলাইনে থাকেন, পড়েন কিন্তু ব্যস্ততায় মন্তব্য করতে পারেন না।
আরো কিছু মনে হলে বা পরিস্থিতি সামনে এলে বলবোনে...
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৩
আমিই মিসির আলী বলেছেন: আপনি নিঃসন্দেহে একজন দায়িত্বশীল ব্লগার।
তবে আমিও দীর্ঘদিন পর্যবেক্ষন করেই টপিকটা তুলেছি।
আপনে হয়তে কাজে ফাঁকি দিয়া ব্লগিং করছেন, মন্তব্ কেউ দেখলে সমস্যা হতে পারে বলছেন! কিন্তু বাকীরাও কি এমন সমস্যায় আছে?
৩৮| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
জিয়ানা বলেছেন: আমার মতে,একজন ব্লগার নানা বিষয়ে; যেমন,সাম্প্রতিক ঘটনা,সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে নানা ভাবে নিজের মত প্রকাশ করেন সুন্দর একটি পোস্টের মাধ্যমে। কখনও সেটা হতে পারে গল্প, আবার কখনও কবিতার মাধ্যমে। ব্লগার রা নিজের ভাবনা-চিন্তা,গল্প,কবিতা সব লিখেন। ব্লগে সবধরনের লেখা প্রকাশ ঠিকই হয়,কিন্তূু দুঃখজনক ভাবে ভাল লেখা গুলো অনেক সময় যেন পাত্তাই পায় না। তার উপর রয়েছে অনেক ব্লগারদের আলস্য। তারা একটি ভাল লেখা পড়ে যদি মন্তব্য না দেন,তবে ভাল ব্লগার রা উৎসাহ পাবেন কোথা থেকে? ব্লগ কি শুধু নিজের লেখা পোস্ট করার জন্য? ব্লগ ব্লগার এর মত প্রকাশের স্বাধীনতা দেয়। কিন্তূু ব্যাপারটা কি তার মধ্যে সীমাবদ্ধ? একজন ব্লগার অন্য ব্লগারদের লেখা পড়ে মন্তব্য করে,আলোচনা করে,পরামর্শ দিয়ে তার লেখা সম্পর্কে,এমনকি ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে যদি থাকতেন,তাহলে এ দুর্গতি হত না।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৯
আমিই মিসির আলী বলেছেন: আপনি যুক্তি সঙ্গত কথাই বলছেন।
অধিকাংশ ব্লগারই এখন আইলসা!
ব্লগে বিভিন্ন ধরনের লেখা আসবে। মানুষ পড়বে, ভালো হইছে না খারাপ হইছে তা ব্লগাররা জানাবেন! না তার মধ্যে নাই! শুধু ঘুমবাবু সেজে বসে থাকার বেলায় উস্তাদ।
মন্তব্যর জন্য ধন্যবাদ।
প্রাণ ফিরে পাক ব্লগ সে কামনাই করি।
৩৯| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৪
সাহসী সন্তান বলেছেন: ব্লগীয় রম্য উল্লেখ করলেন অথচ রম্যের কিছু পাইলাম না বলে ভীষণ মন খারাপ লাগছে......
যাহোক পুরানো নতুন অনেক জ্ঞানী ব্লগারা তাদের মূল্যবান মতামত প্রদান করছেন, আমি সেগুলো মনযোগ সহকারে পড়তে থাকি। দেখি তাদের কথার মধ্যে নতুন কিছু খুঁজে পাই কিনা!
পোস্টের জন্য ধন্যবাদ!
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৬
আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
যেটা দিছিলাম ঐ টা রম্যের চেয়ে কম!
বিষয়টা এমন " আপ্নে একটা গর্তে পড়ে যাইতাছেন আর আপনার সামনে ৮০ নব্বইজন মানুষ হা করে দেখছে! অথচ তারা চাইলেই আপ্নেরে বাঁচাতে পারে।
পড়েন পড়েন,
মন্তব্য পড়েই আপনি আসল রম্যের মজা পাবেন।
৪০| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৯
নিরল হৃদয় বলেছেন: বাঙালিরা যে অলস সেটা জানতাম কিন্তু দিনে দিনে ব্লগাররাও যে অলস হয়ে যাচ্ছে এটাই ভাবনার বিষয়।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৮
আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
এইখানের অধিকাংশ ব্লগারই বাঙালী। কেউ এলিয়ন না
ব্লগার সচল হোক, দোয়া করেন।
৪১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
তুমি আমার পোস্টে কমেন্ট করোনাই, সেজন্য আমিও তোমার পোস্টে কমেন্ট করিনাই।কাটাকুটি, হুঁ!
এই খেলা তো আদিকাল থেকে চলে আসতেসে ভাই
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!
আদি খেলায়াড়!
এখন তো তারচেয়ে খ্রাপ অবস্থা ভাইরে।
মধ্যযুগীয় রীতি।
বউ ও দিবেন লগে যৌতক ও দিবেন টাইপ অবস্থা।
অনলাইন ও থাকবেন আবার চক্ষু মেইল্যাও ঘুমাইবেন
তয় খেলা শুরু করার জন্য তো একপক্ষকে খেলার জন্য আহব্বান কর্তে হবে।
দুইপক্ষ ভাব ধৈরা থাকলে ক্যামতে হয়!!
৪২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৭
অপু দ্যা গ্রেট বলেছেন: ভাল লেখা গুলো কিভাবে জানি চাপা পরে যায়
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫০
আমিই মিসির আলী বলেছেন: কেউ টাইন্যা না ধর্লে তো চাপা পড়বেই।
আর লেখা টেনে ধরার মূল মাধ্যম হৈল মন্তব্য। সেই ক্ষেত্রেইই তো অনেকে অলস।
এখন ধরেন নতুন কেউ ব্লগে জয়েন কর্লো, দেখলো এখানে সবাই ঘুমবাবু! সে কোন দুঃখে এখানে তার সময় নষ্ট করবে!!
এভাবেই হারিয়ে যায় ভাল লেখকরা!
৪৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৪
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: অনেক কিছু জানা গেল।ধন্যবাদ আমিই মিসির আলী ভাই
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬
আমিই মিসির আলী বলেছেন: আপনি অনেক কিছু জানতে পেরেছেন জেনে আমার ও ভালো লাগলো।
ভালো থাকুন সর্বদা।
ভালো লেখা পড়ুন, লিখুন এবং অন্যদের উৎসাহ দিন।
সেই কামনাই রইলো। ।
৪৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,
সবাই সুন্দর করে তাঁদের মতামত দিয়ে গেছেন । পুরোনো-নবীস, ছোট-বড়, সুলিখিয়ে- অলিখিয়ে, অভিজ্ঞ-অনভিজ্ঞ সবাই তাদের মন্তব্যে যা বলেছেন তার বেশীর ভাগটাই " আজকাল ব্লগারগণ অনলাইনে কি ঘুম যায়?? B:-) " এই বিষয়ে আপনার লেখা এই লাইনটির প্রতিই নজর দিয়েছেন বেশী। কিন্তু আপনার লেখায় " অনেকেই বলবেন এসব কোন মন্তব্য করার মতো লেখা!! তাহলে আমি বলি কোন উর্বর মস্তিষ্কের বিবেচনায় এসব লেখা নির্বাচিত পাতায় রাখা হয়!!" এই আসল জিজ্ঞাসাটির উত্তর খুব একটা মেলেনি । যেটা সামু কর্তৃপক্ষই বলতে পারতেন ভালো ।
কিন্তু একটা জিনিষ খেয়াল করেছেন ? আপনার এই লেখাটি কি ওজনদার কিছু ? ( মনে কিছু নেবেন না আশা করি ) অথচ আমরা এই মুহূর্তে ৫০২ জন এটা পড়েছি এবং ৪৩টি মন্তব্যও করেছি ।
কি বুঝলেন বলুন ????
আপনার সাথে সাথে সবাইকে ধন্যবাদ এই হালকা পোষ্টের সবচেয়ে ওজনদার প্রশ্ন ও তার জবাব দেয়াতে ।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪০
আমিই মিসির আলী বলেছেন: আমার লেখাটা অবশ্যই ওজনদার লেখা নয়, তবে ওজনদার লেখাকে ওজনের যথাযথ মর্যদা দেয়া সংক্রান্ত লেখা। সেজন্যই সকলেই মতামত পেশ করছে।
আর এটা স্বাভাবিক ব্যপার। তেলো মাথায় তেল দেয়ার মতো " যেটা আমি প্রথম কমেন্টের জবাবে বলে দিয়েছিলাম। আর এটা সবার ক্ষেত্রেইই ঘটে। আপনার ক্ষেত্রেও ঘটেছে।
মূল টপিক নিয়া আপনার মন্তব্য জানা গেল না।
আর যেটা উল্লেখ করলেন,
অনেকেই বলবেন এসব কোন মন্তব্য করার মতো লেখা!! তাহলে আমি বলি কোন উর্বর মস্তিষ্কের বিবেচনায় এসব লেখা নির্বাচিত পাতায় রাখা হয়!!
এটার জবাব মুডু না, ব্লগাররাই দিবেন। কারন প্রশ্নটা পরোক্ষভাবে একটু ব্যঙ্গরূপে ঐ ৮৮ জন ব্লগারের দিকেই ছুঁড়ে দিয়েছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৪৫| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:০১
শায়মা বলেছেন: এহ রে আমাকে বন্দী করবে কে শুনি!!!!!!!!
তার আগে তোমাকে বন্দী করে ........
দাঁড়াও কেবলি গানা বাজনা থেকে ফিরেছি। একটু পরে আসছি তোমার জবাবের জবাব দিতে।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!
আছেন মোক্তার, আছেন আমার জামিনদার,
যতই করেন ব্যবস্থা আমাকে আটকাবার একসময় ঠিকই তিনি আমায় করবেন পার!
গানা বাজনা!! আপ্নে শিল্পী নাকি?
৪৬| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৯
প্রামানিক বলেছেন: ব্লগে অনেক সময় ভাল ভাল লেখা পোষ্ট হয়, কেন জানি সেই সব লেখায় মন্তব্যও হয় না আবার বেশি পাঠক পড়েও না। কিন্তু যখন সেগুলো পড়া শুরু করি তখন বোঝা যায় কত ভাল লেখা। বেশির ভাগ ক্ষেত্রেই খেয়াল করেছি যত ভাল লেখাই হোক না কেন লেখার সাইজ একটু বড় হলেই সবাই সেই লেখাটা এড়িয়ে যায়। অথচ ছোট ছোট ভাল-মন্দ যে কোন লেখাগুলোতে মন্তব্যের হুমড়ি পড়ে যায়। ব্লগের পাঠক মনে হয় বড় আকারের পোষ্টের চেয়ে ছোট ছোট পোষ্ট পড়তেই বেশি স্বাচ্ছন্দবোধ করে।
ধন্যবাদ পোষ্টের জন্য।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩
আমিই মিসির আলী বলেছেন: ব্লগে আসলেই ভালো লেখা আসে।অনেক ভালো লেখা আসে।
তবে কথা ঐটা ভালো লেখার গুণ থাকলেই চলে না। ভালো লেখাকে সবার সামনে তুলে ধরারও গুণ থাকতে হয়। তবে অনেকেরই সেটা সেটা নাই। আর হয়তো সেজন্যই ভালো লেখাগুলো চাপা পড়ে যায়।
আর বড় ছোট পোস্টের বিষয়টাও ঠিক কিনা বলতে পারছি না। অতীতে অনেক বড় পোষ্ট হইতো এবং সেগুলো যথাযথ কদর পাইতো! কিন্তু এ যাবৎ কালে সেটা থমকে গেছে!!
এখন এটার জন্য দায়ী কে?
দায়ী আসলে ব্লগাররাই। বিভিন্ন কারনে অনেকে হয়ে গেছে অলস, অনেকে হইছে অহংকারী, অনেকে হইছে ভাবুক! আর এভাবে দিন দিন ব্লগ রুগ্ন হয়ার পথে ধাবিত হচ্ছে।
একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখতাম ব্লগ তার প্রাণ ফিরে পেয়েছে, অনেক খুশি হইতাম।
কিন্তু এটা কি আর হবে!
৪৭| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৯
তার আর পর নেই… বলেছেন: রেমা কালেঙ্গা ……মির্জা রাসেল
পোস্ট করেছি: ১৩টি
মন্তব্য করেছি: ১৮টি
মন্তব্য পেয়েছি: ৩৮টি
ব্লগ লিখেছি: ২ বছর ৪ মাস
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ২
তনু হত্যা ও চুলকানি … নিরল হৃদয়
পোস্ট করেছি: ৪টি
মন্তব্য করেছি: ২৪টি
মন্তব্য পেয়েছি: ১৬টি
ব্লগ লিখেছি: ১ সপ্তাহ ৩ দিন
অনুসরণ করছি: ৭ জন
বিবর … কাজী মেহেদি হাসান
আমার পরিসংখ্যান
পোস্ট করেছি: ৩০টি
মন্তব্য করেছি: ৪০৮টি
মন্তব্য পেয়েছি: ৬১৫টি
ব্লগ লিখেছি: ৭ মাস ২ দিন
অনুসরণ করছি: ১০ জন
অনুসরণ করছে: ২৯ জন
শ্মশান কমিটি … অগ্নি সারথি
পোস্ট করেছি: ১২৮টি
মন্তব্য করেছি: ৩৯৯৯টি
মন্তব্য পেয়েছি: ২৮৭১টি
ব্লগ লিখেছি: ৫ বছর ৮ মাস
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ১২২ জন
বেশ কয়েকটা পরিসংখ্যান দিলাম। এর মধ্যে সবচেয়ে একটিভ ব্লগার অগ্নি সারথি। এখন অগ্নি সারথির পোস্টে মন্তব্য ও পঠন সংখ্যা দেখলেই বুঝবেন।
নির্বাচিত পাতার ক্ষেত্রে এ পরিসংখ্যান একটু আশ্চর্য। নির্বাচিত পাতায় সাধারণত পরিচিতদের লেখাই দেওয়া হয়, (আমি যতদূর দেখে আসছি) এখানে নির্বাচনের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।
সাধারণত আমি যাদেরকে দেখি তারা কয়েক দিন পোস্ট না দিলে বাড়ি গিয়ে দেখে আসি। পরিচিত হওয়াটা আমার বা অন্যদের ক্ষেত্রেও কাজ করে।
যে কোন একটা গঠনমূলক মন্তব্য যে কেউ অনেকদিন মনে রাখে।
রচনার শেষে (উপসংহারে) ব্লগারের সক্রিয়তা এবং গঠনমূলক মন্তব্য এবং সর্বোপরি মডুদের নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতা একটি নির্বাচন পাতাকে সরগরম করে তুলতে পারে।
এত বড় মন্তব্য করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ( ইমোতে গেলাম না)
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৭
আমিই মিসির আলী বলেছেন: সুবিশাল মন্তব্য এবং পরিসংখ্যানের জন্য অনেক ধন্যবাদ।
একজন এক্টিভ ব্লগার সবার ঘরে ঘরে যাবেন, তাকে দেখে দায়সারা করার জন্য ঐ ব্লগে আসা এসব কেমন যেন!! ব্যবসা ব্যবসা খেলা মনে হয়।
নির্বাচিত পাতায় অবশ্যই ভালো লেখা গুলো দেয়া হয়। কিন্তু ভালো জিনিসের কদর কর্লো কয়জনে!!
একজন আমার পোষ্টে মন্তব্য কর্লো বলে তার বাজে লেখায় গিয়ে বাহবা দিয়ে আসার পক্ষে আমি নই। তবে মন্তব্য দেয়ার পক্ষে আছি।
এই ব্লগে দিনশেষে নির্বাচিত পাতার লেখার পরিসংখ্যান দেখলে আসলেই খ্রাপ লাগে। বাংলার সবচেয়ে বড় ব্লগের এমন দশা হলে হয় নাকি!!
পরিশেষে আপনার মতো আমার ও একটাই চাওয়া ব্লগাররা জেগে উঠুক।
৪৮| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৮
কালনী নদী বলেছেন: শায়মা আপু ঠিকই বলছেন সবাই লিখতে লিখতে উন্নতির দিকেই যাবে।
তবে মিসির আলী ভাই আপনার লিখাটা কিন্তু নির্বাচিত পোস্টে আছে!
ভালো লাগলো তাই জানান দিতে আসলাম।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪১
আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
আমার এই নিক থেকে প্রথম বারের মতো কোন লেখা নির্বাচিত পাতায় ঠাঁই পেল। তবে এটা ঐ পাতায় যাওয়ার মতো কোন যোগ্যতা রাখে না। আবার ব্লগ বলতে মূলত যা বুঝায় ঐ দৃষ্টিকোন থেকে ঐ পাতায় থাকার যোগ্যতা রাখে।
শায়মা আপু অনেক জ্ঞানী মানুষ। উনার কথা ঠিক না হইয়া কই যাবে!!
৪৯| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩
কালনী নদী বলেছেন: নির্বাচিত পাতা থাকার দরকার আছে, নতুনরা উৎসাহিত হবে।
আমি এত দিন পর সমস্যাটা আমর দড়তে পারছি, আসলে আমার কিবোর্ডটা লোহার মতন হয়ে গেছে অনেক কি ঠিকমত কাজই করে না। আমি ভাবছিলাম নেশার ঘোরে হয়ত ভুল টাইপ করছি!
আমার জরুরি ভিত্তিথে কি-বোর্ড পরিবর্তন করতে হবে।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬
আমিই মিসির আলী বলেছেন: জ্বী ভাই,
একটা সমস্যা নিশ্চয়ই আছে।
ভালোভাবে দেখুন এবং সমাধান করে ফেলুন।
আর নির্বাচিত পাতা অবশ্যই থাকবে। কারন প্রতিদিন যে পরিমাণ লেখা পয়দা হয় তাতে ভালো লেখা চাপা পড়ে যায়। ভালো লেখার মুখ দর্শন করার জন্য হলেও নির্বাচিত পাতা থাকা আবশ্যক।
ধন্যবাদ।
ভালো থাকুন।
৫০| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫
আমি তুমি আমরা বলেছেন: পোস্ট পর্যবেক্ষনে
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৯
আমিই মিসির আলী বলেছেন: পর্যবেক্ষনে আছে জেনে ভালো লাগলো।
কিভাবে এই সমস্যা সমাধান করা যায় তা নিয়ে যদি বিস্তারিতভাবে কিছু বলেন তাহলে ভালো হয়।
৫১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:১০
আরণ্যক রাখাল বলেছেন: দুঃখজনক ব্যাপার।
ধরে নিলাম আপনি ব্যস্ত, একটা পোস্ট পড়লেন, ওইটাতেই একটা কমেন্ট করুন। অন্তত একটা ইমো!
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫
আমিই মিসির আলী বলেছেন: সেটাইতো একটা লেখা যখন পড়ার সময় হৈল তখন তো একটা কমেন্ট করারও সময় হৈব। কমেন্ট করলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না।
কিন্তু না। কিসের ভাবে, কোন অহংকারে অনেকেই সেটা এড়িয়ে যায়।
৫২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: একদল আছে প্রতিদিন ১/২ টা পোস্ট করে কিন্তু অন্যের লেখায় মন্তব্য করেনা।
এমনকি তাদের পোস্টে মন্তব্য করলেও উত্তর দেয় না।
যারা এমনি উঁকি দিয়ে বল্গ দেখে তাদের কথা নাহয় বাদই দিলাম, যারা নিয়মিত পোস্ট করে যাচ্ছে তাদের তো উচিত অন্যদের লেখা পড়া, ভালো মন্দ কিছু বলা।
আর এখন মনে হয় যারা নিয়মিত ব্লগে আসতো তারা ক্রিকেট খেলা দেখা নিয়ে ব্যস্ত সময় পার করছে।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫
আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!
ক্রিকেট খেলা কি প্রতিদিন থাকে! কিংবা ২৪ ঘন্টা!
আসলে ব্লগের পরিবেশ হয়ে গেছে মিনমিনে! তাই মন্তব্য ও কেউ করে না ঠিক মতো। এক্ষেত্রে নির্বাচিত পাতার বিশেষ ভূমিকা আছে।
মাঝে মাঝে দেখবেন আলোচিত অংশে যেসকল লেখা ঘন্টার পর ঘন্টা থাকে ঐসকল লেখা নির্বাচিত পাতায় দেয়া হয় না। এটা হচ্ছে মুডুদের একটা কৌশলগত ভুল।
যাইহোক, ব্লগের ব্লগাররা যদি একটা নিবেদিত হয় ব্লগের লেখায় মন্তব্য করার ব্যপারে তাহলে এ খুঁড়িয়ে চলা ব্লগ আবার দৌড়াবে সেই আশাই করি।
গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:২৫
আরণ্যক রাখাল বলেছেন: কমেন্ট করা, মুখ চেনাচেনি ইত্যাদি অনেক কথাই হচ্ছে দেখি।
কিন্তু বস, প্রবলেমটা হইল, আপনি যদি কমেন্ট নাই করবেন তাইলে ব্লগে আসবেন ক্যান? লিটল ম্যাগ, ফিটল ম্যাগ ইত্যাদি অনেক আতেলিয় ব্যাপার আছে, ঐখানে যান না।
সামুতে নতুন ব্লগার আসলে তো তাদের মধ্যে লাফালাফি লেগে যায়, কে কয়টা পোস্ট করতে পারে। পড়ার টাইম নাই!
আর কিছু আবালচোদ আছে যেগুলা নিজের পোস্টের মন্তব্যেরও রিপ্লাই দেয় না। সেগুলাকে সিটিএন।
@কাজী মেহেদী হাসান, এই কথাটা আপনাকে বলি। ফেসবুকে আপনি কার পোস্টে কমেন্ট করেন? যারা আপনার পোস্টে কমেন্ট করে, যারা পরিচিত নাকি যারা অপরিচিত, কোনোদিন কমেন্ট লাইক দেন না তাদের পোস্টে?
আর মানের কথা বলছেন, আমি এমননেক কম ব্লগার দেখছি, যারা মানহীন কিন্তু টিকে আছেন। যাদের লেখার মান নেহায়েত খারাপ তারা ব্লগে টিকতেই পারে না।
আমি অনুসারিত ব্লগেই কাটাই সময়, যেহেতু শুধু তাদেরই অনুসরণ করি যাদের পছন্দ করি।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮
আমিই মিসির আলী বলেছেন: ব্লগে আসলে তো কমেন্ট করা উচিৎ।
অন্তত নিজের পোস্টেও তো ফিরতি কমেন্ট করতে হয়।
আর বিষয়টা যেহেতু নির্বাচিত পাতা নিয়ে সেহেতু ঐ পাতায় লেখা গেলেই অনেকেরই ভাব বেড়ে যায়! আমি কি হনুরে টাইপ একটা ভাব চলে আসে!
কিন্তু এটা তো ঠিক না। তাদের এই হনুরে টাইপ ভাবের কারনে ব্লগ ক্রমেই অচল হইতাছে। আশাকরি যারাই এইভাবে থাকে তারা শুদ্রে যাবেন।
যুক্তিযুক্ত গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ রাখাল ভাই।
৫৪| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩৭
জ্যোস্নার ফুল বলেছেন: পথম কথা হইল এইটা একটা বাল পোষ্ট, পোষ্ট আর কমেন্ট পড়তে পড়তে আদ্ধেক রাইত কাটায় দিলাম। পড়তেও পারিনা ছাড়তেও পারিনা
দ্বিতীয় কথা হচ্ছে, এইটা একটা বিষ্ময়কর পোষ্ট, কারন এই পোষ্টে "ভালো লেগেছে" "ভালো লিখেছেন" টাইপের কমেন্ট নাই।
তৃতীয়ত, এইটা একটা প্রতিবাদ প্র্যাকটিস পোষ্ট, আপু ব্লগাররা সম্মিলিতভাবে প্র্যাকটিসিং।
চতুর্থত, হিট ব্লগাররা হিট ব্লগার কারন তারা হিট ব্লগার। এইটা যেমন ঠিক তাদের লেখায় কোয়ালিটি আছে আবার এইটাও ঠিক তাদের সব লেখাই সমান না, কিন্তু হিটের পরিমান সবগুলোয় প্রায় সমান। কিছু ব্লগার আছে যাদের পোষ্ট সবসময় ই নির্বাচনীতে আসে। মহাকাব্য লিখলেও আসে, আদাপাদা লবন ছাদা লিখলেও আসে।
পরিচিতির বাতাস সবখানেই প্রবল, হোক সে ফেবুক হোক সে সামু। ব্লগার তার পরিচিত ব্লগ বাড়িতে যায় মন্তব্য করতে, অনুসারিত ব্লগে মন্তব্য করে, এইটাই স্বাভাবিক
যেমন আমার পরিচিত তেমন কেউ নাই এইজন্য আমার অবস্থা ভালোই সঙ্গীন।
যাইহোক পরিবেশটা আমার কাছে ভালোই লাগে,
কারন হিট ব্লগারগন যতই খারাপ লিখুক তাদের হিট কমেনা, অথচ অ-হিট ব্লগারদের মধ্য কেউ ভালো লিখলে এবং সেটা চোখে পড়ে গেলে সেটা হিট হয়ে যায়। যেটা খুবই পজিটিভ একটা ব্যাপার।
আবার, কিছুই না পড়ে "ভালো লেগেছে" এই ধরনের মন্তব্যকারি আছে বলে আমাদের মত লেখকদের পোষ্ট এ দুই একটা মন্তব্য পড়ে, এইটাও ব্যাপক পজিটিভ বিষয়।
মন্তব্যের ব্যাপারে বলতে গেলে, সবার বেশি বেশি মন্তব্য করা উচিত এবং উত্তর দেওয়া উচিত। আমি মন্তব্য ভালোই করি প্রমান আছে।
হালকা ভাবে দ্রষ্টব্যঃ এই পোষ্ট আমি অথবা আমার মত কেউ দিলে পঠিত হইত বড়োজোর শ'দেড়েকবার
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৩
আমিই মিসির আলী বলেছেন: প্রথম কথা হইলো এটা একটা রসসমৃদ্ধ কমেন্ট।
দ্বিতীয় কথা হইলো এই পোষ্ট আমি দিছি বলেই যে এতটা হিট খাইলো তা আমি নিশ্চিত না।
তৃতীয় কথা হইলো আমার আপুরা সকল বিষয়ে সোচ্ছার আছেন।
চতুর্থ কথা হইলো এইখানে ভালো লেগেছে টাইপ কমেন্ট নেই। কিন্তু এই ভালোলেগেছে শব্দটাকে একটু ধুয়ে মুছে একই মানের কমেন্ট করা হয়েছে।
আর একটা সত্য কথা হইলো এ ব্লগে আমার কেউ স্পেশালভাবে পরিচিত নাই। সবাই সমানভাবে পরিচিত, আর সেটা হইলো ব্লগার হিসেবে।
আরেকটা কথা বললেন,
যে হিট ব্লগার সবসময় হিট। লেখার মান খারাপ না, আবার সব লেখা সমান না, কিন্তু হিট সবসময় সমান। -এটা দ্বারা বিশেষ কাউকে ইন্ডিকেট করলেন নাকি?
হে হে হে!
কিছুই না পড়ে যারা ভালোলেগেছে কমেন্ট করে তারাই বর্তমানে ব্লগের সম্পদ। অন্তত এটা তো দেখতে হয় না যে নির্বাচিত পাতায় একটা শূন্য মন্তব্য নিয়ে পড়ে আছে।
পরিশেষে ফুলভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মজাদার কমেন্টখানার জন্য।
আর একটা কথা, ।যেটা কইলেন কমেন্ট পড়তে পড়তে অর্ধেক রাইত পার হইয়া গেছে।
ভাইরে নিজের দিকটাই দেখলেন!! এই অধম যে গ্রামে বইসা বইসা স্লো নেটে বিশাল মন্তব্যের বিশাল জবাব দিলো তার কি হাল হইছে সেটা দেখলেন না!!
৫৫| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮
টয়ম্যান বলেছেন: আরজুপনি বলেছেনঃ আর কেউ যদি মনে করে ভালো লেখা আসেনা তবে আমি বলবো মন্দ লেখাতেই সমালোচনা করে আসুক...
অপর্না মম্ময় বলেছেনঃ আর কতিপয় ব্লগার ব্লগারদের আইডেন্টিটি যদি মনে করে সে লেখক না "সে নারী" আর সে হিসেবে তাকে আসমানে তুলে দেয় তাহলে তার দায়ভার " যতটা না নারী ব্লগারের " তারচেয়েও বেশি সে দায় কমেন্টকারী পুরুষ ব্লগারদের।
দূর্যোধনের ভাষায় বলতে গেলে " এক শ্রেণীর লুলীয় ব্লগার আছে তেনারা লেখিকার লেখার থেকে নারী নিকটার প্রতিই বেশি গুরুত্ব দ্যান। নিকের আড়ালে তেনারা অতি গুণধর রূপবতী কাউকে দেখতে পান। সুতরাং লুলদের কাজ তো লুলরা করবেই। "
উনাদের মন্তব্যে কইস্যা লাইক দিলাম
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৬
আমিই মিসির আলী বলেছেন: একটা মন্তব্য তো আমার ই।
যা একটা লাইক তাহলে আমার ভাগ্যেও জুটিলো।
৫৬| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: @ সুমন ভাইয়ের সাথে একমত ব্লগার'রা মন্তব্য করতে চায় না। আর কিছু নতুন ব্লগার আছে, তারা শুধু পোস্ট দিয়েই যায়। অন্য পোস্টে যাবার তাদের সময় নেই।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৮
আমিই মিসির আলী বলেছেন: এই স্বভাবটা পরিহার করতে পারলেই আমাদের সবার প্রিয় সামু আবার সচল অবস্থায় ফিরে আসবে।
ধন্যবাদ।
৫৭| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাঝখানে কৎদিন অসুস্থ থাকায় অনেক কিছূ মিস হয়েছে।
আপনিতো দেখি ভাল ব্যবচ্ছেদ করেছেন। মন্তব্যেও অনেক গুরুত্বপূর্ন বিষয় উঠে এসেছে।
নিজ থেকে না জগলে ডেকে কি ওঠানো যায়। এটা স্বত:স্ফূর্ত সাড়ার বিষয়। যেমন লেখা তেমনি তাতে সক্রিয় অংশগ্রহণ।
তবু্ ব্লগের প্রতি আপনার ডেডিকেশনে ভাললাগা।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬
আমিই মিসির আলী বলেছেন: অসুস্থ! জ্বর ছিলো নাকি?
আশাকরি সুস্থ আছেন এখন।
ব্যবচ্ছেদ আর কি করলাম! নির্বাচিত পাতার বেহাল দশা দেখে খ্রাপ লাগলো তাই বিষয়টা তুলে ধরলাম।
নিজ থেকে না জাগলে জাগানো যায় না এটা ঠিক। তবে জাগার জন্য তো তাগিদ দেয়া যাইতে পারে - নাকি!
সবাই অংশগ্রহন করছে এটা যেমন ভালো, তেমনি ঘুমবাবুরা যদি একটু নয়ন খুঁলিয়া দেখেন এবং ব্লগের সচল কাজে মন দ্যান তবেই লেখা এবং মন্তব্যর পিঠে মন্তব্য দেয়া স্বার্থক হইবে।
ধন্যবাদ।
ভালো থাকুন সর্বদা।
৫৮| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী
মন্তব্যের জবাব দেয়ার জন্যে ধন্যবাদ । লিখেছেন - মূল টপিক নিয়া আপনার মন্তব্য জানা গেল না।
আমার আগের মন্তব্যের বিষয়বস্তু বুঝতে সম্ভবত ভুল করেছেন । মূল টপিক নিয়েই আমি মন্তব্যটি করেছি ।
পোষ্টটি রম্য হোক আর যা হোক আপনার প্রধান প্রশ্নটি ছিলো এই ----কোন উর্বর মস্তিষ্কের বিবেচনায় এসব লেখা নির্বাচিত পাতায় রাখা হয়!!
এই প্রসঙ্গে তাই লিখেছি - এই আসল জিজ্ঞাসাটির উত্তর খুব একটা মেলেনি । যেটা সামু কর্তৃপক্ষই বলতে পারতেন ভালো । আর আপনি এর প্রতিউত্তরে লিখেছেন - এটার জবাব মুডু না, ব্লগাররাই দিবেন।
ভালো .... ব্লগাররা তাদের মতো করেই দিয়েছেন কিন্তু যে যোগ্যতার ভিত্তিতে বা পদ্ধতিতে কোনও পোষ্ট নির্বাচিত পাতায় যায় তার নিশ্চয়ই কোন বিধিবদ্ধ নীতিমালা কিম্বা নির্দেশনা ব্লগ কর্তৃপক্ষের আছে । যেটা কেবল মাত্র সামু কর্তৃপক্ষেরই ভালো বলতে পারার কথা । সুতরাং তারাই এর জবাব দেয়ার উপযুক্ত কর্তৃপক্ষ ।
আমি সেটাই ঈঙ্গিত করেছি । সামু কর্তৃপক্ষের সাফাই গাইনি বরং তাদের জবাবদিহিতার মধ্যে আসার কথা বলেছি । কারন নির্বাচিত পাতা নিয়ে আপনার মতো ( এবং অজস্র ব্লগারদের মতো ) আমারও একই প্রশ্ন ।
আমার লিখিত এই অংশটুকুর অন্তর্নিহিত অর্থ আপনি বোঝেননি ----
কিন্তু একটা জিনিষ খেয়াল করেছেন ? আপনার এই লেখাটি কি ওজনদার কিছু ? ( মনে কিছু নেবেন না আশা করি ) অথচ আমরা এই মুহূর্তে ৫০২ জন এটা পড়েছি এবং ৪৩টি মন্তব্যও করেছি ।
কি বুঝলেন বলুন ????
এখানে আমাদের ব্লগারদের অভ্যেস, পছন্দ , অপছন্দ, রুচিবোধ, মানসিকতার আভাস দিয়েছি । আপনাকে খাটো করতে নয় ।
সুতরাং পাঠক সংখ্যা দেখেই যে কোনও পোষ্ট নির্বাচিত পাতায় যাবে তা না ও হতে পারে । এখানে হাযারো মানুষের হাযার রকমের অভিরুচি দেখতে পাবেন আপনি । আপনাকে এটাই বোঝাতে চেয়েছি । সামু কর্তৃপক্ষই হয়তো এটাকেই কোনও পোষ্ট নির্বাচিত পাতায় নেয়ার প্রধান একটি মানদন্ড মনে করতে পারেন ।
আবার পাশাপাশি আমার এই লাইনটি --আপনার সাথে সাথে সবাইকে ধন্যবাদ এই হালকা পোষ্টের সবচেয়ে ওজনদার প্রশ্ন ও তার জবাব দেয়াতে ।
র প্রশংসা সূচক দিকটি আপনার চোখে পড়েনি । হয়তো লাইনটি পড়ে দেখেন নি । ভালো করে পড়ুন তবেই বুঝতে পারবেন আপনার পোষ্টের সমর্থনেই আমি আগের মন্তব্যটি করেছি ।
শুভেচ্ছান্তে ।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮
আমিই মিসির আলী বলেছেন: ভাইরে,
আমার চোখে সবকিছুই পড়ছে, তবে আপনি ঠিক যেভাবে বোঝাতে চাইছেন হয়তো শতভাগ সেভাবে আমি বুঝতে পারি নি।
যাইহোক,
আর এটা রম্য পোষ্ট ছিলো না, একটা ব্যঙ্গ শিরোনাম ছিলো।
আর আমার মূল প্রশ্নটা ছিলো " নির্বাচিত পাতার লেখায় মন্তব্য পড়ছে না কেন?
ব্লগাররা কি ঘুম যায়? আর যদি কোন ব্লগার এটা মনে করেন যে নির্বাচিত পাতার লেখা মন্তব্য করার মতো না - তাহলে কোন উর্বর মস্তিষ্কের বিবেচনায় লেখাগুলো নির্বাচিত পাতায় যায়? নিশ্চয়ই মুডুরা খুবই বুদ্ধিমান এবং বিচক্ষন এসব বিষয়ে। তাহলে লেখা মন্তব্য করার মতো না একথা দাবি করা যাবে না।
এই বিষয়ে সবাই যার যার মতামত দিয়েছেন। কেন তারা মন্তব্য করছেন না।
ভালো থাকেন ভাই।
৫৯| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
নেক্সাস বলেছেন: কিছুই কমুনা।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪১
আমিই মিসির আলী বলেছেন:
না ভাই। কিছু বলেন.......।
৬০| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫২
নেক্সাস বলেছেন: কইলে একপক্ষ নারাজ হবে একপক্ষ খুশি হবে। আমাদের সবারই স্বভাব সবকিছু ভাসা ভাসা ভাবে দেখা। তাই বিশেষজ্ঞ কমেন্ট না দিয়ে বিশেষজ্ঞ দর্শক হলাম।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০১
আমিই মিসির আলী বলেছেন: কাউরে তো খুশি কর্তাছেন - এটাই বেশি।
বিশেষজ্ঞ দর্শক হইছেন এটাও ভালো।
৬১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০২
বিজন রয় বলেছেন: তবে আমি কিন্তু সবাইকে নিরলসভাবে উৎসাহ বা অনুপ্রেরণা দিয়েই চলেছি। তবে একসময় আমি সমালোচনাও শুরু করবো।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৭
আমিই মিসির আলী বলেছেন: যা কিছু ভালো, ব্লগের জন্য কল্যাণকর তাই করুন।
তবে দেখলাম কেউ কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেইন করছে আপনি নাকি লেখা না পড়েই কমন একটা মন্তব্য জুড়ে দেন।!।
যাইহোক,
আপনার মতো করে আপনি প্রেরনা দিয়ে যান.....
ভালো থাকুন।
৬২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২
বিজন রয় বলেছেন: তবে দেখলাম কেউ কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেইন করছে আপনি নাকি লেখা না পড়েই কমন একটা মন্তব্য জুড়ে দেন।!।
আমার চোখে একজন পড়েছে এমন । তাই পোস্টেই বলেছে আমাকে, তবে খুব খারাপ ভাবে। আমি তাকে ধন্যবাদ শুধু দিতে পারি।
তবে কথা হলো............
পোস্ট পড়ে মন্তব্য করা তো অবশ্যই ভাল। তার চেয়ে বড় কথা কোন ব্লগে উপস্থিত হওয়া। অনেকে তো কোন মন্তব্যই পায় না। তো সেখানে যদি উপস্থিতিটা জানান দেয়া যায় তো সে নিশ্চয়ই খুশ হবে।
আর আজ যারা আমাকে কমপ্লেইন করছে তারা একদিন লজ্জা পাবে।
দেখবো তাদের কি যোগ্যতা আছে।
তবে হ্যাঁ, আমাকে আমার মতোই যেতে হবে।
ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৪৮
আমিই মিসির আলী বলেছেন: যা সকলের জন্য ভালো তাই করেন।
৬৩| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৮
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: আমি বরাবরই একজন সাধারন নিরীহ পাঠক। তবুও একটি যুথসই পোস্ট দেখে মন্তব্য করার আগ্রহ হল।
নির্বাচিত পাতায় সবসময় ভাল লেখাগুলো উঠে আসা উচিত। এখানে ব্লগ যারা নিয়ন্ত্রন করেন, তাদের মতাদর্শ ও পছন্দই এখানে প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক। যেমন কোন বার বা ডিজে পার্টি তে গেলে দেখা যায় সেখানে ছেলে-মেয়ে একসাথে নাচগান করছে, পান করছে। এটা খারাপ কিন্ত তারা এটা তাদের মত করে লিগালাইজ করে ফেলেছে। আপনি হয়ত চেষ্টা করে এটা বন্ধ করতে পারবেন না। তেমন এখানেও হয়ত অনেক ভুল-ত্রুটি অনেকের চোখে ধরা পড়েছে এবং সামনে আরো পড়বে, কিন্ত এটার নিয়ন্ত্রন ব্লগ কর্তৃপক্ষ যেভাবে চায় সেভাবেই হচ্ছে। আরেকটা উদাহরন দিচ্ছি, মাঝে মাঝেই বিদেশি শিল্পীদের দিয়ে আমাদের দেশে পারফর্ম করানো হয়। এসব অনুষ্ঠানের যারা আয়োজক তারা মনে করেন এটা খুবই স্বাভাবিক, এটা হতেই পারে। এমনকি তাদের এ ধরনের চিন্তা-ধারার ব্যাপক প্রসারের ফলে একজন বিদেশি পর্ন তারকা(পতিতা) কে দিয়ে শো করানোর চেষ্টা শুরু হয়েছিল।
তারপরও বলব ভাল কিছু লেখা যদি ব্লগে থাকে তাহলে এখান থেকে অনেক কিছু জানা যাবে, শেখা যাবে ও চিন্তার উপকরণ পাওয়া যাবে। আর এখানে 'পচা পাগলার পালা' গল্পের লেখকের কথা উল্লেখ করতে চাই। তার ব্লগ পড়লে মনে হয় তিনি তার ব্লগে গল্পের আসর বসিয়েছেন। এবং শুধু তাই না গল্পের ফাঁকে ফাঁকে তার নিজের কিছু মেসেজও পাঠকদের দিতে চাইছেন। তার যদি কোন মেসেজ দেয়ার থাকে তাহলে তিনি সরাসরি ব্লগ আকারে লিখলেই পারেন। এতে করে পাঠকের জন্য সুবিধা হবে এবং পাঠক লেখাটি পড়বে কি পড়বে না তা আগেই বুঝতে পারবেন। ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০
আমিই মিসির আলী বলেছেন: আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ।
৬৪| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মিসির অালীর অাসরে যোগ দিতে পারিনি বলে দুঃখিত ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২
আমিই মিসির আলী বলেছেন:
ব্যপার না ।
৬৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্টেট যা যা দিলে
দেখে হই ঈর্ষিত;
নির্বাচিত পাতাটিতে
ছড়াকার নির্বাসিত।
হাঁটি হাঁটি পা পা করে
পোষ্ট দিনু ফিফটি;
পারিনি ব্লগার হতে
রয়ে গেনু চিপ টি।
এত পোষ্টের পড়ে
হেথা গেলো স্রেফ দুটি;
বুঝি বুঝি আজো ব্লগে
রয়ে গেনু চুনোপুটি।
বেশি কথা বলা মানা
স্রেফ একি আর্জি;
দূর হোক মডুদের
ছড়াতে এলার্জী।
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!
আপ্নার মতো মহান ছড়াকারকে বিশেষ নজরে দেখার জন্য মডুদের প্রতি আবেদন জানাচ্ছি।
ভাইরে,
নির্বাচিত পাতায় তাও তো আপ্নার দুটি লেখা গেছে । আমার মাত্র একটি গেছে।
কিন্তু আমি তাতে নারাজ নই। হয়তো আমার গুলা যাওয়ার অনপুযুক্ত ছিলো।
আর লেখাটা দিয়েছিলাম মূলত মন্তব্য করতে অনীহা কারীদের জন্য।
বাই দ্য ভাই ভালো থাকুন সর্বদা।
৬৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, এদেরকে উৎসাহ দেয়া হচ্ছে?
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
আমিই মিসির আলী বলেছেন: বুঝলাম না!
৬৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি বেজায় অলস।
তবুও উৎসাহ দেই সাথে নেই।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
আমিই মিসির আলী বলেছেন: অলস রাইই তো ব্লগের প্রাণ।
ব্লগিং করার মতো সহজ কাজ আর আছে নাকি!!
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
রানার ব্লগ বলেছেন: আসলে নামি ব্লগারদের আড়ালে দামি ব্লগাররা লুকিয়ে আছে। তারা বসে বসে বাদর নাচ দেকছেন। আপনি যদি এক সপ্তাহের ব্লগের লেখার তালিকা দেখেন কি সব হাস্যকর অর্বাচীন লেখা প্রকাশ পায় যা দেখে আমরই হাসি পায় আর দামি ব্লগাদের তো কথাই নাই। মিনিমাম একটা ফিল্টার সিস্টেম থাকা উচিৎ। মিনিমাম মানসম্মত লেখা গুলকে প্রকাশ করা উচিৎ, লেখায় উৎসাহ দিতে গিয়ে আবর্জনা জমা করার কি দরকার।