নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

আবার টাকা গায়েবব! ডিজিটাল বাংলাদেশ হওয়ার কত দেরি পাঞ্জেরি?? B:-)

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৩২



আটশো কোটি টাকার রিজার্ভ লুটের পর এবার বাংলাদেশ ব্যাংক থেকে ১২ হাজার কোটি টাকার গরমিল পাওয়া গিয়েছে। সোজা কথায়, হাওয়া হয়ে গিয়েছে।

স্বপ্ন দেখাইতে দেখাইতেই সব লুটিয়া নিচ্ছে! সাবাশ!

মন্তব্য ৪৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১

দিশেহারা আমি বলেছেন: আগের টা রিহারসেল ছিল মাত্র।
সাবাস
জয় বাবা থুক্কু জয় বাংলা

১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

আমিই মিসির আলী বলেছেন: ঠিকই বলছেন!!

অবাক লাগে তথ্য বাবা এই ঘটনা ঘটার আগে টের পেলেন না! কিছু হইলো!!!
নাকি উনাদের ই দলীয় সহযোগীতায় এসব হচ্ছে কে জানে!!

প্রমান একদিন হবেই।

২| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৫

পবন সরকার বলেছেন: এ আবার কেমন খবর দিলেন। মাথা ঘুরতেছে।

১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

আমিই মিসির আলী বলেছেন: টাকার অংক দেখলে মাথা ঘুরার ই কথা!

বাই দ্যা রাস্তা,
শূন্য যেন কয়টা হবে??

৩| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৬

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: হি হি হি এসব কিছুনা একটু ডাব্বা মারছে আরকি!

১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আমিই মিসির আলী বলেছেন: একটু বলছেন! B:-)

এবার তো পুকুর চুরি না, পুরো নদী চুরির মতো বিষয়।

৪| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্য সব ভ্যাংকের পান থেকে চুন খসলে কত হিসাব, আনি, মাতব্বরি!!!

আর নিজেদের ভেতরে এতবড়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ঘাপলা???????????????????

নাও ,জনতা- চেতনার বটিকা খেয়ে স্বপ্নের উন্নয়নে স্বপ্ন দেখো.. আর তারা ফতুর করতে থাকুক!!!!

কি ভয়াবহ অবস্থা??? আশাকরি যথাযথ নিকাশের মাধ্যমে টাকার সন্ধান পাওয়া যাবে। এবং আমজনতার আমানতকে যথাযথ হেফাজত করবে বাংলাদেশ ব্যাংক।

বিগত ৪০ বছরে এমন প্রশাসনিক ব্যার্থতা কেউ দেখেনি! দেখেছে কি???

১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১

আমিই মিসির আলী বলেছেন: জনতা শুধু একটাই বুঝেই চল্লিশ বছর আগের বিচার!

এই ছাড়া আর কি!

তলে তলে যে সব লুটে নিচ্ছে সে খবর কেউ কি রাখছে!!
তারা নাকি আবার সফল!
সফল চোর বলা যায় অবশ্য =p~

৫| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১০

তারেক ভূঁঞা বলেছেন: হায় হায় এ কেমন জয়
গরিবের টাকা করিয়া ক্ষয়।,
তাহলে কি ব্যাংক এ রাখিয়া টাকা
নিরাপদ নয়,
হায় হায় এ কেমন জয় এ কেমন জয়
গরিবের টাকা করিয়া লুট
তাহারা বাদিয়াছে জোট,
দিতে হয়নি তাদেরকে কেউ ভোট
এমনিতেই পাশ তাদের সরকিরি জোট ।

১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আমিই মিসির আলী বলেছেন: এইবার বুঝেন!
দেশে গনতন্ত্র না থাকলে কি হয়!
কেমন করি লুট হয়!

৬| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১২

নীল আকাশ ২০১৬ বলেছেন: নিজামির ফাসি হয়েছে। এবার খুব বেশি দেরি নেই ডিজিটাল হতে। নিজামীরা বেচে থাকলে হাসিনার 'খোতিশীল' নেত্রিত্বেও কাজ হোতনা।

১২ ই মে, ২০১৬ রাত ৮:৫১

আমিই মিসির আলী বলেছেন:



এইবার কাজ হৈলেই হয়

৭| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

রোষানল বলেছেন: কাঁদো বাঙালি কাঁদো

১২ ই মে, ২০১৬ রাত ৮:৫২

আমিই মিসির আলী বলেছেন: বাঙালী এখন বুঝবে না।
যখন ঘাটতি পূরণ করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে তখন বুঝবে।

৮| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আজিব আমি বলেছেন: সূত্র কোথা থেকে পেলেন?

১২ ই মে, ২০১৬ রাত ৮:৫০

আমিই মিসির আলী বলেছেন: প্রথমআলো।

৯| ১২ ই মে, ২০১৬ রাত ৯:২২

সোজোন বাদিয়া বলেছেন: এতো হোঁচট খাবার পরেও কেন জানি বিশ্বাস হচ্ছে না। এও কি সম্ভব? সত্যি বলছেন মিসির আলী ভাই?

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:৩৫

আমিই মিসির আলী বলেছেন: খবর তো ঠিকই আছে।

১০| ১২ ই মে, ২০১৬ রাত ৯:২৫

বুদ্ধির ঢেঁকি বলেছেন: যে কোন প্রতিষ্ঠানে যদি অডিট হয় তাহলে কয়েক শত/ হাজার কোটি টাকার আপত্তি এমনিতেই এসে যায়। যেমন একটা ৮ গিগা পেন ড্রাইভ ক্রয় করা হয়েছে প্রতিষ্ঠানের জন্য এজন্য ৬০০ টাকার একটা ভাওছার তৈরি করলো। কিন্তু অডিট এশে বলল এই পেন ড্রাইভ এর দাম ৫০০ টাকা। এক্ষেত্রে উত্থিত আপত্তির পরিমান ১০০ নয় বরং ৬০০ টাকা। এইজন্য আপত্তির পরিমান অনেক বেশি দেখায়। এরকম যে কোন প্রতিষ্ঠানে নিরীক্ষা হলে হাজার লাখ কোটি টাঁকার আপত্তি আসা অস্বাভাবিক নয়। লেখক উদ্দেশ্য মুলক ভাবে গাঁজাখুরি তথ্য উপস্থাপন করেছেন যে স্রেফ বাংলাদেশ ব্যাংক থেকে ১২ হাজার কোটি টাকা গায়েব হয়েছে। আর এই যে আপত্তির কথা বলা হয়েছে তার সিংহভাগ বাণিজ্যিক ব্যাংকের যা স্বাভাবিক নিয়মেই সেটেল হবে।

১৪ ই মে, ২০১৬ রাত ১০:০৭

আমিই মিসির আলী বলেছেন: যথার্থ।
৮শ কোটি রিজার্ভ লুটের পরও তো এমন কথাই কইছিলেন!

১১| ১২ ই মে, ২০১৬ রাত ১১:১৬

মুসাফির নামা বলেছেন: ঘটনাটা অনেক পুরাতন, আর এই এখন দিচ্ছেন, তাও শুধু হেডলাইন। বলতে পারেন ,একটু বিরক্তই লেগেছে পোস্টটা।

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:৩১

আমিই মিসির আলী বলেছেন: পুরাতন?
কত পুরাতন?

১২| ১৩ ই মে, ২০১৬ রাত ১:৫৯

যোগী বলেছেন:
এই পত্রিকা কত তারিখের?

নিউজটার ভেতরেই বা কী লেখা আছে?
রিজার্ভ চুরির পরে এই রকম একটা ঘটনা, বিরোধী দলেওতো কোন বিবৃতি চোখে পড়েনি?
রেগুলার প্রথম আলো দেখি, এই নিউজের কোন ফলোআপওতো চখে পড়ল না?

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:৩২

আমিই মিসির আলী বলেছেন: পত্রিকা মনোযোগ দিয়া পড়লেই নজরে পড়তো।

১৩| ১৩ ই মে, ২০১৬ ভোর ৪:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: বাস্ববতাকে যারা অস্বীকার করে তাদের অগ্রাজ্য করাই উচিৎ।।

১৪| ১৩ ই মে, ২০১৬ ভোর ৪:৪৫

কল্লোল পথিক বলেছেন: জয় বাংলা।
ব্যাংক সামলা।

১৪ ই মে, ২০১৬ রাত ১০:০৮

আমিই মিসির আলী বলেছেন:


ব্যাংক ভালোভাবেই সামলাচ্ছে।

১৫| ১৩ ই মে, ২০১৬ ভোর ৫:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: মাত্র কোন ব্যাপারই না।। বিভিন্ন ্যাক্স বাড়িয়ে এটা পূরন করা হবে।। জনগনের দুঃশ্চিনতার কারনই নেই।। মহামান্য অর্থমন্ত্রী।।

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:৩৭

আমিই মিসির আলী বলেছেন: হুমমমমম।

জনগনের টনক নড়বে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি পাবে।

১৬| ১৩ ই মে, ২০১৬ ভোর ৬:৫০

গেম চেঞ্জার বলেছেন: লিংক দেন, ব্যাপারটা দেখি।

১৩ ই মে, ২০১৬ সকাল ১১:২৯

আমিই মিসির আলী বলেছেন: Click This Link

১৭| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:০৩

মুসাফির নামা বলেছেন: এই নিউজটা বছরের প্রথমেই আসে,কারণ ব্যাংকের হিসাব তখনই হয়ে যায়। তবে অডিট হয় পরে। তাই এখন একটু বিস্তারিত দিল পোস্টটা ভাল হত।

১৪ ই মে, ২০১৬ রাত ১০:১০

আমিই মিসির আলী বলেছেন: তথ্যটা প্রকাশ পাইছে ১১ মে।
আমি বছরের পরথমে দিবে কিভাবে!!

আর এটা ভালো ভাবে উপাস্থাপনের কোন বিষয় না।
টাকা লুট হচ্ছে এটাই আসল বিষয়।

১৮| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১:২৬

কাবিল বলেছেন: হিসাব টিসাব পরে হবে আপাতত ওখান থেকে আমাকে ১২ টাকা দিলে আমি কোয়েলের ডিম কিনে খেতাম। :P

১৪ ই মে, ২০১৬ রাত ১০:১১

আমিই মিসির আলী বলেছেন:


হে হে হে!!
কোয়েলের ডিম থেকে কোয়েল ফ্লু হবে না তো আবার :-P

১৯| ১৩ ই মে, ২০১৬ দুপুর ২:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামেই মিসির আলী
কামে লবডংকা;
খামোকাই অল্পতে
কর কত শংকা।

মনটাকে বড় কর
''মালবাবু'' যথা কর ফিল;
এটা কোন টাকা হলো
ইটস্‌ নট এ বিগ ডিল।

১৪ ই মে, ২০১৬ রাত ১০:১৩

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!

মালবাবুুর মতো ফিল করা কি আর সবার পক্ষে সম্ভব হয়!

২০| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:১৮

অপ্রতিম জামশেদ বলেছেন: মিসির আলী সাহেব, বুদ্ধির ঢেঁকির কথা কিন্তু ঠিক। অডিট নিরীক্ষায় গরমিল খোদ ঈশ্বর নিজে কোন প্রতিষ্ঠান চালালে তাতেও খুঁজে পাওয়া যাবে। পয়েন্ট ধরে ধরে বলতে গেলে অনেক লিখতে হবে। তাই বিস্তারিত লিখলাম না। তবে আপনি যদি দেশের শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানের অডিট আপত্তির টাকার পরিমাণ গণনা করেন, তবে আপনার মনে হবে দেশের সববুঝি শেষ। ব্যাপারটা তেমন নয়। অনেকসময় আপনি তাত্তিকভাবে ১০০% সৎ হলেও আপনাকে আপত্তির মুখোমুখি দাঁড় করানো যায়। কারণ ব্যাপারটা আপেক্ষিক আর দৃষ্টিভংগির উপর নির্ভর করে। ধরেন অফিসে আপনি এসি লাগাবেন । কয়টা সেটা নিজেই হিসেব করেন। আপনার কাছে অপশন হিসেবে ওয়াল্টন যেমন আছে, ওয়ারপুলও তেমন আছে। আপনি অফিসের জন্য তাই সবচেয়ে ভাল হিসেবেই ওয়ারপুল কিনলেন। ১ টনের একটা এসিতেই দুই কোম্পানির দামের বেশ পার্থক্য আছে। অডিটের চোখে যদি মনে হয় ওয়াল্টন লাগালেই কাজ হতো, তবে ওয়ারপুল কেনার পুরা টাকাটাই কিন্তু গরমিল হিসেবে দেখাবে; ওয়াল্টন আর ওয়ারপুল এর দামের পার্থক্যটা নয়। সরকারি চাকরি করায় তাও আবার সরকারি প্রকিউরমেন্ট রিলেটেড পোস্টে কাজ করায় এসব বিষয়গুলো জানা থাকায়, এসব অডিট আপত্তির যেসব খবর বিভিন্ন সময় পত্রিকায় আসে, তাতে ভাবিত হই না। আমি বলছি না যে, কোন দূর্নীতি হয় না এদেশে, আমি বলছি অর্থ হিসাবের যে গরমিল অডিট আপত্তিতে উঠে আসে তা টাকার অংকে প্রকাশিত হলেও যেমনটা ভাবছেন তেমনটা নয়। ১২ হাজার কোটি টাকা তুলে নিয়ে কেউ বালিশের নিচে গুঁজে রেখেছে--ব্যাপারটা তেমন নয়।

১৪ ই মে, ২০১৬ রাত ১০:১৬

আমিই মিসির আলী বলেছেন: টাকা তুলে কি আর পকেটে রাখে!!
এত টুনকো বুদ্ধি থাকলে কি আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গায়েব হয়!
ভাইরে যা রটে তার কিছুটা তো ঘটে।

২১| ১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৩৬

নীলপরি বলেছেন: গরমিল কান্ড!

১৪ ই মে, ২০১৬ রাত ১০:১৬

আমিই মিসির আলী বলেছেন: হুমমম..

২২| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:৩৯

সুমন আকরাম বলেছেন: ব্যাংকে রাখার মত আমার টাকাই নাই!! ভাল না? কার টাকা কে খায় খাউক গা। কথাও কমু না ঝামেলায়ও পরুম না!! হাহাহা

২৩| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:৩৯

সুমন আকরাম বলেছেন: ব্যাংকে রাখার মত আমার টাকাই নাই!! ভাল না? কার টাকা কে খায় খাউক গা। কথাও কমু না ঝামেলায়ও পরুম না!! হাহাহা

২৪| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:০৬

মোঃ নেছার উদ্দিন বলেছেন: বাংলাদেশ অনেক ধনী হয়ে গেছে। তাই হিসাবটাই হয় হাজার কোটি ধরে।

২৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৪

কালনী নদী বলেছেন: কর্পোরেট ডাকাতদের জন্য এটা আর নতুন কিছু না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.