![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশেষজ্ঞ নই। তবে আমার যেটা মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্তায় অনেক ভুল আছে, অনেক ঘাটতি আছে। আমাকে যদি বলা হয় কি কি ঘটতি আমি হয়তোবা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো না। তবে আমাদের শিক্ষা ব্যবস্তায় একটি সময়ে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থীই একটি নির্দিষ্ট সময়ে এসে দেখতে পায় অনেক কিছুই তার শেখা বাকি। সেই সময়ে একই সাথে তার মনে হয় কিছু একটা তার করতে হবে। সামাজিক চাপ, সময়ের দাবিসহ অনেক সমস্যা। কিন্তু আমারা তখন ভুলে যাই যে জড় মজবুত না হলে টিকে থাকা যায় না। ধরুন ২ টি আম গাছ লাগানো হল। একটি হাইব্রিড, আরেকটি স্বাভাবিক সাধারণ গাছ। হাইব্রিড গাছটি খুবই দ্রুত ফল দিবে আমাদের, সেই কারনে আমরা সেই গাছটির যত্নও করি খুব ভালোভাবে। অপরদিকে সাধারণ আম গাছটি ফল দিতে অনেক সময় নিবে, আমরা একসময় সেই গাছটির প্রতি হয়তো বিরক্ত হয়ে যত্নও নেব না তেমন একটা, সেই গাছটি নিজে কষ্ট করে একটু একটু করে বেড়ে উঠবে, শেকড় বিস্তৃত হবে মাটির গভীরে।
একসময় ঝড় আসবে। হাইব্রিড গাছটির সেই ঝড়ে ভেঙে পড়ার সম্ভাবনা ১৪ আনা। অপরদিকে সাধারণ গাছটির জড় মজবুত হওয়ার কারনে তার ভেঙে পড়ার সম্ভাবনা অনেক কম। হয়তো উচ্চতা বেশি তাই ঝড়ের প্রকোপ তার উপর বেশি হবে। কিন্তু জড় মজবুত হওয়ার কারনে তার শাখা-প্রশাখা হাইব্রিড গাছের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই সে অতিমাত্রায় সহনশীল একই সাথে তার বিস্তৃতি বেশি হওয়ার কারনে ফলও বেশী হবে, সেটাই স্বাভাবিক। তাই আমাদের হাইব্রিড গাছটির মত তড়িৎ ফলাফল লাভের আশা না করে নিজের ভিক্তিকে শক্ত করার দিকে মনোযোগ দেওয়া উচিত, সময় লাগে লাগুক, নিজের ইচ্ছাটাকে প্রধান্য দেওয়া উচিত। প্রতিনিয়ত নিজেকে হালনাগাদ করা উচিত। তাহলে ফল দেওয়ার ক্ষমতাটাও দীর্ঘস্থায়ী হবে।
©somewhere in net ltd.