![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
পাশের গলি দিয়ে পেরোনো মেয়েটিকে দেখে
আদেখলাপনার একশেষ
সাইকেলে পিছু, বেকুফির চূড়ান্ত
ফ্যান্টাসি উড়ন্ত, বাপ-মা বন্ধু হয়নি তার,
মাসুল গুনছে পরবর্তী প্রজন্ম !!
(২)
ফুল ছেড়ে ফলে আকর্ষণ বেশি
দেখার চেয়ে খাওয়ার আনন্দ বেশি
রেপ বাড়বে না কেন ? বলেছিল ভেকধারী।
মানুষ কত উলঙ্গ হয় !!!
(৩)
তারাপদ বেশি পড়ে নি, কিন্তু রোজগেরে
হরিদা'র দোকানে রেডিও সারাই করে
দু-পয়সা উপরিও আছে
সুদীপ পড়াশুনা করেছে, পাড়ার ঠেকে বসে
রাসলীলা করবে বলে
চল সুদীপকে হরিদা'র দোকানে কাজ শেখাই..।
(৪)
লেখাপড়া সাঙ্গ হলে অ-লেখাপড়াগুলো বাড়ে
নীতিনিয়মের জঞ্জালগুলো পিছু ফেলে এগিয়ে যায়
সভ্য সমাজ !!!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
অনিকেত-সুকন্যা বলেছেন: ভাল লাগল পাশে পেয়ে। ভাল থাকবেন।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
দেবজ্যোতিকাজল বলেছেন: : ভাল লিখেছো • চালিয়ে যাও ।
http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30091493
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
অনিকেত-সুকন্যা বলেছেন: আপনার পাতায় যাব নিশ্চিত আজ রাতে।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০
রাবেয়া রাহীম বলেছেন: সব গুলি খুব ভাল লাগলো ।
লেখাপড়া সাঙ্গ হলে অ-লেখাপড়াগুলো বাড়ে
নীতিনিয়মের জঞ্জালগুলো পিছু ফেলে এগিয়ে যায়
সভ্য সমাজ !!! এটা বেশী ভাল লেগেছে । তোমার এই স্টাইল ভাল লাগে ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল +++++
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: লেখাপড়া সাঙ্গ হলে অ-লেখাপড়াগুলো বাড়ে
নীতিনিয়মের জঞ্জালগুলো পিছু ফেলে
এগিয়ে যায়
সভ্য সমাজ !!!
উপরেরগুলো ভালোভাবে বুঝতে পারিনি।এইটা বেশি ভালো লেগেছে